ডাটা এন্ট্রি কাজের জন্য ৩টি সাইট

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মহান রাব্বুল আলামীন এর দয়ায় ভালো আছেন অবশ্যই। আজকে আমার এই টিউনটা মূলত নতুনদের জন্য। যারা জানেনা বা কাজ করার জন্য ওয়েব সাইট এর সাথে পরিচিত হতে পারে না তাদের জন্য আমার এই টিউন। তো তাহলে শুরু করে দেই কি বলুন ?

বর্তমান সময়ে আউটসোসিং আমাদের দেশে সারা জাগিয়েছে। যার জন্য আমরা সবাই কমবেশী আউটসোসিংকে একটা পেশো হিসাবে নিচ্ছি বা নতুরা নেওয়ার স্বপ্ন দেখছি। আপনি চাইলে আজই শুরু করে দিতে পারেন। তবে এক্ষেত্রে আমি আপনাকে ২টি শর্ত দেব

১। ইংরেজীতে পারদর্শী হওয়া (লেখা এবং বলা)

২। আত্মবিশ্বাসী হওয়া সাথে অনেক ধের্য্য থাকতে হবে।

এই ২টা জিনিস যদি আপনার মধে থাকে তাহলে আপনি সফলতা পাবেনই।  তো যাই হোক আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ডাটা এন্ট্রি কাজের জন্য ইন্টারনেট এ হাজারও সাইট পাওয়া যায়। কিন্তু এর মধ্যে আসল সাইট কোনটা বা কাজ করার পর পেমেন্ট দেয় কি না। সেটা আমরা ভালো ভাবে জানি। তাই আমি কিছু সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। যাতে করে নতুরা কাজ করতে পারবে বলে আমার মনে হয়। আমি কিন্তু আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং এর কথা বলছি না। কেননা এর বাহিরেও অনেক সাইট আছে যারা এই সাইটের মতোই কাজ করে টাকা দিয়ে থাকে।

সাইট নাম ও বিস্তারিত (আমি যত টুকু জানি)

১।  ইনডেড : ইনডেড ডট কম এই সাইটি অনেক সুন্দর। কেননা আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। বুঝতে পারলেন না। আসুন বুঝিয়ে বলছি। ধরুন আপনি কোন কোম্পানী চাকুরীর জন্য আবেদন করলেন। তো সেখানে নিয়মঅনুযায়ী আপনার আপনার পারসোনাল ডিটেল্স দিতে হয়। ঠিক তেমনীই এখানেও সেই রকম। আপনার সেই কাজের উপর অভিজ্ঞতা আছে সেটা এখানে টিউন করবেন। যদি কোন বায়ার আপনাকে পছন্দ হয় বা তার কাজের জন্য আপনাকে পছন্দ করে তাহলে সেই বায়ার আপনাকে হায়ার করবে। আর পেমেন্ট এর কথা নাই বললাম। কেননা এর পেমেন্ট খুবই ভাল।

 

২। ক্যারিয়ার বিল্ডার :  এই সাইটটিও অনেক ভালো। মানে আপওয়ার্ক এর মতই বলতে পারেন। এরাও কাজ দেয় এবং পেমেন্ট নিয়ে কোন ঝামেলা করে না। এই সাইটে দৈনিক অনেক নতুন ডাটা এন্ট্রির জব পাওয়া যায়। একবার ট্রাই করে দেখতে পারেন।

 

৩। ফ্রেক্সড জব :  এই সাইটটি মূলত ডাটা এন্টিও কাজের জন্য হলেও এখানে আপনি নানা ধরনর কাজ পাবেন। তবে এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজীতে পারদর্শী হতে হবে। কেননা এরা স্কাইপ এর মাধ্যমে ডাইরেক্ট কথা বলে। আর ইংরেজীতে যদি আপনি ভালো জানেন তাহলে আপনার আয় এই সাইটথেকেই অনেক হবে।  আমি আশা করি।

 

যাইহোক আপতত ০৩ টি সাইট নিয়ে আলোচনা করলাম। পরের টিউনে বাকিটা হবে।  সবাই ভালো থাকবেন এবং সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার নিজস্ব দুটি সাইট

১। টেক বিডি ট্রিকস

২। নতুন এইচডি মুভির জন্য দেখতে পারেন।

Level New

আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো কাজ