Teespring T-Shirt ফ্রী মার্কেটিং করুন Pinterest এ, আর আয় করুন প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ ডলার

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

Teespring BD Group হতে সংগৃহীত

যারা এখনও একটা ও সেল পান নি অথবা অনেক কষ্ট করছেন, অথবা কি করে শুরু করবেন ফ্রি মার্কেটিং অথবা আমার মত অল্পতে বেশী বুজেন মানে পণ্ডিত কিন্তু মার্কেটিং এ নতুন তাদের জন্য সামান্য একটা টিউন.যেটা কিনা শুধু মাত্র Pinterest নিয়ে.আমার কাজের স্বার্থে রেখেছিলাম আপনাদের অনেকের সাথেই এই টা নিয়ে কথা হয়েছিল তাদের সফলতা দেখে চিন্তা করছিলাম সবাই আশাকরি খুব অল্পসময়য়ের মাজে.।
প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের ধরজ নাই.তারা তাকাবেন না প্লিজ.যারা সিরিয়াস তাদের জন্য

Kar Sa's photo.
• Account Opening: শুরুতে Account Opening এর ক্ষেত্রে আপনি আপনার মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে Sign Up এ চাপ দিয়ে অ্যাকাউন্ট খোলার কাজ শুরু করুন। এরপর Personal Profile না খুলে অর্থাৎ First and last name, Age, Sex না দিয়ে ঠিক নিচে খেয়াল করুন Continue as a business এ চাপ দিয়ে যা যা চায় তা পূরণ করুন। এখান থেকে Analytics বিষয়ে পিনটারেস্টের নিজের কিছু উত্তর দেখুন- https://help.pinterest.com/…/your-pinterest-profile-analyti…

• Business Name and Profile Name: প্রথমে আপনি Pinterest এ অ্যাকাউন্ট খুলুন। এই সময় মনে রাখবেন আপনি যেই রকম প্রোডাক্টের/Tshirt মার্কেটিং করতে চাচ্ছেন অনেকটা তার সাথে সঙ্গতি রেখে আপনার Business Name সিলেক্ট করুন। এরপর আপনার User Name এর স্থলে আপনার Business Name এর সাথে মিল রেখে নাম দিন। *পরামর্শ*, আপনি যদি ফেসবুকে, টুইটারে আর অন্যান্য সোস্যাল প্লাটফর্মে আপনার এই Business অ্যাকাউন্ট বা পেজ চালান তবে সেই একই নাম এখানে ব্যবহার করবেন)।
• Business Type: এখানে আপনার প্রোডাক্টের ধরনের সাথে সঙ্গতি রেখে একটি সিলেক্ট করুন। সম্পূর্ণ মিল না পেলেও কাছাকাছি রাখার চেষ্টা করুন। নাহলে Other দিন।
• Logo: আপনার সাইটের লোগো এখানে প্রোফাইল ছবি হিসেবে ব্যবহারের চেষ্টা করুন। এতে আপনার সাইটের ভিজিটর যারা এখান থেকে আপনার সাইটে যাবেন তারা অনেক সহজেই আপনার সাইট এবং Pinterest অ্যাকাউন্ট একই যে তা বুঝতে পারবেন।
• Username: এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে Edit Profile এ চাপ দিয়ে দেখুন সেখানে Business Name, Picture অর্থাৎ আপনার বিজনেস লোগোর ঠিক পরেই Username এর স্থানেhttp://www.pinterest.com. এর পরে একটি ফাঁকা ঘর দেখতে পাবেন যেখানে আপনার Business Name এর সাথে মিল রেখে অবশ্যই Username দিন। যেমন ধরুন আমাদের গ্রুপ এর বিজনেস নেম Teespring BD (মানে আপনার নিশ রিলেটেড নাম)))। তাহলে http://www.pinterest.com/. এর পরে http://www.pinterest.com/TeespringBD। দিন। এতে যে কেউ আপনার প্রোফাইল খুব সহজেই আপনার বিজনেস নেমের সাথে মিল রেখে খুঁজে পাবে। অনেকটা ফেসবুকে নিজের পেজ নেমের মত।


• About You: এখানে আপনার ব্যবসার ধরন মত সংক্ষিপ্ত আকারে ১৬০ শব্দের মধ্যে খুব আকর্ষনীয় করে বর্ণনা দিন, যাতে টার্গেটেড ভিজিটর কে আকৃষ্ট করে।
• Location: আপনার ব্যবসার টার্গেটেড ভিজিটর হিসেবে লোকেশন দিন। আমি এ জন্যই বলবো কারন, অনেক সময় উন্নত দেশ গুলোর ভিজিটর আমাদের দেশের অনেক কিছুই এড়িয়ে চলে। যেমন ধরুন আপনার টার্গেটেড ভিজিটর ইউএসএ। তাহলে কী হবে নিশ্চই বুঝতে পারছেন?
• Website: আপনার যদি Storefront থাকে তবে তা যুক্ত করে নিন। যা আপনার ফলোয়ারের কাছে আপনার প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা বাড়াবে।
• Search Privacy: অবশ্যই No করে রাখবেন। এতে সার্চ ইঞ্জিনের আপনার প্রোফাইল খুঁজে পেতে সুবিধা হবে।
• Board: এখন প্রোফাইল ১০০% কমপ্লিট করলাম। এরপর Board Create করতে হবে। সব সময় মনে রাখবেন, আপনার বিজনেসের সাথে মিল রেখে বেশ কয়েকটি প্রোডাক্ট অনুযায়ী Board Create করুন। এর জন্য আপনি ঠিক বাম পাশে + নিচে লিখা Create Board button এ চাপ দিয়ে নতুন বোর্ড তৈরি করুন। এছাড়া ভবিষ্যতে অন্য প্রোডাক্টের মার্কেটিং এর কথা ভেবেও বোর্ড তৈরি করে রাখতে পারেন। এতে যখন আপনি সেই প্রোডাক্টের ব্যবসা শুরু করবেন সেখানে নিশ্চিন্তে ভিজিটর পাবেন। তাই মাঝে মাঝে যতক্ষণ আপনার প্রোডাক্ট না আসে ততক্ষণ অন্যের পিন আপনার প্রোডাক্টের সাথে সঙ্গতি রেখে উক্ত বোর্ডে পিন করতে থাকুন। এতে ভিজিটরের এনগেজমেন্ট বজায় থাকবে।
• Board Name: এখানে আপনি যেই প্রোডাক্টের মার্কেটিং করবেন সেই প্রোডাক্টের সাথে মিল রেখে Board Name দিন। অবশ্যই মনে রাখবেন, আপনার প্রোডাক্ট/tshirt যদি একাধিক ধরনের হয় তবে প্রোডাক্টের সাথে সঙ্গতি রেখে একাধিক ভিন্ন ভিন্ন বোর্ড তৈরি করুন। যেমন ধরুন, আমার প্রোডাক্ট/tshirt >>>bike/ dog/cat/nurse তাহলে সেই মত নামও দিব। আবার একই বিজনেসে আমার আরেকটা প্রোডাক্ট/tshirt তাহলে বাকিটা কী হবে নিশ্চই বুঝতে পারছেন? অর্থাৎ, একই বোর্ডে একাধিক ভিন্ন প্রোডাক্ট পিন করা মোটেই বাঞ্চনীয় নয়। এতে অনেক ভিজিটর বিরক্ত হবে।
• Description: এখানে আপনার প্রোডাক্টের খুব সংক্ষিপ্ত আর আকর্ষনীয় করে বর্ণনা লিখুন। যাতে ভিজিটর খুব সহজেই আপনার বোর্ডের প্রোডাক্টের বর্ণনা পেয়ে যায়। তবে দয়া করে হ্যাসট্যাগ # ব্যবহার করবেন না। এতে সৌন্দর্য নষ্ট হবে। অনেকেই একটা দায়সারা গোছের বর্ণনা লিখে একই বোর্ডে ১০ রকমের প্রোডাক্টের পিন করে। এখন আপনি নিজেই ভেবে দেখুন একজন ভিজিটর হিসেবে কারো বোর্ড এমন দেখলে আপনি কী করবেন?


• Category: এখানে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী Category নির্বাচন করুন। যদি সম্পূর্ণ না মিলে তাহলে কাছাকাছি দেবার চেষ্টা করুন নাহলে Other দিন।
• Collaborator: এখানে আপনার এই বোর্ডে যদি আপনি চান যে আপনার সাথে আর কেউ (এই বোর্ডের মতই যার বোর্ড আছে) পিন করুক তাহলে তার ই মেইল ঠিকানা দিয়ে তাকে আপনার বোর্ডে পিন করার জন্য রিকোয়েষ্ট পাঠাতে পারেন। তবে প্রথম অবস্থাতে এই রকম না করাই ভাল। সব শেষে Save Button এ চাপ দিয়ে Save করুন।
• Find Relevant Pinner: এখন আপনার কাজ হচ্ছে আপনার বোর্ডের/ব্যবসার সাথে মিল আছে এমন বোর্ড বা প্রোফাইলকে আপনি উপরের সার্চ বার থেকে সার্চ করে তাকে ফলো করা শুরু করুন। তবে এ ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন তার ফলোয়ার কত, তার পিন সংখ্যা কত। সেখানে একটা সামঞ্জস্য থাকবে। এভাবে ফলো করতে থাকেন। দেখবেন আপনার ফলোয়ার ও বাড়তে থাকবে।
• Pin: বিভিন্ন বোর্ডে যারা পিন করছেন তাদের পিন থেকে আপনার বোর্ডে পিন করতে থাকুন। আপনি যাদের ফলো করছেন তাদের পিনকেই আবার পিন করুন। একে Repin বলে। আর তার সাথে আপনার নিজের সাইট থেকেও পিন করতে থাকুন। কিভাবে একটি সুন্দর আকর্ষনীয় পিন তৈরি করার চেষ্টা করতে হবে.এছাড়াও আপনি আপনার বোর্ডে প্রবেশ করে তার বাম পাশে + চিহ্নিত Add a pin বাটনে চাপ দিলে একটি বক্স আসবে। সেখান থেকে আপনি যদি কোন নির্দিষ্ট ওয়েব সাইটের পিন করতে চান তাহলে Pin From এ Web সিলেক্ট করে সেই ওয়েব সাইটের ঠিকানা দিলেই সেখানকার টিউনের ছবি সমূহের লিস্ট দেখতে পাবেন। তবে শুধু ঠিকানা যেমন, teesprin.com/teespringbd.(আপনার টিশার্ট লিংক) দিবেন। তারপর আপনার বর্ণনা Description এর স্থলে দিয়ে নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে পিন দিন। তবে কখনই হ্যাশ ট্যাগ # ব্যবহার করবেন না। পারলে আপনার সাইটের অ্যাড্রেস, বর্ণনার সাথে অ্যাড করে দিতে পারেন। অবশ্যই আপনার বোর্ডের পিনের সাথে সাইট সামঞ্জস্য পূর্ণ হতে হবে। বর্ণনার সাথে মিল নেই এই রকম একটি সাইটে আপনার ভিজিটরকে নিয়ে গেলে আপনার ভিজিটর বিরক্ত হবে এমনকি আপনাকে আনফলোও করে দিতে পারে।
• Board Name: এক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েব সাইটের নামের বা প্রোডাক্টের নামের সাথে মিল রেখে আপনার বোর্ডের নাম দিন। কিন্তু কিছু ব্যাপার সবসময় ইউনিক হলে ভাল হয়। যেমন, কিছু আই ক্যাচিং নাম হতে পারে “Funny Bikers Stuff ”অথবা “The Bike I like most”এই ধরনের নাম যেটা সাধারণত ভিজিটরের বা আপনার ফলোয়ারের দৃষ্টি আকর্ষণ করে। কারণ, ভিজিটর আপনাকে হাজার জনের মাঝে থেকে কেনো ফলো করবে যেখানে হাজার রকমের পিনার বা বোর্ড আছে? নিশ্চই কিছু ইউনিক থাকা প্রয়োজন। আপনি নিজের ক্ষেত্রেই ভেবে দেখুন, গতানুগতিক বোর্ডকে আপনি ফলো করবেন না যেই বোর্ডের কিছু মজার নাম যেটা আপনার দৃষ্টি আকর্ষন করছে সেটাকে ফলো করবেন? প্রকৃতপক্ষে মানুষ সবসময় ভিন্ন রকম যেটা সচরাচর দেখা বা পাওয়া যায়না সেইসব বস্তু বা ঘটনার প্রতি আকৃষ্ট হয়। আর পূর্বেই বলে রেখেছি, আপনার বোর্ডের নামের সাথে মিল রেখে পিন করুন। আজেবাজে কন্টেন্ট পিন না করে বেছে বেছে মানসম্মত পিন করার চেষ্টা করুন।


