Youtube মার্কেটিং নিয়ে এটা আমার ২য় টিউন। গত টিউনে শুধুমাত্র Youtube মার্কেটিং নিয়ে ছোট্ট একটি ধারনা দিয়েছি। আজকে আপনাদেরকে বলছি Youtube থেকে আয় করার উপায়। অনেক ভাবেই Youtube থেকে আয় করা যায়। তবে আমি এখন যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু বেশী কার্যকর।
পার্টনার শব্দের অর্থ মনে হয় সকলেই বুঝি Youtube পার্টনার হচ্ছে Youtube এর সদস্য হওয়া। Youtube এর পার্টনার হওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার আবেদন পরে। সেখান থেকে Youtube কর্তৃপক্ষ যাচাই বাচাই করে কিছু আবেদন এপ্রোভ করে।
Youtube তাদের পার্টনারদের একটু বেশী সুবিধা প্রদান করে থাকে। যেমন
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। টিউমেন্ট ও শেয়ার করুন। তাহলে পরবর্তীতে আরো লিখব।
আমি মেহাদী হাসান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।