টেকটিউন কমিউনিটির সকলকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালোই আছেন।
আজকে আমি টেকটিউন কমিউনিটির সকলের কাছে পেপালের ব্যাপারে জানতে চাচ্ছি। আমি বাংলাদেশ থেকে পেপাল অ্যাাকাউন্ট খোলার জন্য অনেক জল ঘোলা করেছি কন্ত তাতে কোনো কাজ হয় নি।
তাহলে কি বাংলাদেশে পেপালের সেবা সহজলভ্য নয়। তছাড়া পেপালের একটা ব্যাপার আমাকে বেশ অবাক করেছে আর তা হচ্ছে তাদের সিকিউরিটি। কারন আমি যখন অ্যাাকাউন্ট খোলার জন্য ফর্ম পুরন করতে নিয়েছি তখন আমি আমার সিটির নাম সঠিকভাবে লেখার পরও তারা বলেছে যে আপনার সিটির নামটা ভুল মনে হচ্ছে। আচ্ছা সে যাই হোক এখন আমার একটি ভেরিফাইড পেপাল একাউন্ট লাগবে। যার ম্যানাজ করতে পারবেন তারা ফোনে অথবা ই-মেইলে যোগাযোগ করুন।
আরা একটু ব্যাপার শেয়ার করি আর তা হল আমার একটি আমরা পাইয়োনিয়ার মাস্টার কার্ডে টাকা লোড করতে পারছি না।
এ ব্যাপারে কেউ যদি জেনে থাকেন তাহলে অতিসত্ত্বর যোগাযোগ করুন। তাছাড়া আমি যদি আমার লোকাল ব্যাংক অ্যাাকাউন্ট পাইয়োনিয়ার এ অ্যাাড করে দিই তাহলে কি আমার ব্যাঙ্কের টাকা পাইয়োনিয়ার দ্বারা কাউকে দেয়া যাবে।
আমার ই-মেইলঃ [email protected]
আমার ফোন নাম্বারঃ ০১৭৫৮০২৪৪৪৩
প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন এবং অন্যকে ভালো কাজে উৎসাহিত করুন।
আপনার ভবিষ্যৎ নির্ধারিত হবে আজ আপনি কি কাজ করেছেন তার ফলাফলের উপর।
"Your future is created by what you do today not tomorrow"
আমি জাবির আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
পেওনিয়ার কার্ডে টাকা লোড করার সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন 01813-537347 # 01613-537347 নম্বরে। সরকারী ছুটির দিন ব্যতিত সকাল 10 টা হতে বিকেল 4 টার মধ্যে। অথবা Skype tms_masum