লেখালেখিকে আপন করে নিয়েছিলাম আরো আগেই বাট এই লেখালেখি যে আমার উপার্জন আর জীবন চালানোর এত্ত বড় একটা মাধ্যম হয়ে উঠবে ভাবতে পারি নি।
আর্টিকেল রাইটার হওয়ার খুব ইচ্ছে ছিল, চেষ্টা ও করতাম প্রচুর। বাংলা, ইংলিশ মিলিয়ে প্রচুর রিসোর্স পড়েছি, প্রচুর সময় দিয়েছি এতে। এতে সময় ব্যয় করার সময় আমার মাঝে মোটে ও কোন বিরক্তি ভাব আসে নি। একমনে স্টাডি করে গেছি।
আমাদের দেশে প্রপার ভালো রাইটারের অনেক অভাব, আমি কিছু দিন আগে কিছু লেখার জন্য অনেক অনেক ভাবে বাংলাদেশী কিছু রাইটার খুজেছি পাই নি। স্কিলড পার্সন খুব বেশী একটা তৈরি হয় নি এই ফিল্ডে, তুলনামূলক ভাবে প্রতিযোগিতা ও অনেক কম।
আর্টিকেল রাইটার হওয়ার জন্য অনেক অনেক রিসোর্স রয়েছে যা আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। রাইটার হওয়ার জন্য আপনাকে আগে একজন ভালো ইন্টারনেট রিসার্চার হওয়া লাগবে।
যারা ভালো ভাবে কোন জিনিস ইন্টারনেটে খুজতে পারে তাঁরা রাইটিং এ ভালো করতে পারবে। কেউ সব বিষয়ে এক্সপার্ট হতে পারেনা, তেমনি অজানা বিষয়ে লিখার আগে ভালো করে রিসার্চ করে নেয়া লাগে।
এখানে রয়েছে বিশাল একটা সম্ভাবনা, শুধু মাত্র লোকাল ও দেশি কাজ করেই আপনি আপনার জীবন কাটিয়ে দিতে পারবেন। আর মার্কেটপ্লেস গুলোতে মনোযোগী হলে তো কথাই নেই।
তাহলে যাদের রাইটিং এর প্রতি আগ্রহ রয়েছে তাঁরা আজই লেগে পড়ুন। আমাকে নক করতে পারেন যতটা পারি সহযোগিতা করব।
From ©Sofor Ali
আমি ব্লগার সফর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ফুলটাইম ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলে ও এটাই এখন আমার মুল পরিচয়।