আসসালামু আলাইকুম, টেকটিউনের পক্ষ থেকে সবাই কে অভিনন্দন জানিয়ে শুরু করছি, আজকের টিউন, ক্যামন আছেন সবাই? আশা করি নিশ্চই ভাল আছেন, আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ্ পাকের ইচ্ছাই ভাল আছি, এবার চলুন আসল বিষয়ে যাওয়া জাক।
বর্তমানে অনলাইন থেকে কাজ নেয়ার সবচেয়ে ভাল মার্কেট প্লেস হচ্ছে "freelancer.com এবং upwork.com"
কিন্তু নতুনদের জন্য এই সাইট গুলা বেশ কঠিন একটি বিষয়, যার কারনে বেশ লং সময় লেগে যাই এখান থেকে কাজ পেতে, যার কারনে দেখা যাই না পেরে অনলাইনের থেকে কাজ পাওয়ার আশা ছেরে দেয়। আবার দেখা যাই অনেকে মোটা অংকের কিছু টাকা দিয়ে কোর্স করছে, কিভাবে কাজ নিতে হবে।
সেই সব ভায়েদের জন্য আজ আমি নিয়ে এলাম একটি PDF বাংলা বই, যেটা তৈরি করেছে "IT-Bari" এই বয়ের মধ্যে আপনি জানতে পারবেনঃ
আরও অনেক বিষয়, যা আপনাকে ১৫ দিনের ভিতর কাজ পাবেন কি করে তা হেল্প করবে।
কীভাবে ফ্রীল্যান্স এবং আপওয়ার্ক থেকে দ্রুত কাজ পাবেন.pdf
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কতভাবে আর ইনকাম করবেন ভাই ?? শর্ট লিংক দিছেন আবার upex এ লিংক দিছেন ।।