কেমন আছেন টেকটিউন বাসী...? আশা করি ভালো আছেন। টিউনের শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন কি নিয়ে আজকের টিউন...। আজকাল সবাই প্রায় অনলাইনে আয়ের দিকে ঝুকে পড়েছে। যে যেভাবে পারছে সেভাবে আয় করার চেষ্টা করছে। কেউ পারছে কেউ পারছে না। কেন পারছে না...? এটা ভালো করে জানার আগেই গালাগাল দিচ্ছে, বিরক্ত হয়ে ছেড়ে দিচ্ছে চেষ্টা। আয় করতে না পারার মূল কারণই হচ্ছে টেকনিক। সেটা ফ্রীল্যান্সিং ই করুন না কেন আর পিটিসি সাইটে যান না কেন। টেকনিক্যালি না এগুলো বিফল তো হবেনই। প্রায়ই আমরা বিভিন্ন লোভনীয় টিউন দেখি। মূলত রেফার নেওয়া বা ট্রাফিক নেওয়াই এইসিব টুয়নের মূল উদ্দেশ্য থাকে। কিন্তু কোনটাতেই পূর্নাঙ্গ গাইডলাইন দেওয়া থেকে না, থাকে না কোনো টেকনিক।কেউ জেনে জানাতে চায় না আর কেউ তো নিজেই জানে না। এই চেইনটিউনটিতে আমি চেষ্টা করব কয়েকটা মেথড নিয়ে আসার যাতে করে একটাতে যদি আমরা ভালো আয় নাও করতে পারি অন্যটাতে যাতে ভাল্লোভাবে করতে পারি। জানা অজানা টেকনিক নিয়ে হাজির হব এই চেইনটিউনে।
প্রথম পর্বটা আমি সবার কথা মাথায় রেখেই লিখেছি। সবাই সবাই মানে সবাই। যারা পিসি দিয়ে নেট ব্যবহার করেন তাদের জন্য, যাদের পিসি নেই তাদের জন্য এমনকি যারা অনলাই আয় সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্যও।
যাই হোক আজকের টিউনটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে। আহা অ্যান্ড্রয়েড অ্যাপ এর নাম শুনে দৌড়ানোর কিছু নাই পুরো টিউনটা পড়ুন তারপর যা করার করবেন। আগেই বলেছি এখানে ব্যাতিক্রমী টিপস আর ট্রিক থাকবে তাই বলা তো যায় না কোনটা কখন কাজে লেগে যায়...। যাই হক টিপ্সে যাওয়ার আগে সফটওয়ার টা সম্পর্কে আর তার ব্যবহার সম্পর্কে জানা যাক।
অ্যাপটার নাম হচ্ছে Azearning. আপনার গুগল প্লে থেকে ডাউনলোড করুন ইনস্টল করে ফেলুন। এখন আপনাকে সাইনআপ করতে হবে। ইমেইল আইডি তো নিশ্চয়ই আছে...? হে হে হে আবার জিগায় এটা ভাবছেন তো...। আগেই বলেছি এই টিউন টা সবার জন্য। অ্যাপটি সম্বন্ধে আগে থেকে জানা থাকলে নিচের দিকে টেকনিক অংশটিতে চলে যান। আর যারা জানেন না তারা পুরোটাই পড়ুন।
অ্যাপটিতে সাইন আপ করলেই পাবেন ২ডলার। আর রেফারেল কোড দিয়ে দিলে পাবেন আরো এক ডলার অর্থাৎ সাইন আপেই পাচ্ছেন ৩ ডলার। সমস্যা হলো এই রেফারেল কোডটা আপনি একবারই বসানোর সুযোগ পাবেন। সুযোগটা হলো সাই আপের সময়। ঐসময় না দিলে পরে আর দিতে পারবেন না। অর্থাৎ ১ ডলার নষ্ট।না আমার এতে লাভ নেই কারণ এই অ্যাপের নিয়ম অনুসারে প্রথম দুইজন রেফারেলের জন্য পাবো ১ ডলার যা মাই ইতিমধ্যে পেয়ে গেছি 😆 😛 । ঢুকার পর সাইনাপ করুন। সাইন আপ করার পরপরই নিচের দিকে ডানপাশে Me তে গেলে ডলার দেখতে পারবেন।
প্রথমে আপনার ইউজার নেইম দিনঃ
পরে আপনার ইমেইল দিনঃ
পরে পাসওয়ার্ড দিনঃ
Invitation Code এর ঘরেঃ MOM8E1 (সবগুলা কিন্তু বড়হাতের অক্ষর)
ঠিকটাক মত করলে নিচের মত আসবে...
আয় করবেন কেমনে...? জি হ্যা এখন আয় করার পালা তো চলেন শুরু করি। অ্যাপটি থেকে আয় করার জন্য আপনাকে তাদের Post শেয়ার করতে হবে। তাছড়া অফার এ ক্লিক করে বিভিন্ন অফার কম্লিট করেও আয় করতে পারবেন যদিও ২/১টা পরে সবগুলোই ইন্ডিয়ার জন্য সীমাবদ্ধ। 😈 😛
অ্যাপটিতে আয় বাড়ানোর ট্রিকঃ এবার আসলাম আসল কাজে। একটু আগে বলেছিলাম অ্যাপটিতে Post শেয়ার করেন আয় করা যায় কথাটা আসলে আওংশিক সত্য। হ্যা টিউন শেয়ার করে আয় করা যায় ঠিকই তবে সেটা মাত্র তিনটা টিউনের ক্ষেত্রে। একটু খটকা লাগলো তো...। ভাবছেন তারা তাহলে এতগুলান Post দিয়া রাখছে কেলা...? 😯 এটাই তো তাদের ট্রিক আপনি না জেনে Post শেয়ার করতেই থাকবেন অতচ দিন শেষে একাউন্টে জমা হবে আত্র ০.০৩ ডলার। তারপর গালাগাল দিয়ে বের হয়ে যাবেন। এখন আমার টিপস ফলো করুন। প্রথমে যেকোনো তিনটা Post শেয়ার করুন। যদিও ৪ টি আইকন দেখাবে আপনি একটাতে করলে যা পাবেন ৪টার ক্ষেত্রেও একই প্যেমেন্ট পাবেন।
২। এখন আপনি শেয়ার করবেন যেকোনো একটা ডেড whatsapp গ্রুপে। ডেড গ্রুপ মানে বুঝেন তো যেখানে সবাই left মাইরা দিছে সেখানে । আপনার দরকার লিংক ব্যাস। ফেইসবুকে শেয়ার করলে আপনার টাইমলাইনে শেয়ার হয়ে যাবে। যেখান থেকেন সাময়িক কিছু ভিউ পেতে পারেন কিন্যু পরে আর ভিউ পাবেন না।
৩। ভাবছেন লিংক দিয়ে করব কি...? এখানেই তো আসল মজা। আপনি একটা Post শেয়ার করে যেমন ডলার পাবেন তেমনি ঐ Post গুলো থেকে ভিউ পেয়েও সমান ডলার পাবেন। পার্থক্য হল Post ক্ষেত্রে মাত্র তিনটা Post এর জন্য আপনি ডলার পাবেন কিন্তু ভিউয়ের জন্য এরকম কোনো লিমিট নেই। অর্থাৎ যত ভিউ তত আয়।
৪। ধরেন আপনি Whatsapp এ তিনটা লিংক দিলেন আপনি পাবেন ৩*০.০১=০.০৩ ডলার। কিন্তু আপনি যদি ঐ লিংক গুলোর ১টিতে ১০০ টা ভিউ দিতে পারেন তবে আপনার আয় হবে ১০০*০.০১=১ডলার অর্থাৎ তিনটা লিংকের জন্য পাবেন ৩ ডলার। কিন্তু সমস্যা হলো এই ভিউটা পাবো কোথায়...? লোকজন তো আপনার জন্যে বসে নেই যে আপনি লিংক দিবেন আর লোকজন হুঢ়হুড় করে চলে যাবে আপনার লিংক এ 😡 ।
৫। এখানেই আমরা আসল কাজটি করব। আমরা একে অন্যের লিংক ভিউ করব 😈 । এর জন্য আপনাকে এই গ্রুপে জয়েন করতে হবে। প্রথমে অবশ্যই এর নীতিমালাগুলো পড়ে নিবেন। এখানে আপনি প্রতিদিন ১ টি টিউন এ তিনটি লিংক শেয়ার করতে পারবেন। আপনার লিংক গুলো অন্য মেম্বার রা ভিউ করবে আর তার বদলে আপনাকেও অন্যের টা ভিউ করতে হবে। অর্থাৎ গ্রুপে যদি ১০০ জন প্রতিদিন আপনার তিনটি লিংক ভিউ করে আপনি পাবেন
১০০*০.০১*৩=৩ডলার
অর্থাৎ মাস শেষে আপনার আয় শুধুমাত্র ভিউ থেকেই ৯০ ডলার।
আর রেফারেল এর আয়ের জন্য ১৫% তো আছেই।
এখন আপনার যদি ১০ জন রেফারেল থাকে তারা যদি মাস শেষে ৫০ ডলারও আয় করে তাহলে আপনি পাবেন
১০*৫০=৫০০*.১৫=৭৫ডলার
তাছাড়া Daily log in এর জন্য পাবেন .০৩ এবং প্রতি দুই সপ্তাহ পরে পরে বোনাস আরো ০.৩।
সব হিসাব কি আমি করে দিব। নিজেও কিছুটা মাথা খাটান। 😛 😈
কথা হলো এই আয় টা করার জন্য আপনাকেও সততার সাথে কাজ করতে হবে।
প্যেমেন্টঃ এখানে আরেকটা জিনিস জানানো দরকার এই অ্যাপটি নতুন তাই কোনো প্যেমেন্ট প্রুফ দিতে পারলাম না। আপনি যেমন নতুন আমিও এটাতে নতুন। ২০ ডলার হলে প্যেপাল এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। তাছাড়া তারা বাংলাদেশী আর পাকিস্তানের কথা চিন্তা করে অন্যান্য প্যেমেন্ট সিস্টেম ও অ্যাড করবে বলে জানিয়েছে। আগে ২০ ডলার হোক তারপর প্যেমেন্ট তুলব। আর যাদের প্যেপাল নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন। তার আগে দেখি সবাই মিলে চেষ্টা করি। আর নতুন নতুন ট্রিক নিয়ে তো পরে হাজির হবই। এটাতে আগে ২০ ডলার কেউ একজন বানাই তারপরে ঠিকমতন তুলতে পারলেই হলো।
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
আমার এই গ্রুপ এর আইডিয়াটা শুনে অনেকেই হয়তো নিজের গ্রুপ খোলার কথা ভাবছেন। আমাদের বাঙালীদের সমস্যা কোথায় জানেন...? এইখানে... 👿 👿 । আমরা এক হয়ে কাজ করতে জানিনা। ভাই এটাতো আর হরিদাসের আড়ৎ না যে আপনি একা গেলে বেশি পাবেন। এটা বিরাট ময়দান যেখানে একসাথে কাজ করলেই বেশি পাবেন। এখন ধরেন আপনি আলাদা করে একটা গ্রুপ খুললেন সেখানে কিছু একটিভ মেম্বার অ্যাড দিলেন তাতে হবে কি ...? তার বদলে এই একটা গ্রুপে আপনি আপনার ১০জন রেফারেল আনলেন সে তার আরো ১০জন আনলো এভাবে যদি ২০জনও তাদের রেফারেল একসাথে জড়ো করে তাহলে মোট মেম্বার ২০০ জন। আপনার আয় কোথায় পোছাবে চিন্তা করেছেন...?
গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন
আমাকে ফেবুতে পেতে এখানে ক্লিক করুন
পরিশেষে কিছু কথা আপনি টিউনটা কপি করতে পারেন সমস্যা নাই। আমারে ক্রেডিট দিলে দিবেন না দিলে নাই কিন্তু গ্রুপের লিংক যেন একটাই হয়। চলেন একসাথে আয় করি।
দেখা হবে পরবর্তি টিউনে নতুন কোনো ট্রিক নিয়ে। ভালো থাকবেন। Happy Earning.
আমি আমিনুল ইসলাম মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo uddog. tobe payment niyei bistarito korle bepar ta arow valo hoto. mashe $90 kom kintu noy. I will try, review and make proof. also join your group. but ekhetre oder limitation ase kina, jemon dhorun monthly $20 hole ar income korte debe kina janaben?