পরিচিত হোন সম্পূর্ণ নতুন দুটি ট্রাফিক ভিউ সাইটের সাথে! যেখানে আপনার ব্লগের ভিজিটর ও ইনকাম উভয়ই বৃদ্ধি করতে পারবেন!!

সুপ্রিয় টেকটিউনস সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। চলছে ডিসেম্বর, মহান বিজয় দিবসের মাস। ১৯৭১ সালের এই দিনে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে স্বাধীন হিসেবে পেয়েছি। বিশ্বের বুকে আমরা এখন  স্বাধীন ও গর্বিত জাতি।  প্রত্যেক বাঙ্গালীর  জীবনে এক স্মরণীয়  দিন,  মহান বিজয় দিবস উপলক্ষে টিটির পক্ষ হইতে সবাই কে হাজারো সালাম ও প্রাণঢালা শুভেচ্ছা।

আজকের টিউনে আপনাদের সাথে পরিচয় করাবো সম্পূর্ণ নতুন দুটি বিদেশী সাইটের সাথে। সাইটদ্বয় তাদের যাত্রা শুরু করেছে বিজয়ের মাসের ১ লা ডিসেম্বর হইতে। অবশ্য সাইটগুলো বলা চলে ট্রাফিক রিলেটেড সম্পর্কযুক্ত। অর্থাত আপনি নিশ্চয় কোন ইংরাজী ব্লগ সাইট তৈরি করেছেন কিংবা করবেন এবং সেখানে গুগলের মত বিজ্ঞাপন হইতে আয় করার ইচ্ছা আছে। তথাপি আপনি ভাল এসইও করতে পারছেন না বাট ভিজিটর বৃদ্ধি করার প্রবল আগ্রহ আছে। সেখানে আপনাকে এই সাইটগুলো ভিজিটর কালেক্ট করার হাতিয়ার হতে পারে। অবশ্য অামরা অনেকে ভূঁইফোড় সাইটে কাজ করে সময় নষ্ট করি এবং যে ভিজিটর গুলো সংগ্রহ করে থাকি তা অনেকটাই স্প্যাম ধরনের। ফলে সাইটে গুগল র‌্যাংকও হ্রাস পেতে পারে। তাই আসল কথা হল  পারত পক্ষে সঠিক ও লিগ্যাল মানের সাইটে কাজ করা। সেইসূত্রে আপনাকে দুইটি সাইটের সাথে পরিচয় করাব।

১। ট্রাফিক গোল

সাইটের বৈশিষ্টবলী

  • ১লা ডিসেম্বর হইতে চালু হয়েছে।
  • ইউকে রেজিষ্টার্ড কোম্পানী ও তাদের সাইটের গ্রাফিক্যাল ইন্টারফেস অসাধারন।
  • সিকিউরিটি হিসাবে দেখবেন তাদের সাইটে কমোডো নেট কর্তৃক htpss:// চিহৃ আছে।
  • এই সাইটের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল আপনি শুধু ভিজিটর বৃদ্ধি করা নই সাথে পিটিসি সাইটের মত কিছুটা আয় করতে পারবেন। মানে অ্যাডে ভিউ করা।
  • প্রিমিয়াম হিসাবে ভিজিটর বৃদ্ধি করার জন্য আপনাকে প্রতি মাসে ৫ ডলার ফি প্রদান করতে হবে।

  • ইনকাম বৃদ্ধি করার জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাড প্যাক ক্রয় করতে পারবেন।
  • কোন ডিপোজিত কিংবা উইথড্র করার জন্য পেপাল, পেইজা, পারফেক্ট মানি, সলিড ট্রাষ্ট পে ব্যবহার করতে পারবেন।

