"সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"
প্রিও টেকটিউনস এবং প্রিও বন্ধুরা
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আজকে আমি একটা আপনাদের সুন্দর একটা প্ল্যান দেখাবো কি করে আপনি কাজ সুরু করতে পারেন এবং কি করে টার্গেট নিতে পারেন ২০১৭ এর জন্য। আজকে ২০১৬ এর ডিসেম্বার এর ১ তারিখ তাই আজকে থেকেই কাজে লেগে পড়ুন। চলুন দেখি কি করতে হবে।
প্রথমে গোল বা লক্ষ নির্ধারণ করুন আপনি কি চান এবং কত চান ?
এর পর কাজের জন্য বা সফলতার জন্য আপনি কতটুকু আগ্রহি ?
সত্যি সত্যি কি আপনি একজন ইউটিউব উপার্জনকারী হতে চান ?
নিজেকে প্রশ্ন করুন আপনি কি কি জানেন আর কি কি জানা প্রয়োজন ?
এই সব কিছু শেষ হলে এর পর যদি আপনি কাজের জন্য উপযুক্ত হন তাহলে আর দেরি কেন কাজে লেগে পরে। আর যারা একদমি নতুন কিন্তু ভীষণ রকম আগ্রহ আছে তারা দয়া করে একটু সময় নিয়ে কাজ গুলা শিখুন, জানুন নিয়ম কানুন, জানুন কোন পথে সফলতা কোন পথে অন্ধকার, এইসব বিষয় জানা শেখা হয়ে গেলে আপনিও সুরু করতে পারেন।
কি ভাবে সুরু করবেন
প্রথমে নিস বা টপিক নির্বাচন করুন কি কি নিয়ে কাজ করবেন ?
এর পর ওই টপিক অনুযায়ী চ্যানেল তৈরি করুন।
চ্যানেল এ সব কিছু সঠিক ভাবে পূর্ণ করুন।
চ্যানেল হয়ে গেলে এর পর টপিক অনুযায়ী ডাটা সংগ্রহ করুন।
এর পর আপনার পছন্দ অনুযায়ী এবং মানুষ পছন্দ করবে এমন করে ভিডিও তৈরি করুন।
ভিডিও হয়ে গেলে এর জন্য, ট্যাগ, টাইট্যাল, ডেসক্রিপশন প্রস্তুত করুন।
এর পর সুন্দর করে একটা থাম্বনাইল ইমেজ তৈরি করুন। সব কিছু প্রস্তুত থাকলে ভিডিও আপলোড দিয়ে দিন।
এইতো কাজ এর পর এস ই ও করবেন একটু এবং সোশ্যাল অ্যাকাউন্ট এ শেয়ার করবেন আশা করা যায় ইনকাম হতে খুব বেসি সময় লাগবে না।
তাই যারা বিভিন্ন, মানুষের বিভিন্ন কথায় সিধান্ত নিতে পারছেন না আমি বলবো ইউটিউব সুরু করেন এবং সঠিক ভাবে কাজ করেন সফলতা দেখবেন আপনাকে খুজে বেড়াবে। একটা কথা মনে রাখবেন আপনাকে পেছনে ঠেলে দেবার অনেক লোক পাবেন হাত ধরে সামনের পথ দেখানোর কাউকে পাবেন না। এবং আপনি সফল হন এটাও অনেকেই চায় না তাই অন্য জনের কথায় আপনি কেন কান দেবেন। তাই দেরি না করে সুরু করে দেন সফল হবার নতুন জার্নি। বদলে ফেলুন জিবনের মানচিত্র বদলে ফেলুন আপনার প্রতি অন্যদের চিন্তা ধারা। দেখিয়ে দেন আপনিও পারেন
ভালো কাজ। ভালো নিয়ত। পরিশ্রম। এবং কাজের প্রতি ভালোবাসা থাকলে সফলতা সময়ের ব্যাপার।
তবে একটা কথা কাউকে সাহায্য না করলেও ক্ষতি করবেন না। কারো হাত ধরে সামনে নিতে না পারলেও পেছনে ঠেলে দেবেন না। কাউকে উপরে উঠার পথ দেখাতে না পারলেও নিছে টানবেন না। এবং সফলাতার সুন্দর পথের দিকনির্দেশনা না দিতে পারলেও অন্ধকারে পথ দেখাবেন না। নিজের মনের নোংরা চিন্তা টা কে ছুরে ফেলুন দেখবেন অন্নের সফলাতেও আনন্দ লুকিয়ে আছে।
আজকের মত আমার বক বক এখানেই সমাপ্ত করলাম সবার সত্যি সুন্দর একটা দিনের প্রত্যাশা তে আল্লাহ্ হাফিজ সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমীন সুম্মা আমীন
আমাকে পাবেন ফেসবুক এ
স্কাইপি তে ঃ- dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...
thanks bro for beautiful speech