ফরেক্সে হয় টাকার রাজা হন বা ফকির হন – ব্রোকার হিসেবে এক্সনেস এবং পেমেন্ট গেটওয়ে হিসেবে স্ক্রিল ও নেটেলার সম্পর্কে বিস্তারিত – মেগা টিউন ! ! !

ফরেক্সের উপর পড়ালেখা করতে করতে আমার এই অবস্থা 😂

ফরেক্স নিয়ে হয়ত অনেকেই জানেন কিন্তু ভয়ে এগোতে পারছেন না।কারন এটা বাংলাদেশের শেয়ারবাজার থেকে ও ভয়ানক আর এটা বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী নিষিদ্ধ একটি ব্যবসা এবং শাস্তিযোগ্য একটি অপরাধ। বাংলাদেশের ফরেন রিসার্ভ এত হত না যদি না এটা নিষেধ করা হত।

 

তো আমি বলব,আগে পুরো ব্যাপারটা আয়ত্ব করে নিতে।আর যারা অর্থনীতির উপর পড়াশোনা করেছেন, তাদের জন্য এটা মামুলী ব্যাপার। তো কোথা থেকে শিখবেন,এ জন্য আছে babypips.com।এখানে যা যা আছে,তার প্রত্যেকটি বিষয়ই গুরুত্বপূর্ণ। তাই,শেখার বেলা কোন তালবাহানা চলবে না,কারণ অল্প বিদ্যা ভয়ংকর, তাও আবার ফরেক্স মার্কেটে।

 

আর ট্রেডিং এর জন্য মেটা ট্রেডার সফটওয়্যারটা ভাল।আমি ডেমো একাউন্টের জন্য metatrader 5 আর আসল ট্রেডিং এর জন্য metatrader 4 ব্যবহার করি।আর ব্রোকার হিসেবে এক্সনেস - Exness।আমি অনেকদিন ধরেই এদের সাথে ট্রেড করছি।ইতিমধ্যে আবার এজেন্ট ও হয়ে গেছি। ভাগ্য ভাল,অর্থনীতির উপর জ্ঞানটা ভাল ছিল।এরমধ্যে অনেক বই পড়ে শেষ করতে হয়েছে,ওদের অনুযায়ী কোয়ালিফাই করার জন্য।এখান থেকে রেজিস্ট্রেশন করে নিন,আমাকে রেফার করে,যাতে আমাকে একজন বাংলাদেশি হিসেবে অন্তত বস্তাপচা না ভাবে!আর আপনার কি লাভ?সেটা রেজিস্ট্রেশন করে ট্রেড করা শুরু করলেই বুঝবেন,যখন কিছু এনালাইসিস এভাবেই পাবেন,বিনামূল্যে।আর এগুলো তৈরি করে আমার থেকে অনেক বড় মাপের মানুষ, হয়ত আপনার থেকে বড় মাপের মানুষ নাও হতে পারে😜

 

তো,এখন অন্তত এখান থেকে একাউন্ট তৈরি করে ফেলে,পেপারস গুলো মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিন আর আপনার স্মার্টফোনটার পূর্ণ ব্যবহার করুন।এরকম কত স্মার্টফোন কিনতে পারবেন,একবার ট্রেড শুরু করলে,তার ঠিক নাই।হয়ত এক ট্রেডেই লালে লাল।কিন্তু এ মার্কেটে অতিরিক্ত লোভ করতে যাবেন না,তাহলে হয়ত পুরো শেষ হয়ে যেতে পারেন।আমি বলব লেভারেজের যথাসম্ভব কম ব্যবহার করুন, নাহলে এটাই আপনার কাল হয়ে দাড়াঁবে।লেভারেজ হলো আপনার ইকুইটির উপর ব্রোকার থেকে দেওয়া একপ্রকার লোন,যা শেয়ারমার্কেটে দেওয়া হয়না।১ঃ১০০ লেভারেজ হলে আপনি $১ এর বিপরীতে $১০০ ডলার কিনতে পারবেন।লেভারেজের আসল সুবিধা হল এইটা,এর পাশাপাশি যত বেশি লেভারেজ,একটা ট্রেড খুলতে তত কম টাকা লাগে।আমাদের মত মধ্যবিত্ত আয়ের মানুষের এত টাকা থাকা সম্ভব না,তাই লেভারেজেই আমাদের মত মানুষের ভরসা।আমার দেখা মতে,এক্সনেস অন্যান্য ব্রোকার থেকে ভালই লেভারেজ দেয়।আমি যতটুকু শুনেছি, এদের নাকি ক্যাপিটাল অনেক,তাই এত লেভারেজ দিতে পারে।আর ওরা স্প্রেডের উপর প্রফিট করে দেখে, তাদের মানুষ লাভ করলেও ক্ষতি নাই,আবার লস করলেও ক্ষতি নাই,কারণ এরা এদের টাকা স্প্রেডের মাধ্যমে পেয়ে যাবে!

আর কম লটে ট্রেড করার চেষ্টা করুন,তাহলে মার্কেট আপনার বিপরীতে গেলে লসের ধাক্কাটা কম সইতে হবে,আবার লাভের বেলায় লাভটা ও কিন্তু কম হবে।তো,সিদ্ধান্ত আপনার 😉

তো, টাকা কিভাবে ঢুকাবেন?টাকা ঢুকানোর জন্য আমি প্রধানত নেটেলার সাপোর্ট করি,কারন ইন্সট্যান্ট উইথড্র করা যায়। টাকা যখন দরকার হয়,আমি এলাকার এটিএম থেকে মাস্টারকার্ডের মাধ্যমে টাকা তুলে নেই।নেটেলারে বাংলাদেশে এফিলিয়েট হবার জন্য আবেদন করেছি,আপনাদের দোয়া ও আশীর্বাদে হয়ত এটাও হয়ে যাবে।আর যদি চান,স্ক্রিল থেকেও টাকা ঢুকাতে ও উইথড্র করতে পারবেন,তাও ইন্সটেন্ট, কারন এইসব ই-ওয়ালেটে এক্সনেসে ইন্সটেন্ট উইথড্র সাপোর্ট করে,যা অন্য ব্রোকার থেকে পাওয়া যায় না।আর একাউন্ট না থাকলে,এখান থেকে রেজিস্ট্রেশন করে নিন।এতেও আপনার ও বোনাস, আর এফিলিয়েট হিসেবে আমারো র‍্যাংকিং বাড়বে।দেখলেন তো,কোন কিছু গোপন করছি না,নিজের ফায়দার সবকিছু ফাঁস করে দিচ্ছি, আর ওদের থেকে বড় বড় ট্রান্সজেকশনের জন্য,অনেক বোনাস বা কন্সিডারেশন পেয়ে থাকি।

 

এখন,আপনি হয়ত জানেন,বাংলাদেশ থেকে টাকা পাঠানো যায়না। তো,এখন কি করবেন।এজন্য ও আছে ব্যবস্থা।আমি যখন শুরু করেছিলাম, তখন এত সুবিধা ছিল না।যাই হোক,শুরুর পথটা কখনোই মসৃণ হয়না।কিন্তু, আমি ২০১০ সাল থেকে ফ্রিলেন্সিং করতাম বলে,সেখানে বেশ কিছু টাকা জমা ছিল,আর বিদেশী বন্ধুদের সহায়তায় সব টাকা নেটেলারে নিয়ে আসি,কারণ সেটা তখন ছিল, সবচেয়ে সিকুরড মাধ্যম। আমি ওদের দেশের বাড়িতে টাকা দিয়ে দেই,আর ওরা ওখান থেকে আমার নেটেলারে ট্রান্সফার করে দেয়।তো,ব্যাপারটা হল আমি মানি লন্ডারিং আইন ভঙ্গ করলাম না।এখন দেশে বসেই,বিকাশের মাধ্যমে নেটেলার বা স্ক্রিলে টাকা পাঠানো যায়।এর জন্য আছে আইটি বিডি ২৪এখান থেকে রেজিস্ট্রেশন করে বিকাশের মাধ্যমে নেটেলারে টাকা পাঠাতে পারবেন।আমি মাঝেমাঝে ব্যবহার করি,সাথে সাথে টাকা পাঠিয়ে দেয়।বা অন্য মাধ্যম হিসেবে paypalbd.com আছে,কিন্তু ওদের ব্যাপারে কনফার্ম না,যে টাকা পাঠালে,আদৌ সেটা নেটেলারে যাবে কিনা😰।তো,বুঝলেন তো,ওরা দেশের টাকা দেশেই রাখে,আর বিদেশের টাকা বিদেশে😉

 

আর নেটলার থেকে টাকা এক্সনেসে ঢুকিয়ে, কিছু ট্রেড করে, উইথড্র করার সময় দেখে নিবেন,ওরা আসলেই টাকা ইন্সটেন্ট আপনার একাউন্টে ট্রান্সফার করে কিনা!কি বলব এই মন মানুষকে এখন আর সহজে বিশ্বাস করতে চায় না।আমি ও করিনি,তাই নিজে পরীক্ষা করে,দেখে নিয়েছিলাম।

 

আরেকটা কথা,এক্সনেসে রেজিস্ট্রেশনের সময়,যেইসব পাসওয়ার্ড দেয়,তার সব একটা নিরাপদ জায়গায় সেভ করে রেখেন, আর ভাল হয় আলাদা কোন ডাইরিতে লিখে রাখলে।এর মধ্যে ট্রেডিং পাসওয়ার্ডটা মেটাট্রেডারে দেওয়া লাগবে আর পারসোনাল এরিয়া পাসওয়ার্ড সাইন ইনের জন্য।আর কারেন্সি হিসেবে,বাংলাদেশী টাকা না দিয়ে,US Dollar দিয়েন,কারন প্রথম প্রথম টাকার হিসেবে ট্রেড করতে গেলে,গোলমাল লেগে যেত।আর নেটলার ও স্ক্রিল থেকে একটি মাস্টারকার্ড করিয়ে নিয়েন,যাতে ব্যাংকে টাকার জন্য দৌড়াদৌড়ি করতে না হয়।আর এক্টাই অনুরোধ আমার মানসম্মান কিছু রেখেন, ফরেক্স এ কঠোর ধৈর্যের মাধ্যমে ট্রেড করে,আর আমার দেওয়া লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে,ট্রেড করুণ, তাতে এগুলোর পাশাপাশি আরো অনেক সুবিধা পাবেন,কারণ এক্সনেস প্রায় সময়ই নতুন কিছু সুবিধা যোগ করে,পুরনোকে পেছনে ফেলে।আর দোয়া করবেন,এক্সনেসে এত কষ্ট করে পাওয়া একটা অর্জন যেন ধরে রাখতে পারি,এতে অবশ্য আপনাদের সাহায্য ও প্রয়োজন, আশা করি সেটা ইতিমধ্যে বুঝে গিয়েছেন।