• Interesting Facts: সবসময় গতানুগতিক বোর্ড তৈরি না করে ভিজিটর যাতে বিরক্ত বা একঘেঁয়ে না হয়ে যায় সেজন্য কিছু মজার বিষয় নিয়ে বোর্ড তৈরি করুন। যেমন, আমি বেড়াল আর পোষা প্রাণী নিয়ে একটা বোর্ড তৈরি করে রেখেছি। অনেক সময় এই বোর্ডে পিন করি। তাতে ভালই সাড়া পাই। আবার কার্টুন বা কোট শেয়ারের বোর্ড তৈরি করেও রাখতে পারেন।
• Detail Description: আপনার পন্যের সকল বর্ণনা ছবির নিচে দিন। সঠিক KeyWord দিয়ে মানসম্মত বর্ণনা লিখলে আপনার ছবি খুঁজে পাওয়া অনেক সহজ হবে। এতে আপনার ওয়েবসাইট আরো বেশি ভিজিটর আকৃষ্ট করতে পারবে। কারণ, যত Repin ততো ভিজিটর। যত বেশি পরিমানে লিখা শেয়ার করা যায় ততোই ভাল। যদিও Grid View –তে ১০০ শব্দের মত দেখা যায় তারপরও যারা ক্লিক করবেন তারা ৫০০ শব্দের কাছাকাছি শব্দের লিখা পড়তে পারবেন। এতে ভিজিটরের আপনার পন্যের সম্পর্কে একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে। আপনার পিনের প্রতি বা প্রোফাইলের প্রতি আকর্ষন বৃদ্ধি করার জন্য ভিজিটরকে সঠিক মেসেজ দেবার চেষ্টা করুন। প্রথম দিন থেকেই পন্যের প্রচার শুরু না করে ধীরে ধীরে করুন। এছাড়াও, বর্তমান ট্রেন্ডকে লক্ষ্য রাখুন। অর্থাৎ, বর্তমানে কোন ট্রেন্ড চলছে। কোন পিন গুলো বেশি শেয়ার হচ্ছে। তাহলেই সেগুলো Repin করার মাধ্যমে আপনি আপনার প্রোফাইলের ভিজিটর বা ফলোয়ার বৃদ্ধি করতে সক্ষম হবেন। Repin করার সময় শুধু Repin না করে তার নিচে আপনার ব্যক্তিগত অর্থাৎ আপনার প্রচার সংশ্লিস্ট বর্ণনা দিয়ে দিন। এতে ভিজিটর অবশ্যই বাড়বে।
• Promote Your Presence: এক্ষেত্রে বর্তমান ট্রেন্ড ফলো করুন। বর্তমানে কোন বিষয়ের উপর পিন হচ্ছে বেশি। অর্থাৎ বর্তমান ঋতু, কোন ছুটি, বিশেষ দিবস যেমন Black Friday, Halloween, Christmas, Valentines Day প্রভৃতি বর্তমান ট্রেন্ড এইসবের উপর পিন করতে থাকুন। এছাড়া এইসব বিষয়ের পিন আপনার বিভিন্ন অন্যান্য সোস্যল মিডিয়া প্ল্যাটফর্মে ক্রস শেয়ার করতে পারেন। এখানে কিছু আইডিয়াঃ
• পিনটারেস্টের আপনার পিন সমূহকে সপ্তাহে ২-৩ বার টুইট করুন।
• ফেসবুকে আপনার পিন গুলোর মাঝে থেকে যে কোন পিন সপ্তাহে অন্তত একবার টিউন আকারে দিন নাহলে ২ সপ্তাহে অন্তত একবার টিউন আকারে দিন।
• Drive Traffic With Blog Boards: আপনার ব্লগের নামের সাথে মিল রেখে একটি ব্লগ বোর্ড করতে পারেন। এক্ষেত্রে ভিজিটরের জন্য আপনার ব্লগের সমস্ত টিউন একটি মাত্র বোর্ডে খুঁজে পেতে সুবিধা হবে। এছাড়া আপনার বোর্ডের নামের সাথে আপনার সাইটের Keyword মিল রাখতে ভুলবেন না যেন। এর ফলে সার্চ ইঞ্জিনের সাহায্যে আপনার বোর্ড খুঁজে পেতে সুবিধা হবে। আপনার সাইটের ব্লগ টিউন করার পরে আপনার বোর্ডে পিন করুন। এর সাথে আপনার টিউনের বিশদ আকর্ষণীয় করে বর্ণনা দিয়ে দিন। তার সাথে অবশ্যই ভালো রেজুলেশনের ছবি আর আপনার উক্ত ব্লগ টিউনের লিঙ্ক দিতে ভুলবেন না যেন।
