এক্ষনই যোগ দিন আর হয়ে যান একজন দক্ষ নেটওয়ার্ক বিল্ডার। অনলাইন ইনকাম এবার হবেই হবে!

এডমিন

ইনফোটেকলাইফ.কম

আমার পক্ষ থেকে একরাশু শুভেচ্ছা। আশাকরি আপনার সকলে ভা্লই আছেন। অনেকে অনলাইন ইনকাম নিয়ে একটি নেগেটিভ ধারনা পোষন করেন। অনলাইন ইনকামিংয়ের স্থায়ী পথ ‍যদি আপনি বেছে নিতে চান তাহলে আমি বলব, আপনি প্রথমত ব্লগিং শিখৃুন। একটু পরিশ্রম আর সাধনা করে যদি আপনার ওয়েবসাইট বা  ব্লগটি যদি একবার ভাল  অবস্থানে আনতে পারেন তো আর কথা নেই। তো যাক এসব কথা আজকে আমরা আয় শিখব একটু অন্য উপায়ে। আপনারা আবার বলবেন সেটা আবার কি! আমি বলি মশায় আয় তো আর একভাবে করা যায় তা তো নয়। অনলাইনে আয় অনেকভাবে করা যায়। আজ আমরা জানব কিভাবে নেটওয়ার্ক বিল্ড-আপ করে আয় করা যায় সে সম্পর্কে।

নেটওয়ার্ক বিল্ড-আপ কি:

নেট ওয়ার্ক বিল্ডাপ হল নেটওয়ার্ক তৈরীর খেলা যা আমরা অনলাইনে প্রতিনিয়তই করে চলেছি। ধরুন আপনি একজন বিজনেস ম্যান আপনার প্রয়োজনে আপনি আপনার ব্যবসার সাথে সঙ্গতিপুর্ন  ব্যক্তিদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রক্ষা করার পাশি আপনার নেটওয়ার্ক ক্রমাগত বৃদ্ধি করছেন। এজন্য আপনি ফেসবুকে, টেলিভিশনে, পত্র-পত্রিকায় ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় আপনার ব্যবসা বা পন্যের বিজ্ঞাপন দিচ্ছেন। এভাবে যেমন একদিকে তৈরী হচ্ছে একটি বিশাল নেওয়ার্ক  আর একদিকে তেমনি এটির উপর নির্ভর করে আপনি আপনার ব্যবসা বা উৎপাদিত পন্যের একটি বিশাল বাজার তৈরী করছেন। নেটওয়ার্ক বিল্ডা-আপের এই প্রভাব যে আমাদের ব্যক্তিগতে ও সামাজিক জীবনে কত সুদুর প্রসারী প্রভাব বিস্তার করছে তা তো আমাদের সামনে চাক্ষুস হয়ে প্রতিয়মাণ হচ্ছে। আমরা কোন বিষয় নিতে আমাদের জনমত গঠন করছি, সোচ্চার হয়ে উঠছি অন্যায়, অত্যাচার আর শোষেণের বিরুদ্ধে। সাম্প্রতিক তন্য হত্যার বিষয় টিকে এখানে উদাহরণ হিসাবে বলা যায়।

নেটওয়ার্ক বিল্ড-আপ করে কি আয় করা সম্ভব?

আমরা যারা অনলাইনে ইনকাম করি, তারা সকলেই আয়ের জন্য নেটওয়ার্ক বিল্ড-আপ করি।  যেমন ধরুন আমার এক  বা একাধিক ওয়েবসাইট বা ব্লগ আছে, আপনার ব্লগের প্রচার-প্রচারণার জন্য আপনাকে ফেসবুকিং, টইটারিং, ‍এসইও করতে হয়। এটিও একধরনের নেটওয়ার্ক বিল্ড-আপ। নেটওয়ার্ক বিল্ড-আপের মাধ্যমে যত বেশি ভিজিটর আপনি আনতে পারবেন, ততবেশি আপনার েইনকাম বাড়বে। তাহলে আমরা দেখলাম নেটওয়ার্ক বিল্ড-আপ এখানে আমাকে ইনকাম করতে পরোক্ষভাবে সাহায্য করছে। কিন্তু আমাদের দরকার  এমন এক অনলাইন নেটওয়ার্ক যেখানে নেটওয়ার্ক বিল্ড আপ করে্ প্রত্যক্ষ বা সরাসরি আমরা আয় করতে পারব। তেমনই একটি অনলাইন নেটওয়ার্ক হল ওয়েভ-স্কোর.কম এই ওয়েব সাইটে আপনি একসপ্তাহে ৫০ ডলার থেকে ১০০ ডলার আয় করতে পারবেন। তার আগে আসুন জানি বিস্তারিত

আসলে ওয়েব স্কোর.কম কী?

ওয়েব স্কোর হল একটি নেটওয়াক বিল্ডিং সাইট যেখানে আপনি তাদের নেটওয়ার্ক এর যুক্ত হয়ে তাদের নেটওর্য়াক বৃদ্ধিতে সাহয্য করলে তার বিনিময়ে তার বিনিময়ে তারা আপনাকে রিউওয়ার্ড বা পুরস্কৃত করবে। অতি অল্প সময়ে যাত্রা শুর করেও এখন পর্যন্ত তাদের নেটওয়ার্ক মেম্বার সংখ্যা ৯৯০০০০+ এবং উত্তোরত্বর বৃদ্ধি পাচ্ছে। আসলে গতানুগতিক সোসাল মিডিয়া বলতে আমরা যা বুঝি সেই ধারনা হতে বেরিয়ে  এসে সকল সোসাল মিডিয়ার একটি সমন্বিত রুপ দাঁড় করানোই এদের লক্ষ্য। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সোসাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়ে যাতে একটি সমন্বিত  নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক গড়ে তোলাই এদের মুল মন্ত্র। অবশই তাদের এর পেছনে কোন একটি বিজনেস প্লান তাদের আছে, কিন্তু ওয়েবস্কোর বেটা ভারসন ওয়েবে সেটি তারা উল্লেখ করেননি। আপাত মেম্বার বৃদ্ধির মাধ্যমে তাদের নেটওয়ার্ক বৃদ্ধি করাই ওয়েভস্কোর বেটা ভারসনের লক্ষ্য।  এই নেটওয়ার্ক এ মেম্বার হয়ে নেটওয়ার্ক  বৃদ্ধিতে অংশগ্রহন করে আপনি আয় করতে পারবেন।

এটি আসলে একটি গেইম, হ্যাঁ নেটওয়ার্ক  ‍বৃদ্ধির খেলা।  নিচের চিত্র দুটির দিকে লক্ষ্য করুন।

আপনার নেটওয়ার্ক যত বৃদ্ধি পাবে আপনার আয়ও তত বাড়তে থাকবে।

এই সাইটটি কতটুকু বিশ্বযোগ্য?

এটি ১০০ভাগ বিশ্বস্ত একটি সাইট। ফেসবুক আপনাকে তার টিউন লিখা আর শেয়ার করার জন্য অথবা নেটওয়ার্ক

 ‍বৃদ্ধির জন্য কোন পে করেনা কিন্তু এই সাইট টি আপনাকে পে করবে। এজন্য তারা অনলাইনে যুক্ত সকলকে আমন্ত্রন জানাচ্ছে সদস্য হওয়ার জন্য এই সদস্য হয়ে নেটওয়ার্ক বাড়ালেই আপনার আয় বাড়তে থাকবে।

কিভাবে আয় করবেন?

বর্তমানে  এই কোম্পানী WaveScore Bet Version চালু করেছে, তাই এই ভারসনে আপনাকে কিছুই করতে হবে না। কেবল আপনাকে তাদের টিমে জয়েন করে টিমমেম্বার হিসাবে আপনার পরিচিত বন্ধু, শুভানুধ্যায়ীদের আমন্ত্রন জানাতে হবে আপনার টিমের সদস্য হওয়ার জন্য। এই সুবিশাল নেটওয়ার্ক এ আপনার পরিচিত বন্ধু ও পরিচিতদের  সদস্য হওয়ার সুযোগ করে দিয়ে আপনি  হয়ে যান গর্বিত অনলাইন উপার্জন কারী। একটু পরিশ্রম করলে আপনি সপ্তাহে ৫০ ডলার হতে ১০০ ডলার ইনকাম করতে পারবেন।

কিভাবে সদস্য হবেন?

এই সুবিশাল কমিউনিটিতে  যোগ দিতে বা সাইন আপ করতে হলে অবশ্য আপনাকে কোন বন্ধুর রেফার লিংক এর  মাধ্যমে আপনাকে এই সাইটে প্রবেশ করতে হবে তা না হলে আপনি কোন সাইন-আপ অপশন পাবেন না।  রেফারেল লিংক ছাড়া কেহই এই নেটওয়ার্কে যোগ দিতে পারবে না। তাই নিচে আমার রেফার লিংক দিলাম ইচ্ছে হলে আমার রেফারের মাধ্যমে যোগ দিন এই কমিউনিটিতে।

উপরের ক্লিক করলেই আপনি সাইন আপ অপশন পাবেন, সাইন আপ বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলেই আপনি একটি নতুন পেইজে যাবেন। এখানে আপনার একটি সচল ইমেইল (জিমেইল দেওয়াই ভাল) দিন। একটি পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড কনফার্ম করার জন্য আবার পাসওয়ার্ড টি আবার লিখুন।"I am atleast 13 years and agree to Terms and Conditions" লেখাটির বামে একটি মার্ক দিয়ে দিন। ক্যাপটা চ্যালেন্জ পুরন করে সাইন আপ বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া ইমেইল চেক করুন একটি কনফারমেশন মেসেজ যাবে। ঐ মেসেজে দেওয়া লিংকে  ক্লিক করলেই আপনার একাউন্টটি একটিভ হয়ে যাবে।  সাইন আপ করে আপনাকে আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে। তার মানে আপনার নামের প্রথম অংশ, শেষ অংশ, ডিসপ্লে নেম, কান্টি নেম পুরন করতে হবে। তার পর আপডেট বাটনে ক্লিক করুন।

আমি আমার রেফারেল লিংকটি কোথায় পাব?

আপনার একাউন্টে লগইন করলেই প্রথমবারে মত একটি রেফারেল লিংক পাবেন। যেটি দেখতে কিছুটা এলামেলো মনে হতে পারে। এটিকে আপনি কেবলমাত্র একবারই এডিট করতে পারবেন। দেখুন আমার রেফারেল লিংকটি আমি এডিট করে আমি আমার মত করে নিয়েছি। এটি এডিট করে আপনার কম্পিউটারে নোটপ্যাডে সেইভ করে রাখুন। বার বার খোজঁ করা লাগবে না। বিভিন্ন সোসাল সাইট সহ ওয়েবসাইটে এটি শেয়ার করুন।

এখানে আায় করার অন্য কোন উপায় আাছে কি?

প্রথম উপায়:

যেহেতু ওয়েবসাইটটি এখন বেটা ভারসন তাই আয়ের প্রথম উপায় এই কমিউনিটিতে সাইন-আপের পর লগইন হযে আপনার রেফারেল লিংকটি বিভিন্ন সাইটে শেয়ার করা। যত বেশি আপনার রেফারেল লিংক শেয়া করবেন, ততবেশি আপনার নেটওয়ার্ক বাড়তে থাকবে। আর সেই সাথে আপনার আয়ও বাড়বে।

দ্বিতীয় উপায়:

দ্তিীয় পন্থা বা উপায়টি খবু সোজা কিন্তু সীমিত। আপনি আপনার  একাউন্টে লগইন করলেই আপনি বিলবোর্ডে দিনে ১০ টি এড দেখতে পাবেন। এডগুলোতে ক্লিক করলেই আপনি প্রতিটির জন্য ১০ পয়েন্টস অর্জন করবেন। অর্থাৎ এখান থেকে আপনি ১০X১০=১০০ পয়েন্টস পাবেন।

এই সাইটটি কি সত্যিই পেমেন্ট করে? করলে তা কীভাবে করে? 

হ্যা এই সাইটটি পেমেন্ট করে। এই সাইটটি আপনাকে Apple, Amazon, BestBuy, e-bay পপুলার সাইটের প্রডাক্ট গিফট কার্ড অফার করে এর্ মাধ্যমে অফার করে। ২০০ ডলার আয় হলেই আপনি  আপনার পেমেন্ট অপশন যোগ করতে পারবেন।

পেমেন্ট প্রুফ কোথায়? 

পেমেন্ট প্রুফ দিলাম দেখে নিন

 ভাল থাকবেন সবাই। লেখাটি কেমন লাগল তা জানালে খুশি ও কৃতজ্ঞ থাকব। ইচ্ছে হলে আমার ওয়েব সাইট হতে একবার ঘুরে আসবেন্। আমার সাইট হল- http://www.infotechlife.com

Level 0

আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস