প্রজেক্ট ব্লগটিউব (পর্ব-১: ব্লগ তৈরী করা)

আসসালামু ওয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রজেক্ট ব্লগটিউবের প্রথম টিউন। আমার গত তিনটি টিউনে কিভাবে জিমেইল, ইয়াহু ও আউটলুক এ ইমেইল একাউন্ট তৈরী করতে হয়। যারা মিস করেছেন এখান থেকে দেখে নিতে পারেন।

এখন আমরা দেখব কিভাবে জিমেইল একাউন্ট ব্যবহার করে একটি ব্লগ তৈরী করতে হয়।

বোঝার সুবিধার্থে আগে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন-

এবার তাহলে শুরু করা যাক -

১. প্রথমে http://www.blogger.com এ যান

২. আপনার gmail/google আইডি টাইপ করুন

৩. আপনার পাসওয়ার্ড দিন

৪. যদি আপনার ইতিপূর্বে কোন Google Plus Profile না থেকে থাকে তাহলে Create a Google Plus Profile এ ক্লিক করুন

৫. Upgrade এ ক্লিক করুন

৬. পর পর ২ ষ্টেপ এ Continue তে ক্লিক করুন

৭. Continue Anyway তে ক্লিক করুন

৮. আপনার ছবি তুলুন অথবা কম্পিউটার থেকে আপলোড করুন

৯. আপনার তথ্যাদি দিন (অপশনাল)

১০. Finish এ ক্লিক করুন।

১১. Continue To Blogger  এ ক্লিক করুন

১২. এটা হল ব্লগার এর Dashboard এখান থেকে আপনি যতগুলো খুশি ব্লগ তৈরী করতে পারবেন। নতুন ব্লগ তৈরীর জন্য New Blog এ ক্লিক করুন

১৩.Title এর বক্স এ আপনার ব্লগ এর টাইটেল লিখুন অর্থাৎ আপনার ব্লগটির বর্ণনা অল্প শব্দের মধ্যে লিখুন

১৪. address এর বক্স এ আপনার ব্লস এর জন্য একটি ইউনিক ব্লগ এড্রেস তৈরী করুন। তবে এড্রেসটি যথেষ্ট সংক্ষিপ্ত এবং আপনার ব্লগটি কি বিষয়ে তা বোঝায় এমন কিছু দেয়ার চেষ্টা করুন। কারণ ব্লগের এড্রেস বেশি বড় হলে

ভিজিটরদের মনে রাখতে কষ্ট হবে।

১৫. Template বক্স থেকে প্রাথমিক ভাবে একটি টেমপ্লেট বেছে নিন। টেমপ্লেট হল ব্লগ এর ডিজাইন এবং ব্লগটি কিভাবে ইন্টারনেটে প্রকাশ করা হচ্ছে তার সমন্বিত রুপ। আমরা পরবর্তীতে কিভাবে এই টেমপ্লেট এডিট করে নিজেদের মত করে সাজাতে হয় তা দেখব।

১৬. Create Blog এ ক্লিক করুন।

১৭. তৈরী হয়ে গেল সম্পূর্ণ নতুন একটি ব্লগ। এটা আমাদের নতুন ব্রগ এর ড্যাসবোর্ড। ব্লগটি বর্তমানে কি অবস্থায় আছে এবং ইন্টারনেটে ভিজিটর রা আমাদের ব্লগকে কেমন দেখতে পাচ্ছে এটা দেখার জন্য View Blog এ ক্লিক করুন।

অথবা সরাসরি ব্রউজারে আপনার ব্লগ এর এড্রেস টাইপ করুন।

টিউটোরিয়ালটি ডাউনলোড করতে পারেন

টিউটোরিয়াল টি ভালো লেগে থাকলে টিউমেন্ট করুন। যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ

নতুনদের জন্য আমার ব্লগ :

study4earn.blogspot.com

নতুনদের জন্য আমার ইউটিউব চ্যানেল :

https://www.youtube.com/channel/UC8t7BTTUEZQguTDPoSfnb2A

ফেসবুক এ আমি :

https://www.facebook.com/rashedulislam.pavel.9

Level 0

আমি রাশেদুল ইসলাম পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস