টপ ফ্রীল্যান্স মার্কেটপ্লেস গুলোর বিস্তারিত তথ্য

বাংলাদেশের অনেকেই আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশীক মুদ্রা অর্জনে অবদান রাখছেন। কিন্তু আমারা অনেকেই জানিনা সেই সব মার্কেটপ্লেস এর বিস্তারিত তথ্য। আপনারও জানা উচিত।

আসুন জেনে নেই টপ অনলাইন মার্কেটপ্লেস এর বিস্তারিত তথ্য-

Upwork information

বর্তমান সময়ের সবথেকে সেরা মার্কেটপ্লেস এর মধ্যে একটি। এই ওয়েবসাইট এর টাইপ হল- : Freelance marketplace, Online outsourcing, Employment website। এই ওয়েবসাইটটিতে ১০ মিলিয়ন এরও বেশী ফ্রী-ল্যান্সার আছে। Upwork আগে ওডেস্ক নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৫ সালে সেটির নাম পরিবর্তন করে রাখা হয় Upwork।  এটি মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া থেকে চালু করা হয়। এই ওয়েবসাইটের CEO হলেন Stephane Kasriel এবং Chairman হলেন Thomas Layton। যে সব পেমেন্ট মেথড ব্যবহার করে লেনদেন করা হয়ঃ credit cards, PayPal, bank transfer।

Fiverr information

Upwork এর পরপরেই Fiverr এর অবস্থান, ব্যপারটি ঠিক তা নয়, তবে ব্যক্তিগতভাবে Fiverr টি আমি ভালোবাসি। এটার খারাপ দিকটি হল- আপনি আওয়ারলি ভাবে কাজ করতে পারবেন না। খুব মুসকিলের ব্যপার হলেও মোটেই খারপ নয় এই অসাধারন মার্কেটপ্লেসটি। কেননা, ক্লাইন্টরাই আপনা কে নক করবেন হায়ার করার জন্য। আর তাই জবের জন্য এপ্লিকেশন না করেও শুরু করতে পারেন একটি কাজ। এই মার্কেটপ্লেস টি ২০১০ এর জানুয়ারী মাসে চালু করা হয়। Shai Wininger ও Micha Kaufman মিলে শুরু করেন Fiverr কে নিয়ে পথচলা। Fiverr এর স্লোগান হলঃ Browse. Buy. Done। বর্তমানে Fiverr এ মোট ১০ লক্ষ এরও বেশী সেলার/ ফ্রী-ল্যান্সার আছে।

এছাড়াও কিছু টপ ফ্রী-ল্যান্স ওয়েবসাইটের নামের লিস্ট দেয়া হল।

আমার অন্যান্য টিউন সমূহঃ

মোটামুটি অংকের CybrCoin/টাকা উপার্জন করুন নতুন এক ওয়েবসাইট থেকে

পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!

পার্ট-টাইম চাকুরি জন্য টাকা নয়, একটা ভালো প্রোফাইলেই তো যথেষ্ট… পার্ট-টাইম চাকুরি অনলাইনেই করা যায়

অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…

আউটসোর্সিং/ফ্রী-ল্যান্সিং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন ও এর সঠিক

সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে

আউটসোর্সিং এর কিছু অজানা তথ্য যা হয়তো আপনাকে অনেক সাহায্য করবে।

 

আজ এ পর্যন্তই। এর পর নিচে লেখা টপিক্স এর উপরে লেখার চেস্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

People Per Hour is a unique freelancing opportunity for freelancers

Tips to early success on Elance/Upwork

Building a Unique Profile (UpWork)

Level 2

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস