Trafficmon-soon সম্পর্কে আমি যতটুকু জানি তা শেয়ার করলাম। অনলাইনে আয় করতে আগ্রহীরা একবার হলেও পড়ুন এড়িয়ে যাবেন না।

নমষ্কার আমি সঞ্জিত দাস, স্বাগত জানাই আমার টিউনে। আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ Trafficmon-soon সম্পর্কে আমার ধারনা ব্যক্ত করবো। মনে রাখবেন যে কোন কাজ করার আগে সেটা সম্পর্কে সাম্যক ধারণা নেওয়া জরুরী।

আমি টিউন্টারভিউ এর একটি টিউন পড়েছিলাম অনেক দিন আগে উনার নাম মনে নেই যিনি এই মহান  উক্তিটি করেছেন: ”First learn, then earn” যদিও আমার এই টিউনের ক্ষে্ত্রে এই কথা মানায় না। কিন্তু আমি সারা জীবন মনে রাখবো টেকটিউনস থেকে শেখা এই উক্তিটি।

মনে করতে পারেন PTC, Revenue Sharing সাইটগুলোতে শেখার কিছু নাই, আসলে শেখার জানার শেষ নাই। যারা এই সাইটগুলো তৈরী করে তাদের বেশির ভাগই Internet Marketer. আপনি কিছু না পারে Internet Marketing শিখতে পারবেন যা CPA Marketing, Facebook Marketing, Affiliate Marketing ইত্যাদি কজের ইন্দন যোগাবে। (উদা: রেফারেল পাবার জন্য ফেবুতে টিউন করেন না? এই রকম কোন কোম্পানির পন্য বিক্রয়ের জন্যও টিউন করা শিখতে পারবেন)

এবং এখান থেকেই আপনি ভালো, খারাপ পথ খুজে পাবেন কি করলে বা কিভাবে, কোথায় কাজ করলে সত্যিকারে আয় করতে পারবেন। CPA সহ অন্যান্য মার্কেট প্লেসে নিজের শক্ত একটা জায়গা করার জন্য আপনি অনেকটা এগিয়ে থাকবেন এইগুলোতে কাজ করে। এবং Internet Marketing শিখতে পারলে তো কথাই নাই আপনি ছাই থেকে সোনা বের করতে পারবেন।

জয় পরাজয়তো চিরন্তন। সবাই জয়ী হবে তা যেমন সত্য সবাই হেরে যাবে না সেটাও সত্য। অবসর সময় নষ্ট না করে কাজে লাগানো মনে হয় জ্ঞানীর কাজ। আপনার প্রতিদিনে কাজ অথবা চাকুরী অথবা ব্যবসায় করার পাশা পাশি যদি অনলাইনে অবসর সময়টুকু কাজে লাগিয়ে আয় করা যায় তবে ক্ষতি কি? আমি বলবো; যার যার সাধ্য, ক্ষমতা, ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, কাজ শিখে অথবা  কিছুই না শিখে, অবশ্যই সৎপথে, যে যেই পদ্ধতিতে বা যেই পথেই পারি:

“আসুন সবাই মিলে অনলাইন থেকে আয় করি”

বি:দ্র: নিজের নিত্য দিনের কাজকর্ম / দ্বায়ীত্ব কর্তব্য অবশ্যই সম্পাদনের পরেই কাজ করবেন। কোন ছাত্র-ছাত্রী নিজের পড়াশোনা বাদ দিয়ে অনলাইনজগতে আসবে না। লেখা পড়া না জানলে কোন কাজে শতভাগ সফল হওয়া কোন দিনও সম্ভব নয়। First learn (study), then earn

 

এই টিউনটিতে যা যা শেয়ার করলাম:

Trafficmon-soon কি?

Trafficmon-soon মেম্বারদের থেকে কিভাবে আয় করে?

Trafficmon-soon থেকে আমরা কিভাবে আয় করতে পারি?

Trafficmon-soon  কতটুকু বিশ্বস্থ বা Scam করবে কিনা?

Trafficmon-soon থেকে কত টাকা আয় করা সম্ভব?

Trafficmon-soon এ কিভাবে Register করবেন?

Trafficmon-soon এর Account কিভাবে Activate করবেন?

Trafficmon-soon এ কিভাবে কাজ করবেন?

Trafficmon-soon এ IP এর জন্য Account Blocked হলে কি করবেন?

আমি নিজে কত দিনে কত টাকা আয় করতে পেরেছি?

মোটা কথা দাড়াঁবে: Trafficmon-soon থেকে আয় করা সম্ভভ এবং নিজের হাতে টাকা আনাও সম্বভ।

 

একটা কথা না বললেই নয়,

গত বৃহস্প্রতিবার মানে ডিসেম্বারের ৩ তারিখ থেকে Trafficmon-soon এ প্রচুর প্রচুর পরিমান Cashlinks দিচ্ছে। সবসময়ই Cashlinks দেয় কিন্তু আজ 4 দিন অনেক বেশি দিচ্ছে। প্রতিটি Cashlinks এর মূল্য 0.02$ নিচের ছবিতে দেখুন আজকের Cashlinks গুলো।

যাদের একাউন্ট আছে এখনি লগইন করে Cashlinks গুলো Claim কর আর যাদের একাউন্ট নাই আমার টিউনটি পরে একাউন্ট খুলুন।

ফ্রীতে আমি এই 4 দিনে 40 ডলার আয় করতে পেরেছি। হ্যা সত্যিই

 

Trafficmon-soon কি?

Trafficmon-soon মূলত ট্রাফিক এক্সেন্জার। এটা রিভিনিও শেয়ারিং এডভারটাইজিং কোম্পানি হিসেবে পরিচিত

রিভিনিও কি? রিভিনিও হলো কিক্রয় লভ্যাংশ যা একটা কোম্পানির দৈনিক বিক্রয় হতে আয়ের কিছু অংশ তার মেম্বারদের মাঝে বন্টন করে দেয়।

Trafficmon-soon এর কাজ হলো Advertiser দের এডগুলো মেম্বারদের দেখানো। মানে একজনের দেয়া বিজ্ঞাপন অন্যজনকে দেখানো।  এতে তাদের যা আয় হয় তার সামান্য অংশ মেম্বারদেরকে রিভিনিও হিসেবে দিয়ে থাকে।

Traffic exchange, Revenue Share and PTC এই তিনটা মিলে এই সাইটকে করেছে বিশ্বসেরা আর্নিং সাইট। এটা  পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস্থ সাইট।

  • Trafficmoson.com
  • প্রতিষ্ঠিত: 2014 সালে
  • Alexa Rank: #853
  • মালিক: Charles Scoville
  • High Quality Security Protection
  • UK Registered Company
  • Paypal  Verified
  • Unicef কে বাৎসরিক ডোনেট করে।
  • ১ সেকেন্ডে পেমেন্ট দেয়।
  • সুপার ফাস্ট সাপোর্ট।
  • Payment Prossessor: Paypal, Payza, Solid Trust Pay

Trafficmon-soon এর এডমিন ও তার ছেলে

Trafficmon-soon  কতটুকু বিশ্বস্থ বা Scam করবে কিনা?

গত ১ বছরেরও বেশি সময় ধরে ঠিকমত পেমেন্ট দিচ্ছে। 100 ভাগ বিশ্বস্থ সাইট।

UK তে ট্রাফিকমনসু কল সেন্টার / কাষ্টমার কেয়ার সেন্টার রয়েছে যে কোন সাহায্যের জন্য।

Trafficmon-soon এর মালিক Charles Scoville সারা বিশ্বে সরাসরি ট্রেইনিং দেন। তিনি তার বাসায় সকল মেম্বারদের সাথে মিটিং করেন। একটা কোম্পানির মালিক যখন তার সাইটের মেম্বারদের সাথে এই ভাবে মতবিনিময় করেন, সাহায্য করেন ঠিকমত পেমেন্ট দেন সেটা নি:সন্দেহে বিশ্বস্থ।

http://www.tmworldevents.com এ গিয়ে দেখুন 2022 সাল পর্যন্ত কোন কোন দেশে কখন ট্রেইনিং হবে সিডিওল করা আছে।

নিচে কিছু ট্রেইনিং এর মুহুর্তের ছবি দিলাম:

টেইনিং চলাকালীন

ইউনিসেফ কে দেওয়া ডোনেশন।

 

Trafficmon-soon থেকে কত টাকা আয় করা সম্ভব?

