السلام عليكم আসসালামু আলাইকুম।
السلام عليكم আসসালামু আলাইকুম।
সুপ্রিয় টেকটিউনস সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। অবশ্য টিউনের শিরোনাম দেখে সহজেই অনুমেয় কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যা আজকের বিস্তারিত আলোচনার কৌশলাদি হচ্ছে মাইক্রোওয়ার্কার সাইট নিয়ে। আসলে ইন্টারনেটে ইনকাম পদ্ধতির অনেক কাহন রয়েছে। তার মধ্য সবাই সস্তা হিসাবে কাজ করে পিটিসি কিংবা বিট কয়েন জাতীয় সাইটে।
অনেকের অভিযোগ ভাই এই সব সাইটে কাজ করে তো বড় অংকের অর্থ হচ্ছে না তথাপি রেফারেলও কালেক্ট করতে পারছিনা ইত্যাদি... ইত্যাদি নানান অভিযোগ। যাইহোক উক্ত অসুবিধার প্রেক্ষিতে আমার পূববর্তী প্রকাশিত একাধিক টিউনে বলেছিলাম প্রফেশনালি ভাল কিছু আয়ের জন্য ফ্রিল্যান্স ব্যতিত অন্য কোন বিকল্প পন্থা দেখিনা। তবে ফ্রিল্যান্স সাইটে কাজ করতে হলে আপনাকে অনেক অভিজ্ঞ, ধের্য্যশীল ও পরিশ্রমি হতে হবে। ফ্রিল্যান্সিং করে কাজ করার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু সত্যি কথা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার হলে সফলতা পেতে সময় দিতে হয় অনেক। যা অনেকের ধৈয্যকে হার মানাতে বাধ্য করে। অনেকেই আবার মনে মনে ভাবেন ইস, যদি বিড ছাড়াই কাজ পাওয়া যেত! সুতরাং মূল ফ্রিল্যান্স সাইটে কাজ ধরার পূর্বে ছোটখাট প্রি-ফ্রিল্যান্স জাতীয় সাইটে কাজ করলে ভূল শোধরানো যাবে এবং বেশ কিছু সম্যক জ্ঞান অর্জন করা যাবে সাথে তো ডলার ইনকাম আছেই। সুতরাং এমনই একটি সাইট হচ্ছে মাইক্রোওয়ার্কার।
Micro Workers একটি জনপ্রিয় প্রি ধাচের ফ্রিল্যান্স সাইট। এখানে কাজ পাইতে কোন বিড করতে হয় না। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ডালাস অঙ্গরাজ্যের। ২০০৭ সালে অফিসিয়াল কার্যক্রম শুরু করে এখনো চলছে এবং নিয়মিত পে করে যাচ্ছে। সারা বিশ্বের ৭৬৪,০০০ এর বেশী ইউজার এখানে রেজিঃকৃত। Micro Workers সাইট তাদের সাইটে প্রধানত ২ টি অংশে কাজ করার সুযোগ দিয়ে থাকে তথারুপঃ Employers and Workers. আবারো বলছি মাইক্রোওয়ার্কারস ডট কম, যেখানে কাজ পেতে কোন প্রকার বিড করতে হয় না। খুবই অল্প সময়ে আপনি উপার্জন করতে পারেন ভাল পরিমান কিছু অর্থ যা আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিতে না পারলেও আপনার আয়কে সাফল্যমন্ডিত করতে পারবে অনেকখানি। আর এখানে মোটামুটি পরিশ্রম করলেই আপনার সফলতার সম্ভাবনা। তথাপি ফ্রিল্যান্স সাইটে কাজের ধারনাটা স্বচ্ছ হবে।
মাইক্রোওয়ার্কারস একটি সব চাইতে জনপ্রীয় একটি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট।এই প্ল্যাটফর্মে আপনাকে কোন বিড ছাড়াই কাজ দেয়া হয়।আর কাজ গুলো সঠিক ভাবে শেষ করে আপনি পাবেন ০.০৮ থেকে ৮.০০ডলার পর্যন্ত।আর সাইন আপে পাবেন ১.00 ডলার।একই অ্যাকাউন্ট ব্যাভার করে আপনি worker বা employer হিসেবে কাজ করতে পারবেন। সাইটটির ইন্টারফেস বেশ সাদামাটা।
Employer এর সুবিধা সমূহ
১। সাইটে কাজ করতে প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করে করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য ক্লিক করুন এখানে
২। যে পেইজে আসবে সেখানে Register for free অংশে ক্লিক করুন > ফর্মটি পূরণ করুন।
৩। তারপরের ঘরে সাইটটির জন্য একটি পাসওয়ার্ড দিন (অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন)। তারপর কান্ট্রি অব রেসিডেন্স ঘরে বাংলাদেশ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।
৪। এখন আপনি যে মেইল ব্যবহার করে রেজিস্ট্রেশন করেছেন আপনার সেই মেইল চেক করুন।ইনবক্সে micro workers.com এরকোন মেইল না এসে থাকলে spam মেইল চেক করুন। প্রাপ্ত মেইলে যে অ্যাক্টিভেশন লিঙ্ক (activation link) আছে সেটি ক্লিক করুন। এইতো হয়ে গেলো আপনার অ্যাকাউন্ট.