 রেজি: প্রক্রিয়া

  • সাইনআপ করতে ক্লিক করুন এখানে
  • Join Now বাটনে ক্লিক করুন>  নিচের মত একটি চিত্র আসবে।
  • সেখানে যাবতীয় তথ্যাদি পূরন করবেন যেমন: নাম, ইউজার নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, পেমেন্ট প্রসেসর হিসাবে পেইজা, পেমেন্ট প্রসেসর আইডি হিসাবে পেজার ইমেইল ঠিকানা এবং কান্ট্রি হিসাবে বাংলাদেশ নির্বাচন করে টিক মার্ক ইনপুট করে রেজিঃ বাটনে ক্লিক করবেন।
  • রেজিঃ করা শেষ হলে একাউন্ট লগইন করুন > পপআপ বার্তা এলে ক্লোজ করুন > নিম্নরুপ চিত্র পাবেন

  • এখানেই অ্যাডপ্যাক কিংবা একাউন্ট মাইগ্রেশন করতে পারবেন। ইচ্ছা করলে অ্যাড প্যাক ক্রয় করে আয়ও করা যাবে সেইজন্য উপরের মেনুবারের Advertisement অংশে ক্লিক করতে হবে।

২। অ্যাড এক্সেল

  •  কাজের প্রক্রিয়া ও ইউজার ইন্টারফেস প্রায় প্রথম সাইটের মতই। এবং সাইটটি ইউকে রেজিঃ কর্তৃক অন্তভূক্ত। এই মাসের ১লা তারিখে তাদের অফিসিয়াল কাজ শুরু হয়েছে। একটি ব্লগের ভিজিটর রেটিংস করার জন্য সাইটটি যথেষ্ট কাজে দিতে পারে।
  • এখানে বিভিন্ন রকম অ্যাড প্যাক ক্রয়ের ব্যবস্থা আছে। অ্যাড প্যাকের মাধ্যমে আপনি বাড়তি আয়েরও সুযোগ পাবেন। তাদের সাইটে ডিপোজিত কিংবা উইথড্র করার জন্য পেপাল, পেইজা, পারফেক্ট মানি, সলিড ট্রাষ্ট পে এবং বিট কয়েন মাধ্যম ব্যবহার করা যাবে।

 রেজি: প্রক্রিয়া

  • সাইনআপ করতে ক্লিক করুন এখানে 
  • Registration বাটনে ক্লিক করুন>  নিচের মত একটি চিত্র আসবে।

  • সেখানে যাবতীয় তথ্যাদি পূরন করবেন যেমন: নাম, ইউজার নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, পেমেন্ট প্রসেসর হিসাবে পেইজা, পেমেন্ট প্রসেসর আইডি হিসাবে পেজার ইমেইল ঠিকানা এবং কান্ট্রি হিসাবে বাংলাদেশ নির্বাচন করে টিক মার্ক ইনপুট করে রেজিঃ বাটনে ক্লিক করবেন।
  • রেজিঃ করা শেষ হলে একাউন্ট লগইন করুন > নিম্নরুপ চিত্র পাবেন

  • এখান হতেই আপনি যাবতীয় কাজগুলো করতে পারবেন। ২/১ দিন ঘাটাঘাটি করলে বিষয়টি বেশ স্বচ্ছ হবে।

শেষ কথা

উপরোক্ত দুটি সাইটের যে কোন একটি ব্যবহার করলেই হবে। এবং সাইট পলিসি ও টার্ম অনুযায়ী আপনার ব্লগের জন্য ভিজিটর বৃদ্ধিতে সহায়ক হবে এবং সেই সাথে আয়ের ক্যাটাগরীটাও কাজে লাগাতে পারেন। আরেকটি ব্যাপার সাইটে আপাতত কোন কাজ না করলেও ডিজাবল হবার সম্ভাবনা নাই। প্রথমত আপনার সাইট ঠিক করুন, ভাল কনটেন্ট দিন অতপর যখন  ভিজিটর প্রয়োজন হবে তখন  অ্যাডপ্যাক ক্রয় করে কাজে লাগাতে পারবেন। তারপরেও সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন। পরিশেষে আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন।

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইন থেকে ছোট কাজ করে ইনকাম করুন এই সাইট থেকে http://bit.ly/1LLIvHP