আমি বললে বিশ্বাস করবেন না তাই একটা ছবি দিলাম: ছবিটা আমার নয়, সিলেটের প্রবাসী Abdul Ali ভাইয়ের উনি বর্তমানে UK থাকেন উনি সরাসরি ট্রেনিং নিয়েছেনTrafficmon-soon থেকে তাই এতদূর এগুতে পেরেছেন। উনি 130k dollar যা টাকায় 1 কোটি+ হবে আয় করেছেন্। উনার প্রতিদিন আয় হয় 1000 ডলার।  আমরা এতদূর না পারি সামান্য হলেও এগুতে পারবো যদি ইচ্ছা শক্তি থাকে।

 

Trafficmon-soon মেম্বারদের থেকে কিভাবে আয় করে?

  • Pay-Per-Click Banner Ad Campaigns বিক্রয় করে
  • Pay-Per-Click Text Ad Campaigns বিক্রয় করে
  • Traffic Exchange Start Pages বিক্রয় করে
  • Traffic Exchange Credit Purchases বিক্রয় করে
  • Monsoon Traffic Packages বিক্রয় করে
  • Login Ads বিক্রয় করে
  • Landing page sell: trafficmon-soonpro থেকে বিক্রয় করে
  • Trafficmon-soon Events Training: বিশ্বের বিভিন্ন দেশে ট্রেইনিং দিয়ে টিকেট বিক্রয় করে।
  • সর্বশেষ কেউ Register করতে গেলে IP সমস্যা দেখিয়ে ওদের রেফারেল করে ফেলে আমরা পাইনা

এই সকল কিছু কিন্তু ট্রাফিকমননের আয়। প্রতিদিন হাজার হাজার ডলার তাদের আয় হয়।

আর Cashlinks গুলো থেকে ওরা কোন আয় করে না?

অন্যান্য মেম্বাররা রেফারেল / ভিজিটর পাওয়ার জন্য Cashlinks দেয় আমরা ক্লিক করে ডলার পাই। Trafficmon-soon Cashlinks থেকে 1 সেন্টও নেয়না। 100% রেফারেল কমিশন হিসেবে আমাদেরই দিয়ে দেয়। কত সৎ তারা দেখেন ইচ্ছা করলে 50% দিয়ে ওরা 50% নিতে পারতো।

ভূল ভাবছেন, 90% মেম্বারদের রেফারেল ওরা নিজেই। মানে কেউ একটাউন্ট খুললে অটো ওদের নামে হয়ে যায়। কত চালাক তারা বুঝছেনতো?

Cashlinks বাংলাদেশ টাইম সকাল 6 টায় দেয়া হয় তখন UK Time রাত 12 টা। এছাড়াও সারা দিনই পাওয়া যায়। এটা নির্ভর করে অন্য মেম্বারের উপর Trafficmon-soon এর হাত নাই Cashlinks এর উপর।

 

Trafficmon-soon থেকে আমরা কিভাবে আয় করতে পারি?

আমরা 4 ভাবে আয় করতে পারি যথা:

  1. নিজে Cashlinks ক্লিক করে
  2. কাউকে স্পনসর করে।
  3. এডপ্যাক কিনে  = (Balance +Cashlink + sponsor + Surf সবই পাবেন)
  4. Surf করে

Trafficmon-soon এ বেশি আয় করা যায় এডপ্যাক কিনে। তাই কিছু দিন ফ্রী কাজ করে এডপ্যাক কিনতে চেষ্টা করবেন।

 

Trafficmon-soon এ কিভাবে Register করবেন?

