কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমি ভাল অাছি। আপনাদের জন্য নিয়ে এলাম সব চেয়ে সহজ উপায়ে মাস্টার কার্ড পাওয়ার টিপস।
আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন?
তাও আবার 25 ডলার বোনাস সহ । Payoneer Master Card কি কাজে লাগে এ সর্ম্পেকে কিছু বলি প্রথমে।
১. এটা দিয়ে বিশ্বের মধ্যে প্রায় ২০০+ দেশ থেকে লেনদেন করতে পারবেন।
২. বিশ্বের ৯০%+ মার্কেট প্লেস এই কার্ড সাপোর্ট করে, আপনি ঐ সকল মার্কেট প্লেস থেকে ইনকাম করে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট আনতে পারবেন, যেমন: upwork, freelancer, fiverr,clickbank ইত্যাদি।
৩. অধিকাংশ কাজের জন্যই পেপাল দরকার, কিন্তু আমাদের বাংলাদেশে পেপাল না থাকার কারনে অনেকের পেমেন্ট আনতে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে Payoneer MasterCard আপনাকে অনেকটা হেল্প করবে।
৪. Payoneer থেকে সরাসরি আপনার ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, প্রথমে মার্কেট প্লেস থেকে সরাসরি বাংলাদেশি ব্যাংক সাপোর্ট না করলে যদি Payoneer সাপোর্ট থাকে তাহলে প্রথমে মার্কেট প্লেস থেকে Payoneer এ পেমেন্ট দিতে পারবেন, এবং Payoneer থেকে সরাসরি আপনার যে কোন বাংলাদেশি ব্যাংকে পেমেন্ট দিতে পারবেন। এতে ডলার রেট বেশি পাওয়া যায় সরাসরি মার্কেট থেকে পেমেন্টর দেয়ার তুলনায়।
৫. Payoneer থেকে বাংলাদেশে যে কোন ব্যাংকে টাকা পাঠালে বর্তমানে কোন চার্জ কাটে না, সম্পূর্ণ ফ্রি।
৬. আপনি Payoneer থেকে আপনার যে কোন ব্যাংকে টাকা তুলতে পারবেন, যেমন: ব্র্যাক, ডার্চ-বাংলা ব্যাংক, ইসলামি ব্যাংক, ইত্যাদি।
৭. চাইলে সরাসরি বাংলাদেশে যে কোন ব্যাংকের ATM booth থেকেও এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন।
৮. আবার বিশ্বের বিভিন্ন স্থান/ওয়েব সাইট থেকে বিভিন্ন জিনিস ক্রয়ও করতে পারবেন।
৯. এটাতে USD এবং EUR দুই কারেন্সিতে লেনদেন করতে পারবেন।
এবং আরও অনেক কিছু এ বিষয়ে বিস্তারিত অন্যকোন সময় বিস্তারিত আলোচনা করব।
তাহলে আর কথা না বারিয়ে কাজে চলে যাই।
এরপরে যে ফরমটি আসবে সেই ফরমটি পূরর্ণ করুন একদম আপনার আইডি কার্ড অনুসারে, যদি আইডি না থাকে তাহলে ড্রেরাইভিং লাইন্সেস, পাসপোর্ট যে কোন একটি থাকতে হবে।নিচের ছবিটার মত।
এবার Next বাটনে ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত আর একট স্টেপ আসবে এবং সেটাও পূরর্ণ করুন। এখানে আপনার আইডি কর্ডের যে ঠিকানা আছে সেটা দিবেন। country অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন।এবং আপনার মোবাইল নাম্বারটা দিবেন।
শেষ হলে Next প্রেস করুন।
এবার Security Details এই ধাপটিতে আপনার একাউন্টটি সিকিউর করতে কিছু সিকিউরিটি তথ্য দিন।নিচের ছবি থেকে হেল্প নিতে পারেন,না বুঝলে।এখান কার তথ্য গুলো চাইলে কোথাও লিখে রাখেন।তথ্য গুলোই গুরুত্ব পূর্ণ
এবার next প্রেস করুন।
পরবর্তী ধাপ দেখুন,
এখানে আপনার আইডি কার্ডের নাম্বার লিখুন।এবং আইডি এপ্রভ দেশ বাংলাদেশ সিলেক্ট করে দিন।
তারপর নিচের দিকে খেয়াল করুন,লেখা আছে enter alternate shipping address এটার কাজ হল,আপনি যদি অন্য কোথাও থেকে থাকেন যেমন, আপনার আইডির ঠিকানা গ্রামের বাড়িতে, কিন্তু আপনি থাকেন ঢাকাতে, আর আপনি কার্ডটি পেতে চান ঢাকার ঠিকানায় তাহলে enter alternate shipping address এই লেখার ডান পাশে ক্লিক করে টিক দিয়ে দিলে ঠিকানা চাইবে এবং আপনি ওখানে আপনার যে ঠিকানায় কার্ডটি পেতে চান সে ঠিকানা দিন,। তাহলে আপনার ঠিকানায় কার্ড চলে আসবে।তবে এমন একটি ঠিকানা দিন যেখানে আপনাকে খুজতে গেলে সবাই চিনতে পারবে।আপনি যদি ভাড়া থাকেন তাহলে বাড়িওয়ালার নাম ব্রেকেট দিয়ে উল্যখ করে দিতে পারেন।
সব শেষে নিচে দেখুন তিনটি অপশন আছে সব গুলোতে টিক দিন। এবার ফিনিস এ ক্লিক করুন।নিচের ছবির মত একটি পেজ আসবে।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাকে রিডায়রেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে। নিচের ছবির মত।
ডান পাশে উপরে my account এ ক্লিক করুন তাহলে নিচের ছবির মত লগ ইন পেজ আসবে।
সেখানে ই-মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
লগইন করলেই নিচের মত পেজ আসবে সেখানে দুটি প্রশ্ন সিলেক্ট করুন, এবং সাথে তার উত্তর দিন।
এবার সাবমিট এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।
এবার অপেক্ষা করুন, আপনার সকল ইনফো তারা রিভিউ করবে
এবং আপনার কাছে এমন একটি ই-মেইল যাবে
কিছু দিনের মধ্যে আপনার ই-মেইলে এমন একটি মেইল আসবে তখন আপনি যে কার্ডের নাম/নাম্বার দিয়ে ছিলেন সেই কার্ড SCAN করে দুই পিটই এ সাথে করে Upload link এ ক্লিক করে আপলোড করে দিন।
সব শেষে সাবমিট করুন।
এরপর আবার আপনার আইডি সহ সব কিছু রিভিউ করবে, যদি আপনার সকল ইনফো ঠিক থাকে তাহলে কিছু দিনের মধ্যে আপনাকে একটি মেইল দেয়া হবে আমি সম্ববত 9 দিন পরে পেয়ে ছিলাম।
আপনি চাইলে লগইন করেও দেখতে পারবেন আপনি কোন অবস্থানে আছেন।সেজন্য www.payoneer.com ভিজিট করুন
লাল মার্ক করা লেখাতে ক্লিক করুন।এখন নিচের মত দেখতে পাবেন
যখন চিঠিটি হাতে পাবেন তার ভিতের আপনি এমন একটি কার্ড লাগানো দেখতে পাবেন সেই কার্ডটি হাতে নিন।
View Status এ ক্লিক করুন,
এবং Activation লেখাটাতে ক্লিক করুন
এবার নিচে মত আসবে।
এবারে উপরের ঘরে আপনার মাষ্টার কার্ডের নাম্বার লিখুন।
নিচের দুই ঘরে চার সংখ্যার চারটি পিন দিন, যেটি সব সময় আপনার টাকা উত্তোলন করতে গেলে দরকার হবে।
এবং সব শেষে নিচের ঘর দুটিতে টিক দিন এবারে Active এ ক্লিক করুন। কাজ শেষ। এখন থেকেই ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
তবে বলে রাখি একটি আইডি কার্ড দিয়ে একবার’ই apply করা যায়, যদি কোন ক্রোমে কার্ড না আসে তাহলে তাদের সাপোর্ট সেন্টারে কথা বলুন,অথবা চ্যাট করুন তাহলে তারা আবার পাঠাবে।
আপনি যদি কারো কাছ থেকে 100 ডলার আপনর একাউন্টে লোড করেন।অথবা 100 পেমন্ট পান তাহলে আপনারে একাউন্টে আরও অতিরিক্ত 25 ডলার যোগ হবে।তবে অাপনি ভেংগে ভেংগে ভরলে ও আসবে ১০০% নিশ্চত।
না বুঝতে পারলে টিউমেন্ট করুন।
আমি সোহাগ অাহেমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেটা স্বপ্ন নয়,যা মানুষ ঘুমিয়ে দেখে । স্ব্প্ন সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না ।
Vai Mail aser por apne likhe chen ja
” ja card er name and number dechen she card er scan kore doi PTE shathe kore upload link click kore uplaod ” <—- ei kthoai PTE ta ke?
ar Tune office a jogajog korboen
ekhene tune office bolte kone tune office bojache?