আসসালামু আলাইকুম সবাইকে মহরম মাসের শুভেচ্ছা জানিয়ে এবং অন্তরের অনতস্তল থেকে অনেক বেসি ভালো দিয়ে আজকের টিউন সুরু করছি।
আমি কাউকে ডলার এর লোভ দেখাই না কারন আপনার কাজের উপরি আপনার সফলতা ইনকাম নির্ভর তাই কাজ করলে অধিক আয় না করলে মস্ত বড় শূন্য। আমি এই প্ল্যান এ সফল তাই শেয়ার করলাম
প্রথমে ক্ষমা চেয়ে নেই সবার কাছে বানান ভুল এবং ওগুছোল টিউন এর জন্য । আজকের আবার ইউটিউব নিয়ে হাজির হোলাম কারন আজকে আমি কিছু বিষয় জানাবো যা থেকে আপনিও সফল ভাবে ইউটিউব এ ইনকাম করতে পারবেন। প্রথমে বলে নেই যারা একদমি নতুন তারা হয় অনলাইন এ না হয় কারো থেকে একদম ব্যাসিক থেকে সেখা সুরু করবেন কারন অনেক বিষয় আছে না জানলে যে কোন সময় আপনার কষ্টে তৈরি করা চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। এবার সুরু করি মুল আলোচনা
মাঝে মাঝে কিছু কিছু বিষয় এর জোয়ার চলে যেমন এখন চলছে ইউটিউব এর মানুষ বুঝে না বুঝে ঝাপিয়ে পরছে কেউ কেউ সঠিক পথে কাজ করে সফল হচ্ছে আবার কেউ না বুঝেই কাজ করে ব্লক ব্যান খাচ্ছে। প্রথমত আপনি জেনে নেন কি নিয়ে কাজ করবেন এর পর ওই কাজে কি কি সমস্যা হতে পারে এর পর কাজ সুরু করুন।
এবার আসি কি ভাবে আপনার ১০০০% গ্যারান্টি সহকারে ইনকাম হবে আমি যেই প্ল্যান এ সফল হয়েছি সেটাই শেয়ার করলাম
আমার মাষ্টার প্ল্যান ঃ
আপনাকে সবার প্রথম নির্বাচন করতে হবে কি নিয়ে কাজ করবেন
আমি প্রথমে ৫ টা বিষয় নিয়ে কাজ সুরু করেছি তার মানে ৫ টা টপিক ৫ টা চ্যানেল
প্রতিটা চ্যানেল এর আইকন এবং চ্যানেল আর্ট অবশ্যই দিতে হবে।
এর পর চ্যানেল এর বিভিন্ন বিষয় খেয়াল করে পুরন করতে হবে।
চ্যানেল এর সব কাজ হয়ে গেলে ভিডিও আপলোড করতে হবে।
তবে ভিডিও আপলোড এর আগে থাম্বনাইল ইমেজ এবং ভিডিও এস ই ও করতে হবে এ ছাড়া যেই মিউজিক ব্যবহার করবেন সেটাও এস ই ও করে নিলে ভালো।
এর পর ভিডিও আপলোড এবং আপলোডের ক্ষেত্রে যা করতে হবে করে নেবেন কারন এইটা ভীষণ গুরুত্বপূর্ণ।
এর পর ভিডিও আপলোড হয়ে গেলে আপনি আপনার তৈরি করা থাম্বনাইল ইমেজ ব্যবহার করবেন কারন ভিডিও এর ভিউ বেসি হয় থাম্বনাইল ইমেজ দেখে। তবে আপনি এমন কোন ইমেজ দেবেন না যেটা ওই ভিডিও তে নেই না হলে সমস্যা হতে পারে।
এর পর প্রতিটা চ্যানেল এর জন্য ২৫-৩০ টা ভিডিও ২৫*৫ = ১২৫ ভিডিও অথবা ৩০*৫=১৫০ ভিডিও আপলোড হয়ে গেলে এবার বসে বসে ইনকাম দেখুন।
এ ছাড়া আরও অধিক ফল পেতে বা ভালো ইনকাম পেতে আপনি আপনার ভিডিও গুলা কে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক এ শেয়ার করে দিতে পারেন।
কোন কোন সাইট এ শেয়ার করবেন প্রশ্ন আসতেই পারে আর এর জন্য নিছে দিয়ে দিলাম সব গুলার এড্রেস নিচে দিয়ে দিলাম আশা করি কাজে লাগবে
Google plus : https://plus.google.com
Facebook : https://www.facebook.com
Twitter : https://twitter.com
Pinterest : https://www.pinterest.com
Reddit : https://www.reddit.com
Thumblr : https://www.tumblr.com
Linkedin : https://www.linkedin.com
Stumbleupon : https://www.stumbleupon.com
LiveJournal : https://www.livejournal.com/
Digg : https://www.digg.com/
আরও অনেক অনেক টিপস ট্রিক্স আছে যে গুলা ফ্রি ফ্রি দেয়া কোন ভাবেই সম্ভব না তাই শেয়ার করতে পারলাম না।
তবে আমি যা যা বললাম এইগুলা করেন ইউটিউব থেকে অনেক ভালো ইনকাম আসবেই ইনশাআল্লাহ্
আর আমি অনেক আগে থেকে অনলাইন এ কাজ করি আমার ২০০৯ এর ইউটিউব চ্যানেল এ ৬৭$ সহ ব্যান হয়ে গিয়েছিল আমার ভুলে তাই সাবধান। একটা না বোঝা ভুল আপনার ইনকাম দেয়া চ্যানেল কে ব্যান খাইয়ে দিতে পারে।
আরও অনেক কিছু লিখার ইচ্ছা থাকা সত্তেও লিখতে পারছি না কাজের জন্য ক্ষমা করবেন তবে যা বলেছি কাজ করলে ইনশাআল্লাহ্ ইনকাম হবেই
আমার আজকের টিউনের সমাত্তি টানছি এখানেই আল্লাহ্ সবাইকে কাজ করবার সুযোগ দিক এবং সবাইকে সফল করুক।
"কাজ করলে সফল আপনি হবেন ই লিখে নিতে পারেন"
স্কাইপি ঃ - dhrubo.taraa
প্রথমে পেজ এ গিয়ে আমার টিউন গুলা পরেন ভালো লাগলে সত্যি কারের সেখার ইচ্ছা থাকলে তবেই আমাকে রিকুয়েস্ট সেন্ড করেন আর ফ্রি তে সিখবেন এমন মনভাব যাদের আছে তারাও দূরে থাকেন। এবং ভাই দেখি সুনি ১ মাশ পর ইত্যাদি ইত্যাদি এরা ও দূরে থাকবেন দয়া করে। তবে হ্যাঁ এমনি যানার কিছু থাকলে অবশ্যই বলবেন ধন্যবাদ
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...
kager post vai