মেগা টিউন। দেখে নিন কিবাবে নিজের ছবিকে illustrator এ আর্ট করবেন। ধাপে ধাপে ছবি সহ (DON’T MISS IT)

হ্যালো টিউনার বন্ধুরা।

কেমন আছেন সবাই ? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন।

আজকে আমি আপনাদের দেখাবো কিবাবে আপনি আপনার ছবিকে illustrator এর মাধ্যমে আর্ট করবেন।

চাইলেই আমি ভিড়িও টিউটোরিয়াল দিতে পারতাম, কিন্তু সবাই ভিড়িও তে বুঝে উঠতে না।

তাই আমি আপনাদের জন্য একটু বেশি সময় দিয়ে এই টিউটোরিয়াল টি করেছি।

ইচ্ছে আছে আরো অনেক কিছু শেয়ার করতে, কিন্তু আসলে সময় করে হয়ে উঠে না।

আর যখন আমার সময় কম থাকে তখন ই আমি কিছু ভিড়িও টিউটরিয়াল করে আমার YouTube এ দিয়ে দেই।

আপনারা চাইলেই আমার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে রাখতে পারেন।

আমি প্রতি WEEk এ একটি করে টিউটোরিয়াল দিয়ে থাকি, যারা মোটামোটি illustratorPhotohop এ ধারনা রাখেন তাদের জন্য খুবই কার্যকরী।

তো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল শুরু করি।

 

প্রথমেই আপনার illustrator ওপেন করুন। ও একটি নিউ পেজ নিন

পেজটিকে আপনি 1024x1024 নিতে পারেন, বা আপনার ইচ্ছা মত নিতে পারেন।

 

নিউ পেজ নেয়ার পর আপনি আবার illustrator এ File->Open এ যান।

এরপর আপনি আপনার যে ছবিটি আর্ট করতে চান সেই ছবিটি select করে open এ ক্লিক করুন।

 

এরপর আপনার ব্রাশ টুল থেকে ব্রাশ Select করে নিন, আপনার ব্রাশ প্যানেল যদি না পান তাহলে

Menu bar---> Window-->Brsuh এ কিল্ক করুন তাহলে আপনি ব্রাশ প্যানেল পেয়ে যাবেন।
এখানে আমি আমার নিজের বানানো আর্ট ব্রাশ ব্যবহার করছি।

আপনিও বানিয়ে নিতে পারেন, না জানলে আমার চ্যানেল থেকে এই ভিড়িও টি দেখতে পারেন।

আপনার ব্রাশ সিলেক্ট করে নেয়ার পর আপনি আপনার ইমেজ এর উপর tres করে আর্ট শুরু করুন।

আপনার আর্ট করা শেষ হয়ে গেলে আপনি লেয়ার প্যানেল থেকে ইমেজ এর লেয়ারটিকে হাইড বা ডিলিট করে দিন।
তাহলেই আপনি আপনার আর্ট টি পেয়ে যাবেন।

আর্ট শেষ হয়ে গেলে আপনি illustrator এর Menu bar--> File---> Export এ গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী JPG বা PNG সেভ করে নিন।

আর্ট এ কালার করা নিয়ে খুব দ্রুত একটি টিউটরিয়াল করব। আশা করি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন।

এই রকম আরো হাজারো সব টিউটরিয়াল পাবেন আমার এই YouTube Channel এ।

SUBSCRIBE করে রাখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন।

আর আপনাদের আর্ট এ কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
আমি সমাধান দিতে চেষ্টা করব।

আমার এই টিউন টিও দেখে নিতে পারেন।

সম্ববত ফ্রিলান্সারদের জন্য ২০১৬ সালের প্রথম মেগাটিউন আমিই নিয়ে আসলাম।

যারা নতুন করে illustrator এ আর্ট করতে চান তাদের জন্য।। নিউ ফ্রিলান্সার মাস্ট দেখুন !! (পার্ট 4-কালার শেডিং পয়েন্ট সিলেক্ট ও অনন্য)

যারা নতুন করে illustrator এ আর্ট করতে চান তাদের জন্য।। নিউ ফ্রিলান্সার মাস্ট দেখুন !! (পার্ট 3-কালার ও শেডিং)

 

Behance এ আমাকে ফেতে এখানে ক্লিক করুন

ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন

আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

 

Level 0

আমি অচেনা মানুষ রিলোড়েড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস