ইউটিউব ও ওয়ার্ডপ্রেস বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষন করছি। পারলে একটু সাহায্য করে যাবেন।

সর্বপ্রথম আমার সালাম শুভেচ্ছা গ্রহন করুন।
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ এর অশেষ রহমতে ভালো আছি।
আমি আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থনা করছি। সাহায্য বলতে আমি একটা বিষয়ে অঙ্গাত। যার কারনে আপনাদের কাছ থেকে সাহায্য কামনা করছি। আমি শুনেছি ইউটিউব থেকে পার্টনারশিপ এর মাধ্যমে দৈনিক আয় করা সম্ভব কিন্তু আমি জানিনা কিভাবে এই কাজটা করবো। তাই আপনারা যারা বিঙ্গ ভাই বন্ধুরা আছেন তারা দয়া করে কেউ কি জানাবেন যে কিভাবে এই কাজ টা করা সম্ভব অথবা আপনাদের যদি কোন সাইটে টিউন করা থাকে তবে লিংকটা দয়া করে টিউমেন্ট করে যানান তাহলে আমি চির কৃতঙ্গ থাকবো।

আমার নিজস্ব একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে http://www.bdblog24.wordpress.com
কিন্তু টেকটিউনস এএ অনেক টিউন দেখে কাজ করলাম কিন্তু কোন প্রকার লাভ হইনি কারন আমার Domain নেই তাই। কিন্তু ডোমেইন নিতে পারছিনা। 1and1.com সাইট থেকে ডোমেইন নিতে গিয়েও পারছিনা। আমার সাইটে সব টিউন গুলো সম্পূর্ন টিউটোরিয়াল আকারে দেওয়া আছে আপনারা ঘুরে আসতে পারেন। কেউ যদি ডোমেইন কম দামে দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন Facebook এ

 

 

 

 

টেকটিউনস এ এটি আমার দ্বিতয় টিউন আমি যদি আপনাদের মনে একটু হলেও কষ্ট দিয়ে থাকি তবে নিজের ভাইয়ের মতো ভেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

★ আয় করার মানসিকতা থাকলে ঘুরে আসতে পারেন অনলাইন ইনকাম ১০০০০০০% হবেই হবে কথা দিলাম। সব ধরনের কাজের টিউটোরিয়াল সহ এখানে পাবেন। আপনাকে কোন কিছুর জন্য কষ্ট করে বুঝে নিতে হবেনা। দেখলেই অনায়াসে বুঝতে পারবেন কি বলতে চাইছে।

Level New

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পার্টনারশিপ এর সাথে ইনকামের কোন সম্পর্ক নাই, সম্পর্ক শুধু একটাই আপার জদি ইউটুব চ্যানেল দুইটা বা তার বেশি থাকে তাহলে আপনার হোস্টেড একাউন্টের সাথে আপনার অভার চ্যানেল গুল পার্টনারশিপ করতে পারবেন আসা করি বুজতে পারছেন।

1and1.com থেকে ডোমেইন নিতে কি সমস্যা হচ্ছে? ওয়ার্ডপ্রেস ২.০ (ওয়েব ২) থেকে সাইট বানালে মনেহয় অন্য কোম্পানি থেকে ডোমেইন কিনে লাভ হবে না। ওয়ার্ডপ্রেসের নেম সার্ভার কোনটা থেকে আপনার সাইট রিডাইরেক্ট করবে এটা বুঝবেন কিভাবে?

Domain kinte caile amar sathe jogajok korte paren itechnu.com

1and1 থেকে আমিও ১ টি ডোমেইন কিনতে চাচ্ছি কিন্তু আমার ক্রেডিট কার্ড অথবা পেপাল অ্যাকাউন্ট নেই তাই কিনতে পারছি না।কোন ভাই যদি দয়া করে ১and১ থেকে একটা ডোমেইন কিনে দিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম।
যত টাকা খরচ হবে আমি বিকাশ করে পাঠিয়ে দিবো।