কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ কম্পিউটার ও ইন্টারনেট তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অর্থের বিনিময়ে অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয়ার এ কাজকে আউটসোসিং বলে। যারা আউটসোর্সিং কাজ করেন তাদের এই পেশাকে বলা হয় ফ্রিল্যান্সিং। যারা আউটসোর্সিং এর কাজ করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, ই-ল্যান্স, গুরু, ভি-ওয়ার্ক, আপওয়ার্ক ইত্যাদি অনলাইন জব মার্কেটপ্লেস।
ডেটা এন্ট্রি, SEO সোস্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের চাহিদা বেশী।
এ ধরনের কাজে অফিসের মত বিশেষ কোন স্থান বা ধরাবাঁধা সময় দিতে হয়না, অন্যান্য পেশার সাথে জড়িত ব্যক্তি, গৃহীনি এমনকি ছাত্ররাও তাদের পড়ালেখার পাশাপাশি এ পেশায় জড়িত হতে পারে। তরুনদের প্রতি আগ্রহ প্রবল, পড়াশোনার পাশাপাশি যে কোন স্থানে বসেই এ ধরনের কাজের সুযোগ রয়েছে বলে তারা এ ধরনের পেশায় আগ্রহী।
এটি এমন একটি ক্লাসরুম যেখানে বর্ণ, চিত্র ও শব্দ এই তিনিটি মিডিয়া সম্বলিত ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার করে পাঠদান করা হয় তাকে মাল্টিমিডিয়া ক্লাসরুম বলে। শিক্ষা উপকরণ হিসেবে রয়েছে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারএকটিভ সফটওয়্যার বা ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, অ্যানিমেশন, ভিডিও ক্লিপস্, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি।
শিক্ষা উপকরণ হিসেবে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারএকটিভ সফটওয়্যার বা ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, অ্যানিমেশন, ভিডিও ক্লিপস্, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ব্যবহার করা হয় ফলে পাঠদান কার্যক্রমকে করে তোলে আনন্দদায়, দূর্বল শিক্ষার্থীদের জন্য সহজবোধগম্য, অল্পসময়ে শিখনফল হয় স্থায়ী, বেশী পাঠদান সম্ভব হয় বলে এটি ফলপ্রসূ।
টিউনটি পূর্বে প্রকাশিত হয়েছিল- ICTeXpressBD
একাদশ-দ্বাদশ শ্রেণির (HSC)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জানতে ও জানাতে ফেইসবুকে ICTeXpressBD
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।