এটি আমার প্রথম টিউন, তাই কোন ভুল হলে ক্ষমা করবেন এবং জানাতে ভুলবেন না।
আপনারা প্রায় সবাই Neobux এর কথা শুনে থাকবেন। আমি আজকে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে তুলে ধরব আসলেই Neobux থেকে আয় করা সম্ভব কিনা বা তার বাস্তবতা কীরকম।
এই সাইট টি মুলত অ্যাড নির্ভর। আপনি অ্যাড দেখলে আপনাকে প্রতি ভিউ এর জন্য .001 ডলার দিবে। প্রতিদিন ২০ টি করে অ্যাড আসে। তাহলে বুজতেই পারছেন ১ ডলার এর জন্য কত দিন লাগতে পারে। অনেকেই বলবে মিনি জব অপশন থেকে অনেক আয় করা যায় কিন্তু বাংলাদেশ এ সপ্তাহে ৫-৬ টির বেশি জব আসে না। প্রতি জব এর আয় .01 ।
এবার আসি রেফারেল এ, ভাই আমি আপনি তো আর সেলিব্রিটি না যে বললেই সবাই আমার জন্য কাজ করতে রাজি হয়ে যাবে 😕 । যার ফলে প্রায়েই Techtunes এর মত মহৎ সাইট এ রেফারেল এর ধান্দাবাজি টিউন দেখা জায় 😛 । আর একটি সুবিধা হল রেফারেল কিনে নেয়া। একজন রেফারেল ৩০ দিনের জন্য কিনতে চাইলে আপনার প্রয়োজন .02 ডলার। একজন রেফারেল এর প্রতি ক্লিক এর জন্য আপনি পাবেন .005 ডলার। আমার অভিজ্ঞতা বলে তারা গড়ে ২ টির বেসি ক্লিক করবে না, তাও আবার প্রতিদিন না। এখন মাসিক ইনকাম কত আসে আপনারাই হিসাব করে বের করেন 😀 ।
শেষকথা, টিউন পরে Neobux সম্পর্কে আপনার কি ধারনা হল আপনি কি করবেন কি করবেন না সব আপনার উপর নির্ভর করে। করলেও করতে পারেন Neobux সর্বদা আপনাদের হাতের নাগালেই আছে। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
[বিঃ দ্রঃ] সবজান্তারা দূরে থাকবেন কারন আমি আপনাদের মত সব জানি না।
আমি দিপংকর সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সঙ্গেও প্রতারণা করেছে Neobux। আমি এই সাইটে ২ মাস কাজ করে ১২টি রেফারেল কিনেছিলাম। কিছুদিন যাওয়ার পরই রেফারেল আর ক্লিক করে না।