ইউটিউব ই দিতে পারে সফলতার দিকনির্দেশনা, ইউটিউব ই করতে পারে আপনাকে সফল। ত শুরু করে দিন আজকে থেকেই কাজ এবং টার্গেট নিন ২০১৭ হবে আপনার জন্য সফল বছর

"সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"

 

প্রিও টেকটিউনস এবং প্রিও বন্ধুরা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আজকে আমি একটা আপনাদের সুন্দর একটা প্ল্যান দেখাবো কি করে আপনি কাজ সুরু করতে পারেন এবং কি করে টার্গেট নিতে পারেন ২০১৭ এর জন্য। আজকে ২০১৬ এর ডিসেম্বার এর ১ তারিখ তাই আজকে থেকেই কাজে লেগে পড়ুন। চলুন দেখি কি করতে হবে।

প্রথমে গোল বা লক্ষ নির্ধারণ করুন আপনি কি চান এবং কত চান ?

এর পর কাজের জন্য বা সফলতার জন্য আপনি কতটুকু আগ্রহি ?

সত্যি সত্যি কি আপনি একজন ইউটিউব উপার্জনকারী হতে চান ?

নিজেকে প্রশ্ন করুন আপনি কি কি জানেন আর কি কি জানা প্রয়োজন ?

এই সব কিছু শেষ হলে এর পর যদি আপনি কাজের জন্য উপযুক্ত হন তাহলে আর দেরি কেন কাজে লেগে পরে। আর যারা একদমি নতুন কিন্তু ভীষণ রকম আগ্রহ আছে তারা দয়া করে একটু সময় নিয়ে কাজ গুলা শিখুন, জানুন নিয়ম কানুন, জানুন কোন পথে সফলতা কোন পথে অন্ধকার, এইসব বিষয় জানা শেখা হয়ে গেলে আপনিও সুরু করতে পারেন।

কি ভাবে সুরু করবেন

প্রথমে নিস বা টপিক নির্বাচন করুন কি কি নিয়ে কাজ করবেন ?

এর পর ওই টপিক অনুযায়ী চ্যানেল তৈরি করুন।

চ্যানেল এ সব কিছু সঠিক ভাবে পূর্ণ করুন।

চ্যানেল হয়ে গেলে এর পর টপিক অনুযায়ী ডাটা সংগ্রহ করুন।

এর পর আপনার পছন্দ অনুযায়ী এবং মানুষ পছন্দ করবে এমন করে ভিডিও তৈরি করুন।

ভিডিও হয়ে গেলে এর জন্য, ট্যাগ, টাইট্যাল, ডেসক্রিপশন প্রস্তুত করুন।

এর পর সুন্দর করে একটা থাম্বনাইল ইমেজ তৈরি করুন। সব কিছু প্রস্তুত থাকলে ভিডিও আপলোড দিয়ে দিন।

এইতো কাজ এর পর এস ই ও করবেন একটু এবং সোশ্যাল অ্যাকাউন্ট এ শেয়ার করবেন আশা করা যায় ইনকাম হতে খুব বেসি সময় লাগবে না।

তাই যারা বিভিন্ন, মানুষের বিভিন্ন কথায় সিধান্ত নিতে পারছেন না আমি বলবো ইউটিউব সুরু করেন এবং সঠিক ভাবে কাজ করেন সফলতা দেখবেন আপনাকে খুজে বেড়াবে। একটা কথা মনে রাখবেন আপনাকে পেছনে ঠেলে দেবার অনেক লোক পাবেন হাত ধরে সামনের পথ দেখানোর কাউকে পাবেন না। এবং আপনি সফল হন এটাও অনেকেই চায় না তাই অন্য জনের কথায় আপনি কেন কান দেবেন। তাই দেরি না করে সুরু করে দেন সফল হবার নতুন জার্নি। বদলে ফেলুন জিবনের মানচিত্র বদলে ফেলুন আপনার প্রতি অন্যদের চিন্তা ধারা। দেখিয়ে দেন আপনিও পারেন