 

আর এত কস্ট করে করা টিউনটা কেমন হল,সেটা জানাতে কিন্তু ভুলবেন না।আর আমি এখনো বিশ্বাস করি,পৃথিবীতে এখনো কৃতজ্ঞ মানুষ বেচে আছে বলেই,পৃথিবীটা এত সুন্দর। কোন ভুল হলে হলে,ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর,টেকটিউনসের কোন নীতিমালা ভঙ্গ করে থাকলে,সেটার জন্য দুঃখিত। সবাইকে,এত কষ্ট করে, পুরোটা পড়ার জন্য, ধন্যবাদ না দিয়ে পারলাম না।সবার প্রতি ধন্যবাদ রইল 😊

 

 

ফরেক্স মার্কেটের বিশালত্ব

 

 

আর কোন সাহায্যের দরকার হলে,যোগাযোগ করতে দ্বিধা করবেননা ঃ ফেসবুক।আবার ও ধন্যবাদ রইল ☺

 

Level 0

আমি অর্ণব দেবনাথ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নির্বাচিত টিউনের মনোনয়ন দিতে ভুলবেন না,কিন্তু ! আর সম্ভব হলে প্রিয়তে রেখে দিন

কেন মেগা টিউন এবং কেন তা মনোনয়ন চাইছেন। আপনি কি কোন ভাল স্ট্রাটেজি শেয়ার করছেন, নাকি নতুনদের জন্য ভাল কোন টিউটোরিয়াল রাখছেন। ভাল একটা টিউটোরিয়াল দিন…

    সেটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি,আর মেগা টিউনের কারণ ফরেক্সে পেমেন্ট সিস্টেম নিয়ে কেউ এর আগে এত বিস্তারিত ভাবে লিখেনি।আমি এর ভুক্তভোগী তাই এটা নিয়ে এতটা লিখলাম। আর আমার ফরেক্স লাইফের শুরুতে আমি দিকভ্রান্ত হয়ে একটি ধোঁকাবাজ ব্রোকারের কাছে অনেক টাকা হারিয়েছি,আর মানুষ যেন ভুল পথে পা না বাড়ায়,তাই আমার এই প্রয়াস, সঠিক ব্রোকার থেকে যেন টাকাটা ইন্সট্যান্ট উইথড্র করতে পারে,কারণ আমার দেখা মতে,এক্সনেসের মত কেউ এত তাড়াতাড়ি উইথড্র করতে দেয় না।আমায় বিশ্বাস না হলে,আপনি অন্য ব্রোকারে ইনভেস্ট করে,আমায় আপনার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে ভুলবেন না।ধন্যবাদ

      আর স্ট্রেটেজি নিয়ে যেহেতু বললেন, একটা কথা বলব,কিছু মনে করবেননা। অন্যের স্ট্রেটেজি ফলো করতে গিয়ে,আমি নিজে ধড়া খেয়েছি। আর বিশ্বের যত বড় বড় ইনভেস্টর রয়েছে, তারা কখনোই অন্যের স্ট্রেটেজি ফলো করে,এত দূর আসেনি, তারা নিজেই নিজেদের স্ট্রেটেজি তৈরি করে নিয়েছে।আমি চেয়েছিলাম এটা নিয়ে লিখতে,কিন্তু পরে ভাব্লাম,কাজটা হয়ত ঠিক হবে না।শুধু শুধু মানুষ আমার স্ট্রেটেজি ফলো করে,লস করে, মনে মনে গালিগালাজ করতে পারে,তাই আর করিনি।সময়ের সাথে সাথে আপনি নিজেই আপনার স্ট্রেটেজি ডেভেলপ করে নিতে পারবেন, এ নিয়ে চিন্তার কিছু নেই।ধন্যবাদ

হ্যা Exness এর ব্যাপারে একমত , আমি ৫ বছর ধরে ওদের কাস্টমার। ফরেক্স অনেক ঝুকির, তাই প্রফিট দেখিয়ে আহবভান করা যায় না ফরেক্স এ। তাই প্রথমেই এর ঝুকিটা তুলে ধরে আলোচলনা করা দরকার , তানাহলে প্রথমেই ইনভেস্ট করে আমাদের বন্ধুরা ক্ষতিগ্রস্থ হবে।