পিটিসি সাইট হতে ইনকাম ও আমার বাস্তব অভিজ্ঞতা

আমি প্রায় ১ বছর যাবৎ অনলাইনে পিটিসি সাইটে কাজ করে আসছি। আর আমার এই কাজের অভিগতা হতে বলতে পারি এখান হতে টাকা ইনকাম করা সম্ভাব কিন্তু আপনাকে ধর্য ধরতে হবে।

পর্যায় ক্রমে আসি আমার কাজের বিবরনে

প্রথমে আমি একটি কথা বলি অনলাইনে ইনকাম করার জন্য ইনভেষ্ট করার পক্ষপাতি আমি নই।

১। প্রথমে কাজ শুরু করি নিউবক্স-এ

আমার আয় এর উৎস্যঃ

নিউবক্স

১। পিটিসি এড্যেঃ ক্লিক করে ও এড প্রাইজ খেলে।প্রতিটি পিটিসি এড এ ক্লিক করার জন্য ৩ টি এড প্রাইজ দেয় এই গুলি ক্লিক করার জন্য এড প্রাইজ পাওয়া যায়। পিটিসি এড্যে ক্লিক করে আয় অতি সামান্য।

২। মিনি জব করেঃআমার আয়ের মুল উৎস্য হচ্ছে মিনি জব। এখানে প্রায় ১০০ ধরনের কাজ

থাকে।আপনার দক্ষতা অনুযায়ী কাজ করবেন এবং টাকা ইনকাম করবেন।একটি কাজ করার জন্য

সর্বনিম্ন ১ সেন্ট হতে ৫০ সেন্ট পর্যন্ত কাজ পাওয়া যায়। এখানে কাজ করার আর একটি মজা হচ্ছে

প্রতি ১ ডলারের মিনি জব করলে ১৫ সেন্ট বোনাস দেয়।

কাজের ধাপঃ

১। মিনি জব করার জন্য আপনাকে লেভেল করতে হবে।

১ম লেভেল করার জন্য আপনাকে সর্বনিম্ন ১০ টি কাজ ও ১০০ প্রশ্নের উত্তর দিতে হবে এবং একুরেন্সি হতে হবে ৭৫%

২য় লেভেল করার জন্য একুরেস্নি হতে হবে ৮০%

৩য় লেভেল করার জন্য একুরেন্সি হতে হবে ৮৫%

লেভেল ২ থাকলেই কাজের অভাব হবে না।

৩। রেফারেলঃ

রেফারেল ২ প্রকার (১) ডাইরেক্ট রেফারেল (২) রেন্টাল রেফারেল

১। ডাইরেক্ট রেফারেল এর পিছনে আপনার কোন খরচ হবে না।

২। রেন্টাল রেফারেল ক্রয় করার জন্য আপনাকে দিতে হবে প্রতি ৩০ দিনে ২০  সেন্ট করে। এই রেফার গুলো আপনার লাভ করতে পারে আবার লস করতে পারে। কারন লাভ লস নির্ধারন হবে ক্লিকের উপরে আপনি যদি সাধারন ইউজার হন তবে আপনাকে দিবে প্রতি ক্লিক এর জন্য ০.০০৫ সেন্ট। এতে ২০ সেন্ট উঠার জন্য দরকার হবে ৪০ টি ক্লিক। এই ক্লিক এর উপরে ক্লিক গেলে আপনার লাভ আর নিচে এলে লস। আর যদি আপনি গোলডেন ইউজার হন তবে আপনাকে দিবে ০.০১ সেন্ট করে এর জন্য দরকার হবে ২০ টি ক্লিক। গোলডেন ইউজার হলে লস হবার আশংকা অনেক কম থাকে। কারন ১টি রেফার কম করে ৩০ টি ক্লিক করেই থাকে। এতে আপনার লাভ থকবেই।

৪। পেমেন্টঃ

নিউবক্স ৩ টি মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে (১) পেপাল (২) পেজ্জা (৩) নেটেলার।

প্রথম মেমেন্ট দেয় ২ ডলারে দ্বিতীয় পেমেন্ট ৩ ডলারে এবং পেমেন্ট দেয় তাৎক্ষনিক

এটাই আমার সবচেয়ে ভালো লাগে।

যদি ভালো লাগে তবে  সাইন আপ করতে পারেন

 

আমার পেমেন্ট পুরুফ

 

২। পেইডভাট

আয়ের উৎস্যঃ

এখানে বিএপি করতে হবে প্রথমে আপনাকে প্রতি দিন দিবে ১৬ এড প্রতি এড ২৫ বিএপি মোট বিএপি ৪০০ প্রতি ২০০০ বিএপি সমান ১ডলার এখান হতে আমার ইনকাম নিম্নে দেওয়া হলো যদি কারে ভালোলাগে তবে সাইন আপ করতে পারেন

লিংক--link

পেমেন্ট পুরুফ

 

৩। ইউজ ক্লিক

এই সাইট টি ও খুব ভালো এখানে আপনি ক্লিক করে আয় করতে পারবেন প্রতিদিন প্রায় ৮ সেন্ট করে। এই সাইটের রেন্টাল রেফার গুলো খুব ভালো কাজ করে লস হওয়ার সম্ভাবনা খুব কম। এখানেও আছে মিনি জব করার সাইট।সকল নিয়ম নিউবক্স এর মতই

আমার পেমেন্ট পুরুফ

৪। এড ফাইভার

এই সাইট টি ও খুব ভালো এখানে আপনি ক্লিক করে আয় করতে পারবেন প্রতিদিন প্রায় ৭-৯ সেন্ট করে। এই সাইটের রেন্টাল রেফার গুলো খুব ভালো কাজ করে লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সকল নিয়ম নিউবক্স এর মতই

 

 

 

উপসংহারঃ নিউবক্সএ কাজ করে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। পেইডভাট ও পেমেন্ট দিয়ে থাকে তবে মাঝে মাঝে একটু ঝামেলা করে। ইউজ ক্লিক পেমেন্ট দেয় কোন ঝামেলা ছাড়াই ওয়ার অফ ক্লিক পেমেন্ট দেয় ঝামেলা ছাড়াই। সর্বশেষে একটি কথায় বলবো এই ধরনের কাজে এলে মনোযোগ সহকারে ধর্য ধরে কাজ করতে হবে তাছাড়া আপনি সফল হতে পারবেন না।

আমি প্রায় ১ বছর যাবত লেগে থেকে এখন প্রতি মাসে ৪০-৫০ ডলার আয় করি।আশ করছি আমার আয় আরো বাড়বে আমি আগামি কিছু দিনের মধ্যে ৩ টি সাইটে গোলডেল মেম্বার সীপ কিনবো এবং রেফার কিনবো ৫০০ করে। তখন আমার আয় দাড়াবে প্রায় ১৫০ ডলার।

সাইট লিংক ও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

 

Level 0

আমি আব্দুল কাদের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vhi neobux a 38 dollar kemne holo edit kora bud den

প্রিয় ইয়াসির ভাই আপনি কিভাবে বুঝলেন যে আমি ইডিট করেছি। আমি কোন ইডিট করি নি। যা দেখছেন তা সত্য যদি আরো প্রমান চান তবে ব্যাক্তিগত ভাবে আমার সাথে যোগাযোগ করেন। কাজ করতে জাননে ইনকাম করা যায়। আমি আমার টিউনের মধ্যে মিনি জব এর কথা বলেছি সেটি ভালোভাবে পড়ে দেখেন তাহলেই বুঝতে পাববেন।

Level 0

Arektu valo kaj janle eishob click kore earn kora lagto na, ektu bid korar dhoirjo thakle month e 400-500$ chole ashto 🙂

Vai PTC kore somoy nosto koyren na
valo kono kaz sekhen
craigslist er kaj toh sohoz
craigslist er kaz 5-7 ghonta kore korleo toh mashe 15-20 hajar taka kamaben…
tai bolsi vai valo kono kaz sekhen

প্রিয় টিপু ভাই আপনি কি আমাকে craigslist এর কাজ শিখাবেন। আপনার সাথে যোগযোগ করার উপায় কি?
আমার ইমেইল [email protected]

Level 2

নিওবাক্সে কাজ করেছি প্রায় ১ বছর কোন পেমেন্ট পাইনি।