• Tag Other Pinterest User Using @username: আপনার পিনে অন্যান্য পিনটারেস্ট ব্যবহারকারীদের ট্যাগ করে তাদের এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। যখন পিনের Description লিখবেন তখন @ এর পর Username বসিয়ে অর্থাৎ ট্যাগ করে দিতে পারেন। এটা যেহেতু খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করছে তাই এটাতে ফল আসা খুব সহজ।
• Like Other People’s Pin: অন্যের পিনে সময় পেলে লাইক করবেন। এতে আপনার প্রোফাইলের গ্রহনযোগ্যতা বাড়াবে।
• Repin and Repin: অন্যের বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু দেখলে রিপিন করুন। এর ফলে আপনি যার বোর্ডের রিপিন করবেন সে আপনার রিপিনের খবর ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন, এটা তার ক্রেডিট। ফলে সেও আপনাকে ফলো করতে শুরু করবে।
শেষ কথা
Inspiration boards: এটি Pinterest-এর একটি ভিন্নধর্মী আয়োজন। যেখানে আপনি আপনার পণ্য বা সেবার বিভিন্ন ছবি পিন করে রাখতে পারবেন। এটা আপনার কোম্পানি সম্পর্কে এক ধরনের অনু্প্রেরণা সৃষ্টি করবে। এর ফলে আপনার ব্যবসায়িক কার্যক্রম আরো বেশি সহজ হয়ে যায়।
Staff photos: Pinterest- এর অপর আরেকটি ভিন্নধর্মী আয়োজন হল আপনার কোম্পানির সহকর্মী বা স্টাফদের সংক্ষিপ্ত বায়োডাটাসহ ছবি দেয়ার ব্যবস্থা। এর ফলে ভোক্তা সাধারণ সহজেই আপনার কোম্পানির ব্যাপারে আরো স্বচ্ছ ধারণা পায় এবং তাদের বিশ্বাসের জায়গাটি আরো জোড়ালো হয়।
Event photo: যদি আপনি কোন ইভেন্ট এর আয়োজন করেন তাহলে, আপনি ইভেন্ট ফটো তৈরি করতে পারেন। ইভেন্টে কারা কারা উপস্থিত থাকবে তাদের ছবি ও বিবরণ দিয়ে দিতে পারেন। এটা আপনাকে সোস্যাল মার্কেটিং-এ সহায়তা করবে।
Holiday themed boards: বিভিন্ন ছুটির দিনগুলোতে আপনি নানান ধরনের theme পিন করতে পারেন যা নিউজজেক বাড়াতে সাহয্য করবে। যেমন Christmas day, valentine day, Independent day ইত্যাদি ছুটির দিন উপলক্ষে আকর্ষণীয় ছবি পিন করে দিতে পারেন।
Staff favorite recipes: আমরা সবাই জানি Pinterest-এ recipes খুবই জনপ্রিয়। তাই আপনার ব্যবসায়ের সাথে সামঞ্জ্যপূর্ণ না হলেও বিভিন্ন খাবার এর recipes গুলো পিন করে দিতে পারেন।

সংগ্রহীত।

চলতে থাকবে.।

ভাল হোক মন্দ হোক টিউমেন্ট করতে ভুলবেন না

আমার আগের টিউন ঃ

 বেকারত্ব আর নয় – শুধু ফটোশপে কাজ করে সাবলম্বি হোন।

Ms Excel এ শেয়ার বাজারের পোর্টফলিও মেইন্টেইন করে লাভ লোকসান বের করুন অতি সহজে (ভিডিও টিউটোরিয়াল)।

ফেইসবুকের যেইসব Group  বদলে দিতে পারে আপনার জীবন ধারা। পর্ব - ১

ফেইসবুকের যেইসব Group  বদলে দিতে পারে আপনার জীবন ধারা। পর্ব - ১

ফেইসবুক এ আমি 

আমার  YouTube Channel  এ Subscribe -করে রাখতে পারেন(আপনাদের ইচ্ছা)

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস