কি ভাবে টার্গেটেড ইমেইল লিস্ট খুঁজে বের করবেন ইমেইল মার্কেটিং এর জন্য ?

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরের শুরুতেই হাজির হলাম একটি ছোট্ট টিপস নিয়ে। হয়তো বিষয়টি অনেকেরি জানা তবু নতুনদের জন্যয় আজকের এই টিউন। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

ইমেইল মার্কেটিং একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম যার মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন। আগের টিউনে কিছু ধারনা দেয়ার চেষ্টা করেছিলাম। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন।

https://www.techtunes.io/outsourcing/tune-id/409588

গত টিউনে ইমেইল মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজ শুরু করবো মূল পর্বের আলোচনা।

প্রথমেই আসি কিভাবে ইমেইল সংগ্রহ করবো ?

ইমেইল সংগ্রহ করতে পারি ২ ভাবে। একটি হল Black Hat Formula, যেটি করতে হয় বিভিন্ন ধরনের Software এর মাধ্যমে। আরেকটি হল White Hat Formula, যেটি আজ দেখাবো। বলে রাখি ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে White Hat Formula ই হল সর্বোত্তম। এতে একটু সময় লাগে কিন্তু সফলতা পাবার সম্ভাবনা অনেক বেশি। এ পদ্ধতিতে আপনি ইমেইল সংগ্রহ করে ইচ্ছে করলে Fiverr এ Gig তৈরি করে বিক্রয় করতে পারেন। এর আগে আমি বহুবার এরকম বিক্রয় করেছি।

ইমেইল টার্গেট কি?

আপনি নিজের প্রয়োজনেই হোক অথবা আপনার বায়ারের প্রয়োজনেই হোক ইমেল টার্গেট বলে একটি বিষয় থাকে। আসলে সব ধরনের ইমেইল সবার লাগে না। একটি উধাহরন দেই যেমন আমি একজন কাপড় বাবসায়ি আমার কাছে যদি ফলমূলের উপর কেউ মেইল করে তবে আমি তা পড়েই দেখব না। সুতরাং আপনার দরকার টার্গেট ইমেইল লিস্ট।

কি কি টার্গেট হয়?

আপনি যদি নিজের প্রয়োজনে অথবা আপনার বায়ারের প্রয়োজনে ইমেইল লিস্ট সংগ্রহ করেন তবে আপনাকে কিছু বিষয়ের উপর ভাবতে হবে।

আপনি কোন দেশের মানুষের ইমেইল চান? তাদের পেশা কি হবে? তাদের দেশ কি হবে? আপনি  Gmail/Yahoo/ কোনটি চান? আসলে এগুলোই হল টার্গেট। এ প্রশ্নগুলো আপনার বায়ার আপনাকে করতে পারে বা এ বিষয়ের উপর নির্ভর করে আপনাকে ইমেইল লিস্ট সংগ্রহ করতে হতে পারে।

এত টার্গেট দিয়ে কি White Hat Formula য় ইমেইল লিস্ট খোজা সম্বব?

হাঁ সম্ভব। তবে একটু পরিশ্রম আর টেকনিক। যা আপনাদের আজ বলবো। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে অনলাইনে অর্থ উপার্জন মোটেও সহজ নয়। আগে জানুন বুঝুন চেষ্টা করুন আর ধৈর্য ধরুন।

 

মূল প্রসঙ্গ

টার্গেট ইমেইল খোজার জন্য প্রথমে আপনি গুগল এ ঢুকুন এবার Search Box এ লিখুন [email protected] এখানে ceo হল আমার কি ওয়ার্ড এখানে যদি আমরা ছাত্র চাই তবে লিখবো student. তারপর প্লাস দিয়ে লিখেছি দেশের নাম, আপনাদের যে দেশের প্রয়োজন তা লিখবেন। আর @ এর পর আপনি যে ক্যাটাগরির ইমেইল চান অর্থাৎ Gmail/Yahoo/ তা লিখবেন। এবার Enter চাপুন তারপর Ctrl + a চাপুন Select করে Ctrl + c চেপে কপি করে নিন। এবার এই লিঙ্কে যান Input Window এ গিয়ে আপনি সব Paste করুন। Separator থেকে আপনি ইমেইলগুলো কি ভাবে নিতে চান তা দেখিয়ে দিন। এবার Extract করুন। দেখবেন ডান দিকের Output Window তে আপনার কাংখিত ইমেইল গুলো চলে এসেছে। সেগুলো এখন সেভ করুন। এভাবে গুগোলের প্রত্যেকটি পেজ থেকে কপি করে নিয়ে কাজ করুন। সম্ভব হলে গুগোলের পেজের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১০০ করে নিন এতে আরও বেশি ইমেল পাবেন।

শেষ কথা

আজ দেখালাম একটি পদ্ধতি। এছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে। তবে এটি ভালো। এবার নিজের কথায় আসি। টুকটাক কাজ করি। আর নিজেকে একজন Hosting Provider হিসেবে দাঁর করানোর চেষ্টা করছি। জানি এইটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবু আমি খুব সল্প মুল্লে মান সম্মত Hosting Provide করি। নিজের ঢোল নিজেই পেটালাম কারন অন্যকে দিলে যদি ফাটিয়ে ফেলে !

আজ এ পর্যন্তয় সকলেই ভালো থাকবেন। আগামিতে নিয়ে আসবো কিভাবে মেইল সার্ভার তৈরি করতে হয় তা নিয়ে। ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

উপকারি টিউন ধন্যবাদ।পরবর্তি টিউটোরিয়াল এর অপেক্ষায় রইলাম। ইমেইল মার্কেটিং শেক্ষার ইচ্ছে আছে।