আসসালামু আলাইকুম, আজকের টিউনে মাইক্রোফ্রিলেন্সিং মার্কেটপ্লেস ফিবার নিয়ে আলোচনা করব।
অনেকের ধারনা ফিবার একটি স্ক্যাম সাইট। আমি তা মনে করি না। তবে সকল মার্কেটপ্লেসেই কিছু না কিছু সীমাবন্ধতা আছে তেমনী ফিবারেরও কিছু সীমাবন্ধতা আছে।
আপনি যদি একটি একাউন্ট থাকা অবস্থায় আরেকটি একাউন্ট খুলে ফিবারে কাজ করেন আর নিজেকে খুব চালাক ভাবেন তবে মনে রাখবেন আপনার জন্য ফিবার সাইটটি স্ক্যাম হতেও পারে। সঙ্গে সঙ্গে একাউন্ট ব্লক না করলেও টাকা উঠানোর সময় ব্লক খাবেন নিশ্চিত।
ফিবারে কাজ করা আপনার জন্য উপযুক্ত হতে পারে কারণ এখানে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে পারেন। ফিবারে কোন ধরনের কাজ পাওয়া যাবে না তা বলা কঠিন। আপনি ভালো লিখতে পারেন, গাইতে পারেন, আকতে পারেন? যাই পারেন না কেন তাই বিক্রয় করতে পারবেন।
কোন কিছু না পারলে অন্য কোন কোম্পানীর লগো আপনি হাতে নিয়ে বিজ্ঞাপন করতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনি ফিবার সাইটটি ভিজিট করে দেখেন। তাহলে আপনি দেখতে পারবেন কি কি ধরনের কাজ সাইটটিতে জমা হয়। একেক জন বায়ার তো ফানি ফানি প্রডাক্ট কয়েক হাজার বার বিক্রয় করেছেন। এসব একদিনেই হয় নি। লেগে থাকুন। আর কখনো স্পামিং করবেন না। একবার অর্ডার পেতে থাকলে আর ভালো রেটিং আসলে পরবর্তীতে কি পরিমাণ অর্ডার আসবে তা ভাবতেও পারবেন না।
ফিভারের ব্যবচ্ছেদ
[ ফেইসবুকে আমাকে পাবেন ] যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন
আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon