ফিবার ডট কমে সর্বনিন্ম ৫ ডলারের প্রযেক্ট জমা দিতে হয়। আপনার প্রযেক্টটি কেউ কিনলে আপনি পাবেন ৪ ডলার আর সাইট কর্তৃপক্ষ ১ ডলার। নতুনরা ৭ টি প্রযেক্ট বিনামূল্যে সাবমিট করতে পারবেন। সাইটে একটি ঘুরে দেখলেই বুঝতে পারবেন কেমন ইনকাম করা সম্ভব এই সাইট থেকে। ছোট ছোট এক একটি প্রযেক্ট ১০/২০ হাজার বার সেইল হয়েছে। টাকার পরিমাণটা আপনারাই হিসেব করুন। আপনারা নিশ্চয় গণিতে অতটা কাচা নন।
কোন ধরনের প্রযেক্ট বেশী সেইল হয়?
প্রথমে জানতে হবে সাইটটিতে কি কি সেইল করা যায় এবং কোন ধরনের প্রযেক্টে সেইল বেশী। আপনি গ্রাফিক্স ডিজাইনার হলে ডিজাইন সেইল করতে পারবেন, প্রোগ্রামার হলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, মার্কেটার হলে অনলাইন মার্কেটিং, গায়ক হলে গানের লিরিক্স, ভিডিও এডিটর হলে এডিটিং, রাইটার হলে আরটিকোল রাইটিং ইত্যাদি সব ধরনের প্রযেক্টটি বিক্রয় হচ্ছে।
সব ধরনের প্রযেক্টটিই প্রচুর সেইল হচ্ছে। তবে সেসব প্রযেক্ট বেশী সেইল হচ্ছে যে প্রযেক্টগুলোর ডিসক্রিপশন সুস্পষ্ট এবং অধিক ধারনা আছে যে, প্রযেক্টটি কিনলে আসলে কি সার্ভিস দেয়া হবে।
আপনি কি সেইল করবেন?
আপনি এসবের কিছুই না? আপনি ৫/৭ টা গিগ কিনতে পারেন এবং সেগুলো একত্র করে সেইল করতেও পারেন। যেমন - কোন একটি টিউটরিয়াল দেখলেন ৫ ডলারে সেইল হচ্ছে। আপনি আপনার গিগে একসাথে এরকম ৩/৪টি গিগ অফার করতে পারেন। ফলে ৫ ডলারে গ্রাহক আরো বেশী টিউটরিয়াল পাবে। তবে এসব কাজ না করাই শ্রেয়। আপনি কোন একটি কাজ শিখে নিন। সেটাই ভালো। অনেকেই আছেন যারা কেবল মাত্র প্রিয়জনদের জন্য 'হেপি বার্থ ডে' মার্কা ডায়লগ দিয়ে হাজার হাজার ডলার আয় করছেন। আপনিও এরকম একটি গিগ দিতে সমস্যা কি? আপনি বললেন, আমি আপনার প্রিয়তমার নামে ২০ বার কান ধরে উঠ বস করব এবং সরি বলতে থাকব (মজা করছি)। মতে মজা করে কথাটি বললেও বলা যায় না, এই রকম গিগও হাজার বার সেইল হতে পারে। মানুষ কখন কি খেয়ে স্বাদ পায় তা কি আর আগে থেকে বলা যায়?
যে কাজগুলো কখনই করবেন না
অধিক সেইলের জন্যও কিছু ট্রিকস ফলো করতে হবে। আপনার গিগটি নিয়মিত সোসায়ল নেটওয়ার্কে শেয়ার করতে হবে। আপনার গিগগুলোর উপর ব্লগ সাইট তৈরি করতে পারেন। সেখানে আপনার গিগগুলোর আরো বিস্তারিত আলোচনা করতে পারেন। লোকাল ভাষায় আপনার ব্লগে গিগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন এবং এগুলো অর্ডার করার জন্য ফিবার এর লিংক দিতে পারেন। আপনি যত এসব বিষয় নিয়ে মার্কেটিং করার চিন্তা করবেন ততই নতুন নতুন মার্কেটিং আইডিয়া আপনার মাথায় আসতেই থাকবে। এবং যত মার্কেটিং করবেন সেইল ততই বাড়বে।
ফিভার থেকে আমার কেনা অসংখ্য গিগের মধ্যে ২৮ টি গিগ আপনিও নিতে পারেন এবং শুরু করে দিতে পারেন বেশ ভালো ভাবেই। এজন্য আপনাকে ডিজাইনার বা ডেভোলাপার হতে হবে না। অনলাইন মার্কেটিং এর জ্ঞান কাজে লাগিয়ে আপনি আজ থেকেই শুরু করে দিন। তবে ধীরে ধীরে এগুতে হবে বেশ হিসেব করেই। তবেই সফলতা আসবে।
ফিবার থেকে আমার আয় করার তথ্যসহ ভিডিওটি এখানে দেখুন।
আপনাদের অসংখ্য ধন্যবাদ
আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)