যারা “freelance” এবং “upwork” থেকে কাজ পেতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। তাঁরা দয়া করে “IT-Bari” এর pdf বাংলা বইটি পড়ুন, টার্গেট ১৫ দিন, ইনশাল্লাহ কাজ পাবেন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, টেকটিউনের পক্ষ থেকে সবাই কে অভিনন্দন জানিয়ে শুরু করছি, আজকের টিউন, ক্যামন আছেন সবাই? আশা করি নিশ্চই ভাল আছেন, আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ্‌ পাকের ইচ্ছাই ভাল আছি, এবার চলুন আসল বিষয়ে যাওয়া জাক।

 

বর্তমানে অনলাইন থেকে কাজ নেয়ার সবচেয়ে ভাল মার্কেট প্লেস হচ্ছে "freelancer.com এবং upwork.com" 

কিন্তু নতুনদের জন্য এই সাইট গুলা বেশ কঠিন একটি বিষয়, যার কারনে বেশ লং সময় লেগে যাই এখান থেকে কাজ পেতে, যার কারনে দেখা যাই না পেরে অনলাইনের থেকে কাজ পাওয়ার আশা ছেরে দেয়। আবার দেখা যাই অনেকে মোটা অংকের কিছু টাকা দিয়ে কোর্স করছে, কিভাবে কাজ নিতে হবে। 

সেই সব ভায়েদের জন্য আজ আমি নিয়ে এলাম একটি PDF বাংলা বই, যেটা তৈরি করেছে "IT-Bari" এই বয়ের মধ্যে আপনি জানতে পারবেনঃ 

  • ০১. কিভাবে আপনার প্রফাইল তৈরি করলে ক্লাইন্ট দৃষ্টি আপনার দিয়ে হবে।
  • ০২. আপনার জন্য বেস্ট রেট কোনটি ? তা কিভাবে নির্ধারণ করবেন ?।
  • ০৩. তারপর কিভাবে কাজ শুরু করবেন।
  • ০৪. কি ধরনের কাজ করবেন।
  • ০৫. কিভাবে বিদ করবেন।

আরও অনেক বিষয়, যা আপনাকে ১৫ দিনের ভিতর কাজ পাবেন কি করে তা হেল্প করবে। 

যদি আপনি আগ্রহী থাকেন তাহলে, নিচের লিংকে ক্লিক করে বইটি নামিয়ে নিনঃ 

কীভাবে ফ্রীল্যান্স এবং আপওয়ার্ক থেকে দ্রুত কাজ পাবেন.pdf

(আশা করি বইটি আপনাদের কাজে দিবে)

 

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আল্লাহ্‌ হাফেজ।

 

বিভিন্ন ধরনের সফটওয়্যার পেতে নিচের এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

নিচে অনেক গুলা টিউনের লিংক দিয়ে দিলাম, যারা আলস তাদের কাজে লাগবে নাঃ 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কতভাবে আর ইনকাম করবেন ভাই ?? শর্ট লিংক দিছেন আবার upex এ লিংক দিছেন ।।

    টিউনটা ও টাকা ইনকাম এর জন্য তাই না ? র বাঙ্গালিতোঁ তাই সব জগাই ফ্রী খাইতে চাই।

Vai only income tai bujlen? Ata kono tune holo?

আর ভাই টিউন না হলে ও আপনার টিউমেনট কিন্তু হয়েছে। আমার টিউন না হলেও আপনার মতো টিউমেনট পেয়ছি।

ভাই লিংকে তো সমস্যা আছে। লিংক ঠিক করেন। না হলে আইডি বাতিল হবে।