৫। এখন থেকে আপনি শুরু করতে পারেন আয়।প্রথমে ৩০ টির মত কাজ থাকে।ঠিক মত কাজ করে সাক্সেস রেট ৭৫% এর উপর থাকা জরুরী।এভাবে কাজ করলে আপনার দৈনিক কাজ বেড়ে ৯০ টা হয়ে যাবে।
৬। বাংলাদেশ হইতে অনেক ইউজার আছেন যারা এই সাইট হইতে বেশ ভাল পরিমানের অর্থ আয় করতে পেরেছেন। বর্তমানের যারা সফল ফ্রিল্যান্সার তাদের অনেকরেই হাতে খড়ি হয়েছিল এই সাইট হতেই। বাংলাদেশীরা কে কত ডলার ইনকাম করেছেন তার রেটিং চিত্র নিম্নরুপঃ
মনে করি আপনার একাউন্ট ভেরিফাইড। এবার একাউন্ট লগইন করুন > জবস্ অংশে গিয়ে দেখুন কোন কাজগুলো আপনি করতে পারবেন। যেমন চিত্র অনুযায়ী ১ম টি দেখি। কাজ হলঃ NAT: Website Test, কাজ সম্পূর্ণ করতে পারলে ০.২৫ ডলার পাওয়া যাবে। তাহলে উক্ত টাস্কে ক্লিক করি। ১।
২।
চিত্রনুযায়ী আপনাকে ফুল রিকয়ারমেন্ট বুঝতে হবে ও অনুসরন করতে হবে। তাহলে একটু আলোচনা করি-
১। উপরের তথ্যনুযায়ী দেখা যাচ্চে কাজটি বর্তমান সময় পর্যন্ত ৩০ জনের মধ্য ৪ জন সম্পূর্ণ করতে পেরেছেন (Work Done)
২। নতুন কাজগুলো সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত থাকে। Tasks will be rated within 7 days
এবং একটি কাজের জন্য শুধুমাত্র একবারই আবেদন করা যায়।
৩। ১০ মিনিটের মধ্য কাজটি শেষ করতে হবে Task takes less than 10 min to finish
৪। সবুগ দাগ চিহিৃত = আপনার অপারেটিং ৬৪ বিট হতে হবে >জাভা ইনস্টলড ও ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
৫। লাল দাগ চিহিৃত= প্রেরিত সাইটে যেতে হবে > আপনার ওয়ার্কার আইডি ও কম্পেইন আইডি ইনপুট করতে হবে।
৬। কিছু প্রেরিত কোড পাওয়া যাবে সেইগুলো সবামিট করতে হবে। এবং প্রুফ হিসাবে একই কোড কপি-পেষ্ট করে সাবমিট করতে হবে।
৭। যদি কাজগুলো করতে পারেন তথাপি মনে হয় নিজে ১০০% করতে পারেবনে তাহলে I accept this job (a form will open below) লিংকে ক্লিক করতে হবে। না পারলে সাবমিট করার দরকার নাই অযথা নিজের রেপুটেশন নষ্ট করতে যাবেন না।
৮। এই ভাবেই প্রত্যেকটি কাজের নমূনা ও টার্মস দেওয়া থাকবে। আপনাকে নির্দেশনা মোতাবেক অনুনরন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
আলোচনার একদম শেষ পর্যায়ে। বিশেষত যারা ফ্রিল্যান্স সাইটে কাজ করার স্বপ্ন দেখছেন কিংবা আগ্রহ আছে তারা প্রাথমিক হিসাবে micro workers সাইটে হাতে খড়ি নিতে পারেন। এখানে আপনি কাজের টার্ম ও পলিসি বুঝতে পারবেন। মূলত micro workers সাইটই পারফেক্ট হতে পারে আপনার জন্য। যেখানে ছোটখাট ফ্রিল্যান্সার হিসাবে শুরু করে অতপর কাজের অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে অন্য কোন বড় ফ্রিল্যান্স সাইটে কাজে মনোনিবেশ করতে পারবেন। তথাপি শুধু অভিজ্ঞতা নই, অল্প কিছু হলেও ডলার আয়ের সুযোগ থাকছে তাতে বা কম কিসের!! সুতরাং যাদের ফ্রিল্যান্স সম্পর্কে সম্যক ধারনা নেবার আগ্রহ আছে তারা প্রি-ফ্রিল্যান্স সাইটে হিসাবে micro workers সাইটে কাজের অভিজ্ঞ দেখতে পারেন ও নিজেকে ঝালাই করতে পারেন। তথাপি micro workers সম্পর্কে এই টিউনে কোন অভিমত, অভিযোগ ও পরামর্শ থাকলে সাদরে গ্রহন করা হবে। পরিশেষে সবাইকে আবারো শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকুন।-আল্লাহ হাফেয-
বাংলা ব্লগ | ফেসবুক | গুগল প্লাস |
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
হ্যা আপনার সাথে সহমত! এই উপলদ্ধিতার কথাটাই আমার টিউনের শেষে যুক্ত করেছি। আপনি যে লিংকটা প্রেরন করেছেন তা সাতোশি সাইট হিসাবে রিলেটেড যাহা ইপে সাইটের মত। সুতরাং এই সকল সাতোশি সাইটেরও কিন্তু নিশ্চয়তা নাই। তবে ফ্রি ভাবে যতদিন যতটুকু বিটিসি আর্ন করা যায় তাই লাভ। পরিশেষে টিউমেন্টের জন্য ধন্যবাদ।