আপনারা যারা পড়াশোনার পশা পশি খুব সহজে Online থেকে প্রতিদিন(1$-10$) ইনকাম করতে চান তাদের জন্য টিউনটি (টিউনটি ধাপে ধাপে শেষ করা হবে)

আস-স্লামুআলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব online থেকে খুব সহজে কি ভাবে আয় করা যায়। ১০০% গ্রেনটি। শুরু করা যাক আজকের টিউটোরিয়াল।এই টিউটোরিয়াল টি কাদের জন্য জারা পড়াশোনার পাশা পাশি টাকা আয় করতে চায় ‘বা’ কোন কাজের পাশা পাশি টাকা আয় করতে চায় ‘আবার’ জারা online এ নতুন তারা online আয়ের পথ এখান থেকে শুরু করতে পারেন।

প্রথম পর্বে আমরা যে বিষয় গুলো জানব {part-1}

  • PTC Site কি ?
  • PAIDVERTS কি?
  • Paidverts এ Account করা। and
  • Account login করা।
  • Paidverts কাজ করার নিয়ম।

Online এ আমি নতুন তেমন কিছু জানিনা তবুও চেষ্টা করব ভাল ভাবে বুঝানর জন্য।আর এটা আমার প্রথম টিউটোরিয়াল তাই লেখার মধ্য যদি ভুল হয় ক্ষমা করবেন। এটি পাঁচ পর্ব বিশিষ্ট টিউটোরিয়াল।

প্রথম পর্বে আপনাদের সবাই কে স্বাগতম।

1.PTC Site কি ?

PTC সমন্ধে আমরা কমবেশি সবাই জানি। অনেকেই মনেকরে Ptc Site গুল ভুয়া আর আপনাদের এই ভুল ধারনা গুল জাতে আর না থাকে সে জন্য এই টিউটোরিয়াল টি তৈরি কারা।

PTC=(Paid To Click) জা শুধু click করলেই টাকা paid করে দেয়। আপনার কি মনে হয় শুধু click করে টাকা পাওয়া যাই। বুঝার চেষ্টা করেন যদি দিনে শুধু ২০-৪০ মিনিট কাজ করে (৫০০০-১০০০০) টাকা আয় করা জেত তবে BANGLADESH কোন বেকার থাকতো না ঠিকআছে।

আর এই বিষয় টা না বুঝেই কোন জায়গাই Add দেখে আবার online video দেখে account খোলে আর ঠিক মত টাকা পায় না। আর এই কারনেই সবাই মনে করে যে PTC site ভুয়া।

কিন্ত কিছু কিছু PTC Site আছে জারা প্রতিদিন হাজার হাজার ডলার payment দিয়ে জাচ্ছে।

তাই আমি বলবো সব PTC site ভুয়া না।(আর আকটি কথা একটা বিষয় মাথাই রাকবেন টাকা আয় করা অতো সহজ না তাই অনেক পরিশ্রম করতে হবে তবে আয় করতে পারবেন আর এজন্য অনেক ধৈর্য থাকতে হবে)।

আর আমি যে site কাজ করতেছি তা হল paidverts এটি অনেক ভাল একটা PTC Site যেখান থেকে আপনি আপনার ইছা মতো আয় করতে পারবেন (এটা আপনি কাজ শুরু করলেই বুঝতে পারবেন)

2.Paidverts কি ?

PAIDVERTS একটা PTC site। PAIDVERTS আমার দেখা PTC SITE গুলোর মধ্যে অন্যতম। তবে PAIDVERTS অন্য PTC site গুলো থেকে আলাদা। এখানে রয়েছে আনলিমিটেড আয়ের সুযোগ। PAIDVERTS এ আয় করার পদ্ধতিও আলাদা। ANDROID PHONE দিয়েও কাজ করা যায়। বাংলাদেশের অনেকেই PAIDVERTS এ কাজ করেন। PAIDVERTS আপনি invest ছাড়াই আয় করতে পারবেন। তবে প্রথম ২, ১ মাস আপনাকে কষ্ট করতে হবে

PAIDVERTS শুরুতে আপনাকে যা জানতে হবে :

PAIDVERTS প্রতিদিন 8*25 = 200 Bonus Add Point (BAP) দেয় (প্রথম কিছু দিন 400 টি দেয়)। BAP এর ওপর নির্ভর করে PAID ADD দিয়ে থাকে। 1 BAP = 0.0005$। 1.05$ হলে আপনি ADD কিনতে পারবেন। 1.05$ দিয়ে ADD কিনলে 3100 BAP এবং 50 টি ADD দিতে দেয়। 3100 BAP = 1.55 $ এর মানে ১ বার ADD কিনলে লাভ হবে 0.50 $। এর জন্য প্রায় ২০০ টির মতো ADD দিতে হবে। শুরুতে 1.05 $ বানাতে ১২ দিন লাগতে পারে। ধৈর্য হারা হলে চলবে না। এখন PAIDVERTS most of add 5 সেকেন্ড করে দিয়ে থাকে যা আগে ৩০ সেকেন্ড করে দিত। বাকি ট্রিকস কাজ শুরু করলে নিজে বুঝে যাবেন


  1. Paidverts Account করা :

এখন মন নিয়ে পড়ুন তা না হলে কিছুই বোঝবেন না।
1. Account খলার জন্য প্রথমেই আপনি paidverts এ জান
2.এর পর উপরের Create Account click করুন।
ক্লিক করুন। এখন দেখবেন এমন একটি পেইজ আসবে।
paidverts

3.এখানে সব কিছু সঠিক ভাবে দিবেন। আর জা জা information দেবেন অবশ্যই মনে রাখতে হবে।

  1. বিশেষ করে date of birth যেটা দেবেন অবশ্যই মনে রাখবেন। কারন টাকা তোলার সময় লাগবে। ok.
  2. Open Account এর উপরে change এ click করুন। নিচের মত আসবে।

 

  1. এখানে লিখুন sabas
  2. send এ click করুন। *তাহলে আপনি আমার রেফারাল হবেন *আর আমার রেফারাল এ join করলে আপনাকে সাপোর্ট করতে সুবিধা হবে। আপনি চাইলে আমার রেফারাল নাওহতে পারেন কিন্ত কার রেফারাল না হলে account খুলতে দেবেনা *তাহলে,যদি আপনার friend এর account থাকে তবে তার রেফারাল হতে পারেন ok.(*তবে আমার একটা শর্ত আছে
  3. আবার Open Account এ click করুন।

আপনার account হয়ে গেছে।

এবার আপনার gmail একটা confirmation massage যাবে এবার আপনার gmail account এ login করুন

এবার inbox থেকে mail টি confirm করুন। কাজ শেষ।

  1. Account login করা:

Account open করা হলে তখন auto login করা থাকবে

তাছারা login করতে

 

  1. paidverts এ জান
  2. Gamil টা দিন
  3. Password দিন
  4. I am not a robot click করুন। এবার কয়েকটা picture আসবে

5.বলতেসে select all image with bicycles .

আপনাকে জা করতে বলবে তা select করবেন এবার verify click করুন।

6.signine click করুন।ওকে


  1. Paidverts কাজ করার নিয়ম :

  2. paid ads এ click করুন

এখানে উপরে দেখানো ছবির মত পেইজ আসবে,

আখানে অ্যাড এর জাইগাই BAP থাকবে অইগুলই কাজ করবেন কাল থেকে adds পাবেন

2.এবার যেকোনো একটিতে click করুন।নিচের মত আসবে।


এই ৩টি বক্সের লেখা নিচে ঘরে Copy paste করুন। এই ভাবে সব গুলো করা হলে

Proceed to Advertisers website এ click করুন।

  1. new tab open হবে।

এই ভাবে কাজ গুল করুন

প্রথম কম মূল্য add থাকবে পরে ভাল add পাবেন কয়েকটা Screenshot দেখুন

১.

এইরকম add আপনিয় পাবেন।

আজকের মত এখানেই শেষ করলাম ভাল থাকবেন সবাই। আর পরের পর্ব গুলো দেখার জন্য নিমন্ত্রন রইল। লিখে লিখে তো ভাল ভাবে বুঝানো জায়না আপনারা চাইলে video tutorial করব।

আর পরের পর্বে যা থাকছে :

দ্বিতীয় পর্বে আমরা যে বিষয় গুলো জানব {part-2}

1.paidverts Group কি?

2. কি করে BAP বাড়ানো যায় + Group এ ওঠা।

3.Account upgrade করা।

4.Paidverts contact us.

তৃতীয় পর্বে আমরা যে বিষয় গুলো জানব {part-3}

1.Paidverts প্রতিটি Option এর কাজ যানা।

2.Paidverts Referrel বাড়ান।

 

চতুর্থ পর্বে আমরা যে বিষয় গুলো জানব {part-4}

1.Mytrafficvalue কি ?

2.paidverts cashout স্মন্ধে জানা।

3.Paidverts থেকে Cashout করা।

পঞ্চম পর্বে আমরা যে বিষয় গুলো জানব {part-5}

1.paidverts Problem

(ক) Account Recovery করা।

(খ)Etc Problem

  • কোন Problem হলে Do Comment .

Level 0

আমি নূর মোহাম্মাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে । ২ পোস্ট কবে করবেন ভাই ।

অনলাইন থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করুন http://bit.ly/1LLIvHP

Level 0

thanks.. waiting for next

Level 0

khub sundor hoyeche..
next tune ta kobe pabo??