অ্যাডসেন্স এর সেরা বিকল্প সাইট থেকে অ্যাড দিয়ে আয় করুন আপনার যেকোনো সাইট থেকে

অ্যাডসেন্স থেকে অ্যাড দিতে পারছেননা সারাদিন বা প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে সাইট এর উন্নয়ন করেও শেষমেশ আবারো হতাস হয়েছেন। মন খারাপ করবেননা আপনার মত আরও অনেকেই বলা যায় যতজন অ্যাডসেন্স থেকে অ্যাড দেয় তাদের থেকে অনেকগুণ বেশী লোক আপনার মত এই সমস্যায় পড়েছে। অ্যাডসেন্স বর্তমানে সেরা অ্যাড নেটওয়ার্ক হলেও এর অনেক বিকল্প সাইট ও আছে। আপনাদের সাথে এরকম একটি সাইট নিয়ে আলোচনা করব।
 সেরা অ্যাডসেন্স বিকল্প - সুলভবিডি ডট কম

সাইটটি হল RevenueHits 

এটা হল অ্যাডসেন্সের সেরা বিকল্প সাইট। এখান থেকে আপনি অ্যাড দিতে পারবেন আপনার যেকোনো সাইটে হতে পারে টা ওয়াপকা সাইট, কিংবা ব্লগার বা ওয়ার্ডপ্রেস যেকোনো সাইটে সহজেই দিতে পারবেন আর এদের থেকে ৩০০/৪০০ ক্লিক নয় মাত্র ২০ ক্লিকেও ১ ডলার পাওয়া সম্ভব যেটা আমি পেয়েছি।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন

রেজিস্ট্রেশনের ব্যাপারটা খুবই সাদামাটা। অন্য আর ১০ টা সাইট এর মত এখানেও সাধারন কিছু তথ্য দিয়েই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

আপনি শুধুমাত্র অ্যাড দিয়ে নয় পাশাপাশি রেফারেল প্রোগ্রামের মাধ্যমেও ১০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন।

কীভাবে টাকা পাবেন

আপনি তিন ভাবে টাকা পেতে পারেন। এগুলো হলঃ
১। পেপ্যালঃ পেপ্যালের মাধ্যমে সর্বনিম্ন ২০ ডলার উঠাতে হবে।
২। ওয়্যার ট্রান্সফারঃ ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে সর্বনিম্ন ৫০০ ডলার উঠাতে হবে আপনাকে।
৩। পেওনিয়ারঃ আপনি পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমেও টাকা উঠাতে পারবেন। এজন্য আপনাকে সর্বনিম্ন ২০ ডলার আয় করতে হবে।
উল্লেখ্যঃ উপরের তিনটি পদ্ধতির মধ্যে বাংলাদেশীদের জন্য পেওনিয়ার সবচেয়ে কার্যকরী মাধ্যম। এতে আপনি সহজেই এটিএম এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। আপনার যদি পেওনিয়ার মাস্টার কার্ড না থাকে তবে এখান থেকে কার্ডের জন্য আবেদন করুন। যদি এই লিংক থেকে আবেদন করেন তবে পেওনিয়ারের পক্ষ থেকে আপনি ২৫ ডলার বোনাস পাবেন।
 
তাই দেরি না করে আপনার সাইটে অ্যাড দিন RevenueHits থেকে আর আয় করুন অনেক টাকা অল্প সময়েই।
 
যেকোনো সমস্যায় পরলে টিউমেন্ট করুন ও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।

টিউনটি প্রথম প্রকাশিত এখানে

আমার ব্লগ সুলভবিডি থেকে ঘুরে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

এখানে eCPM ভ্যালু বাড়ান যায় কি ভাবে?