ভালো কাজ। ভালো নিয়ত। পরিশ্রম। এবং কাজের প্রতি ভালোবাসা থাকলে সফলতা সময়ের ব্যাপার।

তবে একটা কথা কাউকে সাহায্য না করলেও ক্ষতি করবেন না। কারো হাত ধরে সামনে নিতে না পারলেও পেছনে ঠেলে দেবেন না। কাউকে উপরে উঠার পথ দেখাতে না পারলেও নিছে টানবেন না। এবং সফলাতার সুন্দর পথের দিকনির্দেশনা না দিতে পারলেও অন্ধকারে পথ দেখাবেন না। নিজের মনের নোংরা চিন্তা টা কে ছুরে ফেলুন দেখবেন অন্নের সফলাতেও আনন্দ লুকিয়ে আছে।

 

আজকের মত আমার বক বক এখানেই সমাপ্ত করলাম সবার সত্যি সুন্দর একটা দিনের প্রত্যাশা তে আল্লাহ্‌ হাফিজ সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমীন সুম্মা আমীন

 

আমাকে পাবেন ফেসবুক এ

সোহাগ

স্কাইপি তে ঃ- dhrubo.taraa

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks bro for beautiful speech

khub dorkari post vai

    @ফরহাদ উজ জামান

    ভাইয়া ধন্যবাদ কমেন্টস এর জন্য কিন্তু ভাইয়া আপনার কমেন্টস একটু রবোটিক মনে হয় কারন সব কমেন্টস ই এমন টাইপ এর । তার পরও অনেক অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য ভাইয়া

Ami suru kore dici dekha jak koto dur jete pari

Level 2

very good tunes. thanks.

    Thank you so much , but its request to you don,t be so late when you start learning then you can realize what is going on and what is your future .

    so start learning it can be with me or another person but you should start as early as you can

    Thanks

সবই তো ঠিক আছে ভাই, ব্যাট বাংলাতে কোয়ালিটি চ্যানেল গড়ে উঠছেনা। আসলে আমরা পরিশ্রম করতেই চাই না। পাশের দেশ ইন্ডিয়াতে দিনদিন বিশাল ইউটিউব কমিউনিটি তৈরি হচ্ছে, অনেক বড়বড় টেক চ্যানেল সামনে আসছে। ব্যাট আমাদের দেশে ইউটিউব আলেক্সাতে ১ নাম্বারে থেকেও আমাদের ভালো তেমন কোন চ্যানেল নেই। সবাই স্প্যাম করা নিয়ে ব্যস্ত। এতে আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এভাবে আমরা কখনোই সুন্দর কমিউনিটি করতে পারবো না।
তাই সকলকে বলবো, “ভাই ক্যারিয়ার করতে চাইলে জেনুইন কাজ করেন, নিজের বুদ্ধিকে স্প্যামে না খাঁটিয়ে আসল কনটেন্ট তৈরি করাতে খাটান, আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যান”।

ধন্যবাদ 🙂

    @তাহমিদ বোরহান

    ভাই আপনিও সবই ঠিক বল্লেন কিন্তু কে শোনে কার কথা , আর কিছু ফালতু লোকজন নতুনদের ভুল সেখাচ্ছে ভুল পথ দেখাচ্ছে . আর নতুন কিছু আছে সব কিছুই ফ্রি এর জন্য হাত পেতে থাকে এইটুকু বুঝার ক্ষমতা নাই কি দিচ্ছে সেইগুলার মূল্য কতটুকু । আর আমি বলতে বলতে হয়রান হয়ে গিয়েছি যে ভাই নিজের বুদ্ধি খাটিয়ে ভালো কিছু করেন চুরি করে কপি করে ২ দিন কাজ করলেও সারাজীবন সম্ভব না । কিন্তু কি করার তারা ভাবে সফলতার সর্ট কার্ট আছে মনে হয়

Thanks For Information Brother