যারা অনলাইনে নতুন এবং আয় করতে চান তাদের এবার আয় হবেই হবে। প্রজেক্ট ব্লগটিউব। ব্লগিং এবং ইউটিউব থেকে ঘরে বসে আয় করা শিখুন। চেইন টিউন। পর্ব-১

আসলালামু ওয়ালাইকুম। সবাই শুভেচ্ছা নিবেন। আমার টিটি আইডি ২০১৫ সালে করা কিন্তু কখনও কোন টিউন করা হয় নি। আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি। তাই ভাবলাম আমার দ্বারা যদি কিছু মানুষের উপকার হয় তাহলে ক্ষতি কি? যেমন ভাবা তেমন কাজ। ভাবলাম যে অনেক নতুন ভাই বন্ধুরা আছেন যারা হয়তো অনলাইনে একেবারেই নতুন কিন্তু তারাও তো আয়ের স্বপ্ন দেখেন। কিন্তু সবাই তো আর সবকিছু জেনে আসে না। তাই ভাবলাম যে শুরু থেকেই শুরু করা যাক। ইন্টারনেট এর দুনিয়ায় আপনার প্রবেশের প্রথম দরজায় থাকে ইমেল সার্ভিস। আপনি যে কোন ওয়েব সাইটে কাজ করতে চাইলে অবশ্যই আপনার একটি ইমেইল এড্রেস থাকা লাগবে। তাই পর পর গুগল, ইয়াহু আর আউটলুকের একাউন্ট কিভাবে করতে হয় তাই নিয়ে তিনটা টিউন করলাম। কিন্তু দুঃখের বিষয় যে কোন টিউমেন্ট পাইনি। যাক সেসব কথা। টিটি তে এবং অনলাইনে যারা একেবারেই নতুন তারা যাতে সহজে ঘরে বসে ব্লগিং ও ইউটিউব এর মাধ্যমে আয় করতে পারে তার জন্য আমি একটি ধারাবাহিক চেইন টিউন করতে আগ্রহী। চেইন টিউন ততদিন চলবে যতদিন যারা আমাদের সাথে থাকবেন তারা সবাই আয় না করতে পারবেন। যাইহোক অনেক অপ্রাসঙ্গিক কথা হলো এবার মূল আলোচনায় আসি।

প্রজেক্ট ব্লগটিউব কি ?

প্রজেক্ট ব্লগটিউব হলো এমন একটি প্রজেক্ট যার মাধ্যমে একজন নতুন ইন্টারনেট ব্যবহারকারী। ব্লগ টিউনিং, ইউটিউব ভিডিও টিউনিং এবং এই দুই প্লাটফর্মের ভিজিটর শেয়ারিং এর মাধ্যমে আয় করতে পারবেন।

কারা কাজ করতে পারবেন ?

সম্পূর্ণ নতুন ইন্টারনেট ব্যবহারকারীরাও এই প্রজেক্টে কাজ করতে পারবেন। নুন্যতম ধারনা থাকলেই হবে।

কেমন আয় হবে ?

আগে কাজ তো শিখুন আয়ের কোন লিমিট এখানে নেই। যত ভাল কাজ করবেন তত বেশি ইনকাম হবে। কিন্তু কাজ না শিখে সারাদিন টাকার কথা ভাবলে কিছু হবে না।

কি কি কাজ করতে হবে ?

আমি কাজের ধাপসমূহকে ১৪ টি ভাগে ভাগ করেছি প্রতিটি ভাগের জন্য আমি একাধিক টিউন করবো এবং ততক্ষন করবো যতক্ষন সবাই পরিষ্কার ভাবে জিনিসটি বুঝতে না পারে।

১. ইমেইল এড্রেস তৈরী।

২. ফ্রি ফাইল হোস্টিং সাইটে আইডি তৈরী।

৩. ফাইল আপলোডিং।

৪. রিমোট আপলোডির।

৫. ব্লগ একাউন্ট তৈরী।

৬. টেমপ্লেট সিলেকশন।

৭. টেমপ্লেট কাস্টমাইজেশন।

৮. ব্লগ টিউনিং।

৯. ইউটিউব চ্যানেল ক্রিয়েশন।

১০. চ্যানেল কাস্টমাইজেশন।

১০. ভিডিও টিউনিং।

১১. ভিডিং মনিটাইজিং।

১২. সোস্যাল মিডিয়া মার্কেটিং।

১৩. ফোরাম টিউনিং।

১৪. এডসেন্স এপ্রুভিং।

১৫. মানি উইথড্রল।

আমি আগেই বলেছি যে টিটির অনেক পুরাতন পাঠক আমি। এখানে অনেক বড়ভাইদের অনেক মানসম্মত টিউন আমি পড়েছি এবং তাদের কাছ থেকে অনেককিছু শিখেছি। আমি যা কিছু শেখাবো এক সময় তাঁদের কাছ থেকেই আমি এটা শিখেছি। তাই সেই বড়ভাইদের জন্য সালাম রইল।

যারা যারা কাজ করতে চান টিউমেন্ট এ জানাবেন।

আজ এ পর্যন্তই।

যারা ইমেইল তৈরী সম্পর্কে খুটিনাটি জানতে চান এই ভিডিও ৩টি দেখে ইমেইল এড্রেস তৈরী করা শিখে নিবেন।

জিমেইল

ইয়াহু

আউটলুক

আল্লাহ হাফেজ।

Level 0

আমি রাশেদুল ইসলাম পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

get more free net offer just click here

Level 0

I want to do work. Please reply me.

Level 2

don’t stop tuning before complete.

Chaliye jan bro. kotha dilam ses porjonto sathe thakbo. Next Tune er jonno Opekkay thaklam. 🙂

thanks to all. next tune inshallah agamikal korbo….

chaliye jan shate asi and thakbo