নাম WAVESCORE ওয়েবসাইটটিকে নতুন বললে ভুল হবে। ওয়েবসাইটটি তৈরী হয় ২০১২ সালে California (4160 Johnston Ave, Ridgecrest) থেকে (Reference : Whois). সে যাই, অনেক কাল আগে- এক ভদ্রলোক আমার মক্কেল ছিলেন। তখন ওডেস্ক এর মারফতে তার সাথে পরিচয়।
আমি যখন দুনিয়াতে জাহান্নামের অনুভুতিতে ছিলাম, তিনি অবশ্য সেই সময়ে আমাকে একগ্লাস ঠান্ডা পানি দিয়েছিলেন। এজন্য আমি সব সময়ের জন্যই তার কাছে কৃতজ্ঞ।
দিন দুয়েক আগে হঠাৎ কথা। জানতে পারলাম নিউজিল্যান্ডের হসপিটালে তিনি অনেক দিন থেকেই। বেশ কয়েকবার স্টোক হয়েছে তার। শুনে বেশ খারাপ লাগলো। কিন্তু বুঝতে পাচ্ছিলাম না - কি বলে সান্তনা দিব। তার পরেও চেষ্টা করলাম। সে যাই হোক, অনেক কথা।
বৃদ্ধ ভদ্রলোক আমার বন্ধু মানুষ। অনেক রাত বা দিনে তার সাথে আমার কথা হয়েছে। আর আমি তাকে দিয়েই বুঝতে পেরেছিলাম- নিউজিল্যান্ডের মানুষ খুব একটা মন্দ না। বলা যেতে পারে- সত্যিকারের ভালো মানুষ এর সংখ্যা খুব একটা কম নয় সেই দেশে।
ভদ্রলোকের কাছ থেকে তাদের টীমের (মেবি) ওয়েবসাইটটির ব্যাপারে হালকা শুনলাম। তারপর একটু ঘেটেও আসলাম WAVESCORE ওয়েবসাইট টি। খুব একটা খারাপ লাগলো না।
একটু আগে একটা ফোনও এসেছিল পুরোনো এক মেয়ে বন্ধুর কাছ থেকে। অনেক দিন পর কথা হল। আমাকে প্রশ্ন করলো- তুই কি আউটসোর্সিং এর ব্যাপারে কিছু জানিস? জিজ্ঞাস করলাম - কেন? সে জানালো- তার কলেজপড়ুয়া ছোট ভাই আউটসোর্সিং এর ব্যপারে মাথা ঘামাচ্ছে।
আমি শুধু সাবধান করলাম- কোথাও যেন মানি ইনভেস্ট করে কাজে না নামে।
WAVESCORE ওয়েবসাইট টি ঘেটে জানলাম, ইনভেস্ট করার কোন ব্যপার স্যাপার নাই। চাই চটজলদি আপনারাও একটি উকি মারতে পারেন CybrCoin উপার্জন এর উদ্দেশ্যে। আর, ফলো করতে পারেন এই মেম্বারকে। বিনিময়ে পাবেন কৃতজ্ঞতা।
সময় করে WAVESCORE ওয়েবসাইটটি নিয়ে বিস্তারিত লিখব। তবে এক্ষুণি না।
সকলের প্রতি রইল ভালোবাসা।
আমার অন্যান্য টিউন সমূহঃ
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
viewtrakr পুরাতন কিছু , এটা করে আর লাভ নাই । দুই মাস ধরে কেও পেমেন্ট পাচ্ছে না ।