Payza একাউন্ট না থাকলে আগে খুলে নিন  এখানে

একটা কাগজে অথবা একটা নোটপেডে নিচের তথ্যগুলো আগে লিখে রাখুন।

  • Your Enroller Username : sanjitds
  • First Name:
  • Last Name:
  • Phone number:
  • Email Address :
  • Username: (ইউজারনেম বর্ণ ও সংখ্যা যুক্ত দিবেন যেমন: Rahim123)
  • Withdraw Code: (যে কোন ৫টি বা তারবেশি সংখ্যা, আপনার মোবাইল নাম্বারের শেষের 5 টি বা তারবেশি সংখ্যা দিবেন)
  • Password: (পাসওয়ার্ড বর্ণ ও সংখ্যা যুক্ত দিবেন যেমন: Karim456)
  • Payza / Paypal Email:

এই তথ্যগুলো লিখে রাখলে এবার আপনি প্রস্তুত রেজিষ্টার করার জন্য। ভূয়া কোন তথ্য দিবেন না। আগে একাইন্ট থাকলে সেই একাউন্টের কোন তথ্য নতুন একাউন্টে দিবেন না।

এবার trafficmon-soon.com গিয়ে sign up এ ক্লিক করে ফর্ম টি পূরণ করে Account খুুুুলবেন।

লক্ষ করুন: এটা কোন রেফারেল লিংক নয়। আপনার স্পনসর আমাকে করতে চাইলে: Your Enroller's name: trafficmonon কেটে দিয়ে: sanjitds দিবেন। sign up শেষে পরের পেজটি ফাকা আসবে কিন্তু ইউআরএল বক্সে Thank_you লেখা থাকবে এবার ইমেইলে যাবেন।

 

Trafficmon-soon এর Account কিভাবে Activate করবেন?

ইতিমধ্যে একাউন্ট সফলভাবে তৈরি হলে আপনার ইমেইলে একটা একটিভেশন লিংক যাবে তাতে ক্লিক করে। username and password দিয়ে Activate করবেন।

 

Trafficmon-soon এ কিভাবে কাজ করবেন?

  • Loin Ad: প্রত্যেকবার Trafficmon-soon এ লগইন করলে একটা loginAdd আসবে সেটা লোড হওয়ার পর লেখা আসবে: Thank you for viewing the site Back To Dashboard আপনি এবার Back To Dashboard এ ক্লিক করবেন।
  • Surfing: প্রথম রেজিষ্টার করলে ১০টা এড সার্ফ করতে হবে। তারপর Cashlinks আসবে। এছাড়াও আপনার রেফারেল এবং শেয়ারিং পজিশন থাকলে অবশ্যই ১০টা এড সার্ফ করতে হবে। মাঝে মাঝে  Cashlinks আসেনা তখনও করবেন Cashlinks আসবে। এটা করলে ডলার পাবেন না ক্রেডিট পাবেন। Surf করার সময় 20 সেকেন্ড লোড হলে কয়েকটি ছবি আসবে যে দুইটা ছবি একই রকম তার থেকে যেকোন একটাতে ক্লিক করবেন।এবং তারপর Next এ ক্লিক করবেন। তারএকটু নিচে লেখা থাকবে আপনি কয়টা সার্ফ করেছেন 10 টা হলে Back to Account এ ক্লিক করবেন।
  • Claim Cashlinks: এটাই আসল কাজ এখন আপনাকে Cashlinks ক্লিক করতে হবে। Overview থেকে Balance লেখার একটু উপরে Click here to go cashlinks থাকবে তাতে ক্লিক করুন। Cashlinks পেজে গিয়ে অনেকগুলো Claim দেখতে পাবেন ৩ রংয়ের নিচের দিক থেকে ক্লিক করা শুরু করবেন। যে কোন Claim এ ক্লিক করুন। এডটি লোড হলে তারপর একটা কোড আসবে সেটা খালি বক্সে টাইপ করতে হবে।
  • Buy AdPacks: এটা যদিও বেশি আয়ের মাধ্যম কিন্তু এডপেক কেনার আগে পরামর্শ  নিন ভালো ভাবে জানুন, বুঝুন তারপর কিনবেন।

 

Trafficmon-soon এ IP এর জন্য Account Blocked হলে কি করবেন?

  • মাঝে মাঝে ট্রাফিকমননে লগইন করার সময় STOP Blocked Account দেখায়।  আপনার Account  ব্লক না আপনার IP ব্লক।  IP ব্লক হয় একই IP দিয়ে দুই জন লগইনের চেষ্টার ফলে এটা আপনার দোষ নয় মোবাইল কোম্পানি একই IP অনেক কে দেয় তার ফলে।
  • IP ব্লক থেকে মুক্তি পেতে নেট কানেকশন ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে লগইনের চেষ্টা করবেন যতবার ব্লক বলবে ততবার নেট কানেকশন connect/ disconnect করতে হবে।
  • যারা BroadBand কানেকশন ব্যবহার করেন তারা বিভিন্ন প্রক্সি ব্যবহার করতে পারেন। Google Chrome ব্যবহারকরীরা Geoproxy এডঅনটি ব্যবহার করে আইপি পরিবর্তন করবেন। অনেক বার চেষ্টার করবেন ভালো আইপি না পাওয়া পর্যন্ত। এছাড়াও proxynova.com এ অনেক প্রক্সি আছে।

 

আমি নিজে কত দিনে কত টাকা আয় করতে পেরেছি?

আমি ফ্রীতে প্রায় 200 ডলার আয় করেছি 3 - 4 মাসে দেখুন আমার পেমেন্ট পাওয়া এমাউন্ট:

 

এর পরেও কারো কোন প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট করুন।

যাদের sponsor username: trafficmon-soon তারাও  টিউমেন্ট করুন।

trafficmon-soon নিয়ে যখনই কোন সাহায্য লাগবে আমার Skype id: sanjitds তে ফোন দিবেন অথবা ফেসবুকে মেসেজ দিবেন: me on fb

আমার ছোট একটা ব্লগ  এক নজর দেখতে পারেন এখানে

টিউনটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমিতো dashboard এ ঢুকতে পারছি না। বারবার শুধু অ্যাড দেখাচ্ছে, back to dashboard এ ক্লিক করেও লাভ হচ্ছে না

    এটা কোন সমস্যা নয়। আপনার ব্রাউজারের সমস্যা। অন্য ব্রাউজার দিয়ে লগইন করুন। অথবা বর্তমান ব্রাউজারের কেচ, হিস্টোরি ক্লিয়ার করুন। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

ভাই, খুব ভাল লিখেছেন। প্রথমবার পেমেন্ট দেয়ার পর দ্বিতীয়বারে নাকি পেইজা,পেপাল থেকে কিছু এ্যামাউন্ট এ্যাড করতে হয়। এটার বিষয়ে কিছু জানা থাকে যদি লিখবেন। আপনি তো কয়েকবার পেমেন্ট পেয়েছেন।

    ভূল শুনেছেন। প্রথম বার পেজা তে পেমেন্ট নিতে হলে একটা কিছু পারসেস করতে হবে। খরচ হবে মাত্র 1.66ডলার। তারপর আর লাগবেনা সবসময় ইন্সটেন্ট পেমেন্ট নিতে পারবেন। সমস্যা হলে আমাকে কল দিন ‍skype id: sanjitds ধন্যবাদ কমেন্ট করার জন্য

      আপনি বলেছেন একটা কিছু পারেসেস করতে হবে । এইটা বুঝতে পারলাম না….কিসের পারসেস…আর কিভাবে কি করব?

adpack কেনা নিয়ে যদি কিছু বলতেন তাহলে খুব ভালো হয়,ধন্যবাদ

    Techtunes এর টিউন করার নীতিমালায় এই রকম পোষ্ট করা যাবে না। আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমি সাহায্য করবো।কল দিন ‍skype id: sanjitds ধন্যবাদ কমেন্ট করার জন্য

আমি গত সপ্তাহে সাইন আপ করেছি এবং সেদিনই ব্লক হয়ে গেছে। এখন সাইন ইন করলেই দেখাচ্ছে ব্লকেড। এখন কি করি?

    দয়া করে উপরে একাউন্ট ব্লকড হলে করনীয় কি তা পড়বেন। এর পরও সমস্যা থাকলে আমি সাহায্য করবো।কল দিন ‍skype id: sanjitds ধন্যবাদ কমেন্ট করার জন্য

vai ami sin up korar somoy mistake kore vul paypal email number diyecilam akhon ki korbo? lz help me

    Problem nai. cashout debar somoy thik korben. othoba login obosthay support e message diben.