আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। অনেক দিন ধরে অনলাইন এ Earning নিয়ে কিছু লিখব বলে ভাবছি। অবশেষে সেই সুযোগ পেলাম আর লিখতে বসে পড়লাম। গত কয়েক বছরের এর বাবধানে অনলাইন Earning এর বিষয়টি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বাইরের দেশে বিভিন্ন মানুষ অনলাইন এ Earning করলেও বাংলাদেশে বিষয়গুলোর সাথে মানুষ পরিচিত হতে শুরু করে ২০০০ সাল এর পর থেকে। আমার এই ধারাবাহিক লেখায় আমি কিছু দিকনির্দেশনা এবং অনলাইন Earning এর বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি প্রথম পর্বের পরেই ইনশাল্লাহ আপনিও অনলাইনে Earning করতে পারবেন।
আচ্ছা আপনি কি অনলাইন এ Earning করতে চান ? এই প্রশ্নটা শুনতে কিছুটা হাস্যকর লাগতেই পারে কারণ স্টুডেন্ট থেকে শুরু করে নিয়ে জব পারসন পর্যন্ত সবাই অনলাইন এ Earning করতে আগ্রহী। তবে কেন এই প্রশ্ন ? এই প্রশ্নের মুল কারণ হল অনলাইন Earning এর ক্ষেত্রে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে আজকে সেই গুলো তুলে ধরব আর এর পাশা পাশি ধারাবাহিক এই পর্বে অনলাইন Earning বিষয়ে কিছু প্লাটফর্ম আপনাদের সাথে শেয়ার করবো।
প্রথমত আপনি কোন সময় অনলাইন Earning এ দীর্ঘদিন ব্যাপী সফলতা পাবেন না যদি না আপনি নীচের বিষয় গুলোকে পরিহার না করেন।
হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে পেইড টু ক্লিক কোন রিয়েল অনলাইন Earning এর মেথড নয় এবং এটি ১০০% প্রমাণিত একটি কথা। এখন হয়ত অনেক পেইড টু ক্লিক সাইট এ কাজ করছেন তারা এই কথার সাথে সহমত পোষণ করবেন না কিন্তু এটা সত্যি যে কিছু কিছু সাইট থেকে ২-৩ ডলার আয় করতে পারলেও তা কিন্তু রিয়েল অনলাইন Earning এর মধ্যে পড়ে না। অনেকেই এই ধরণের সাইট এ কাজ করে তাদের পেমেন্ট প্রুফ দেখান তবে আসলে এই সামান্য কিছু ডলার Earning এর জন্য আপনাকে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করতে হয়। তাই আপনি যদি দীর্ঘমেয়াদি সফল একজন অনলাইন Earning ইউজার হতে চান তাহলে আগেই এই গুলো থেকে সরে আসুন।
হ্যাঁ এটা অবশ্যই দরকার। কারণ আমি আগেই বলেছি যে দীর্ঘমেয়াদি প্লান নিয়ে কাজ করলে আপনাকে সব সময় অনলাইন এ কিছুটা হলেও সময় দিতে হবে। আর আপনি যদি ভালমানের টাকা Earning করতে চান তাহলে এটা বাঞ্ছনীয়।
আমি এমন কিছু মানুষকে দেখেছি যারা শুধু মাত্র পেইড টু ক্লিক সাইট এ কাজ করেই কিছু ডলার ইনকাম করেই এমন ভাব নেয় যেন তারা অনলাইন Earning এ অনেক এক্সপার্ট একজন বাক্তি। এটা আসলেই হাস্যকর। তাই এই ধরণের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন।
কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কাজ শিখে Earning করতে হবে তাই শেখার ইচ্ছা থাকতে হবে। মনে রাখবেন ভালো কাজ জানলে কাজের এবং ইনকামের অভাব হয় না।
প্রথম পর্বে কিছু দুর্বলতা তুলে ধরলাম যে গুলো অনলাইন Earning এর ক্ষেত্রে আমাদের সবার জন্য প্রতিবন্ধকতা। তাই এই গুলো কাটিয়ে উঠা উচিত আমাদের সবার। দ্বিতীয় পর্বে তুলে ধরব অনলাইন Earning এর মার্কেটপ্লেস গুলো বা ক্ষেত্র গুলো।
আশা করছি ধারাবাহিক লেখা গুলো পড়ে সবার উপকার হবে এবং আপনারও পারবেন অনলাইন এ Earning করতে।
সবাই ভালো থাকুন। বিদায়।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শামীম ভাই SEO নিয়ে আপডেট টিউন চাই।