দেখুন নিওবাক্স এর প্রচারনা এবং বাস্তবতা

এটি আমার প্রথম টিউন, তাই কোন ভুল হলে ক্ষমা করবেন এবং জানাতে ভুলবেন না।

আপনারা প্রায় সবাই  Neobux  এর কথা শুনে থাকবেন। আমি আজকে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে তুলে ধরব আসলেই Neobux   থেকে আয় করা সম্ভব কিনা বা তার বাস্তবতা কীরকম।

এই সাইট টি  মুলত অ্যাড নির্ভর। আপনি অ্যাড দেখলে আপনাকে প্রতি ভিউ এর জন্য .001  ডলার দিবে। প্রতিদিন ২০ টি করে অ্যাড আসে। তাহলে বুজতেই পারছেন  ১ ডলার এর জন্য কত দিন লাগতে পারে। অনেকেই বলবে মিনি জব অপশন থেকে অনেক আয় করা যায় কিন্তু বাংলাদেশ এ  সপ্তাহে ৫-৬ টির বেশি জব আসে না। প্রতি জব এর আয় .01 ।

এবার আসি রেফারেল এ, ভাই আমি আপনি তো আর সেলিব্রিটি না যে বললেই সবাই আমার জন্য কাজ করতে রাজি হয়ে যাবে 😕 । যার ফলে প্রায়েই  Techtunes এর মত মহৎ সাইট এ রেফারেল এর ধান্দাবাজি টিউন দেখা জায়  😛 । আর একটি সুবিধা হল রেফারেল কিনে নেয়া। একজন রেফারেল ৩০ দিনের জন্য কিনতে  চাইলে আপনার প্রয়োজন  .02  ডলার। একজন রেফারেল এর প্রতি ক্লিক এর জন্য আপনি পাবেন  .005  ডলার। আমার  অভিজ্ঞতা বলে  তারা গড়ে ২ টির বেসি ক্লিক করবে না, তাও আবার প্রতিদিন না।  এখন মাসিক ইনকাম কত আসে আপনারাই হিসাব করে বের করেন 😀 ।

শেষকথা,  টিউন পরে   Neobux  সম্পর্কে আপনার কি ধারনা হল আপনি কি করবেন কি করবেন না সব আপনার উপর নির্ভর করে।  করলেও করতে পারেন  Neobux সর্বদা আপনাদের হাতের নাগালেই আছে। কষ্ট করে পড়ার  জন্য ধন্যবাদ।

[বিঃ দ্রঃ] সবজান্তারা দূরে থাকবেন কারন আমি আপনাদের মত সব জানি না।

Level 0

আমি দিপংকর সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার সঙ্গেও প্রতারণা করেছে Neobux। আমি এই সাইটে ২ মাস কাজ করে ১২টি রেফারেল কিনেছিলাম। কিছুদিন যাওয়ার পরই রেফারেল আর ক্লিক করে না।

সব ধান্দাবাজী আরাফাত ভাই।

অনলাইন থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করুন http://bit.ly/1LLIvHP

দেখুন তাদের প্রতারনা
https://www.youtube.com/edit?o=U&video_id=_4bQsDOHi9c

এই রকম সাইটে কাজ করার চাইতে ফ্লাক্স কিনে চা বেচা আরও ভাল।

    এইটাও ফ্রিল্যান্সিং এর মধ্যে পরে মন চাইলে করলাম মন না চাইলে বন্ধ রাখলাম।
    আমি ভাবতাছি এই রকম কিছু করবো টাইপ করতে আর ভাল লাগে না ভাই।

আজকে সকালে আমি কেদেছি, অনেকদিন যাবত কাদা হয়না,
তাই আজকে আমাকে কাঁদিয়েছ ayuwage,,,
আমার একাউন্ট সহ, রেফারেল সহ ১৫ ডলার নিয়ে পালিয়ে গেলো Ayuwage…

এমন কোনো সাইট আছে কি যারা সত্যিই পেমেন্ট করে,,
প্লিজ, আমাকে সাহায্য করুন কেউ,, আমি অনেক বিপদে আছি,,,,,
01773037822. এটা আমার নাম্বার,,,

    আমি Neobux এ কাজ করে ৭ দিনে এ পর্যন্ত $14.209 ইনকাম করেছি। আর এটা সম্ভব হয়েছে Mini Jobs করে যা CrowdFlower নামক একটি company এর মাধ্যমে দেওয়া হয়। বর্তমানে 0 Lebel এ আছি তাই কাজের পরিমান অনেক কম। তবে Lebel বাড়লে আরও অনেক কাজ পাব আশা করি। তাই আমার পরামর্শ হচ্ছে CrowdFlower এর Mini Jobs গুলো seriously নিতে হবে। মনে রাখবেন আপনি যে কাজগুলো করবেন সেগুলো IBM, eBay এবং Microsoft এর মতো বিখ্যাত কম্পানিগুলো দিয়ে থাকে। তাই কাজ শুরু করার আগে যথেষ্ট সময় নিয়ে অনুশীলন করবেন এবং সুধুমাত্র try করার জন্য এখানে কোন কাজ করবেন না।
    আমার রেফারেল লিঙ্কঃ https://www.neobux.com/?r=activeworker
    আমার profile এর screenshot: https://ibb.co/ni1H95

ki bolan vai Ayuwage… tay ami goto weak a withdraw disee

vai Bangladesh India and Pakistanis er onak manush neobux thaka masa 20-50$ incame koray…..ei sob site e ekto iq diea kaj korta hoi

ami 5 ta referral kinselam.. tadar avarg click 3-4 per day