“fiverr” না, এবার মাসে মিনিমাম ১০,০০০ টাকা ইনকাম হবে “এডফাইভার” থেকে। তাও আবার ১০ মিনিট সময় নষ্ট করে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি ভালই ছিলেন, আর এখন ভাল আছেন, যদি থাকেন তাহলে দোয়া করে একবার বলুনঃ আলহামদুলিল্লাহ্‌। আমি ও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি। যাই হোক বেশী কথা পেচাব না সরাসরি কথা চলে যাই।

বর্তমানে পার্ট ইনকাম করার জন্য অনলাইন এক অন্যতম মাদ্ধম। বিশেষ করে স্টুডেন্ট দের জন্য, তারপর যারা টেকনোলজি নিয়ে পড়াশুনা করে তাদের জন্য তো আর বেশী উপকারি।

ঠিক তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম পার্ট টাইম কাজ করে মাসে যেন মিনিমাম ১০,০০০ হাজার টাকা ইনকাম করা যাই। আমরা সবাই কম বেশী পি টি সি সাইট এর বিষয়ে নিয়ে জানা আছে, কারন এই পি টি সি সাইট এর কারনে প্রচুর স্টুডেন্ট বাঁশ খেয়ছে, তাও আবার ফ্রী না, টাকা দিয়ে। 

কিন্তু আমি আপনাদের জন্য যে পি টি সি সাইট নিয়ে হাজির হলাম এটি আপনাদের কোন বাঁশ দিবেনা,  ইনশাল্লাহ হাশ দিবে তাও আবার ফ্রী, যদি আপনি দৈনিক ১০-১৫ মিনিট একটু কষ্ট করে সময় দেন, সেই সময় ও লাগবে না। কারন এই সাইটটি অন্যান্য পি টি সি সাইট এর মতো এড দেখার সময় ক্যাপচার লেখা লাগে না, আর এডের সময় মাত্র ৫ সেকেন্ড। 

 এই সাইট টির নাম হলঃ  এডফাইভার 

 

 

তাহলে চলুন এবার তাহলে দেখি কি করে একাউন্ত খুলবেন এবং কি করে এই সাইট থেকে ইনকাম করবেন, এবং সুবিধা অসুবিধা সমূহ। 

 

প্রথমে এই এই লিংকে ক্লিক করে রেজিস্টার করে নিনঃ  এডফাইভার

  • তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার ইনফরমেশন গুলা  আপনার মতো করে পুরন করে, একটি একাউন্ট খুলুন। 
  • তারপর খুলা হয়ে গেলে লগিন করুন। 
  • আপনি সাইটটাই ঢুকলেই উপ্রে দেখতে পারবেন "View Advertisement" ওখানে ক্লিক করুন।
  • তখন পেজ আসে দেখতে পারবেন আপনার এড সমূহ। 
  • প্রথমে যত এড আছে সব এডে আপনার সময় মাত্র ৫ সেকেন্ড।
  • এবং ৫ সেকেন্ড শেষ হয়ে গেলেই আপননি কত পেয়ছেন সেটি দেখাই দিবে।
  • এভাবে আপনি প্রতিদিন কোন রেফারেল ছাড়াই ৬-৭ সেন্ট ইনকাম করতে পারবেন।
  • এভাবে প্রথম ১০ দিন ৬০+ ইনকাম করবেন মাত্র ১০ মিনিট নষ্ট করে।
  • যখন আপনার ৬০ সেন্ট হয়ে যাবে তখন আপনি ৩ টি "রেন্ট রেফফারেল" কিনে নিবেন।
  • এবার আপনি যে ১০ দিনে ৬০ সেন্ট ইনকাম করতে পেরেছিলেন সেই ১০ দিন আবার ১০ মিনিট করে সময় নষ্ট করলে $২ ইনকাম করতে পারবেন।
  • তখন আপনি ওই $২ দিয়ে ১০ টি RR কিনতে পারবেন।
  • এবার আপনার ৫ দিনেই $২ হয়ে যাবে।
  • এরকম আপনি আপনার খুশি মতো যত RR কিনে রাখতে পারবেন তোতো বেশী এবং তত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। সময় কিন্তু মাত্র ১০ মিনিট নষ্ট হবে। 

(এবার আপনার  ইচ্ছা।)

 

এবার দেখি এর সুবিধা সমূহঃ

  • সময় মাত্র ৫ সেকেন্ড।
  • এবং খুব তাড়াতাড়ি টাইম শুরু হয়ে যাই। 
  • কোন ক্যাপচার লেখার ঝামেলা নেই।

 

এবার চলুন দেখি অসুবিধা সমূহঃ

  • এড দেখার সময় অন্য কোন ট্যাব বা উইন্ডোতে কাজ করলে সেকেন্ড অফ হয়ে যাই, তবে আবার তাবে ক্লিক করলে, যেখান থেকে অফ হয়ে গেছিল সেখান থেকে স্টার্ট হয়।

(এছাড়া আর কোন ঝামেলা নেই।)

এবার চলুন দেখি কিসের মাধ্যমে টাকা অথাতে পারবেনঃ 

১। পেপাল.

২। পেইজা.

৩। নেটলার.

 

(আশা করি আপনার বুঝতে পেরেছেন, এবং একটু কষ্ট করে দৈনিক ১০ মিনিট এডফাইভার এর পিছনে দিবে। দিলে আপনারি উপকার।)

সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ

নতুন নতুন সফটওয়্যার বা টিপস পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

এছাড়া নিচে আমার পূর্বের টিউনের লিংক গুলা দিয়ে দিলাম, সময় পেতে দেখে নিবেন, যদি কাজে লেগে যাইঃ

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

এখানে আরো বেশি আয় করা যায় যদি আপনি রেফারেল বাড়াতে পারেন। দেখতে চাইলে এখানে ক্লিক করেন http://www.fanslave.net/ref.php?ref=454053

ইমাম হাসান ভাই আপনার কথায় একাউন্ড ওপেন করলাম এবং কাজ ও করলাম, কিন্তু আমাকে আপনার স্কাইপিতে এড করে নেন কারন যে কোন সমস্যা হলে আপনাকে স্কাইপিতে নক করতে পারবো। আমার স্কাইপি হচ্ছে “nazrul112”

বাচতে চাইলে পিটিসিতে কাজ করা বাদ দেন।

    পিটিসি সাইট কি এইডস নাকি ? যে বাচতে হলে জানতে জানতে হবে।
    হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ হ

Trafficmonsoon.com এ কাজ করেন ১০০% রেফারেল কমিশ্ন এবং প্রতিদিন ০.১০ সেন্ট ১০০% trusted ptc site since-2014
http://trafficmonsoon.com/?ref=SNrijhu

foul, fiverr e better ptc theke

Level 0

Thank for your Important Post… Dear Br… may I get your Easy Cont No plz ?
[email protected]( this side I’m New user )