আপনার কাছে ১০০% উপার্জন করার ক্ষমতা আছে

আসসালামুঅলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন হলো টেকটিউনস এ আসা হয় না।আমার ফেসবুক এ অনেকে অনেক প্রশ্ন করেন এবং আশা করি উত্তরও পান কিন্তু সময় না থাকার কারনে আমি এখানে আসতে পারিনা এবং আপনাদের অনেকের উত্তরও দেয়া হয় দেরিতে। আমার কাছে একটি প্রশ্ন বলতে পারেন কম বেশি সবাই করেন জানতে চান “ইনকাম করার কোন উপায় বলে দেন

আজ আমি কিছু বিষয় বিস্তারিত বলবো:

প্রথম প্রশ্ন আমি ওয়েব সাইট ডিজাইন শিক্ষতে চাই এবং কিভাবে শিক্ষবো?

উত্তর: একটা সাইট বানাবো কোন বিষয়য না বিষয় আপনার আগ্রহ কতটুকু।আপনি যদি চান তবে ৩০ মিনিটে আপনি একটি সাইট বানাতে পারবেন কিন্তু ধৈর্য লাগবে।ব্লগস্পট হলো এমন এক জায়গা যেখানে আপনি যা খুশি বনাতে পারে।

আমাকে এক জন প্রশ্ন করছে ভাই আমি সাইট ডিজাইন শিক্ষতে চাই কোথাই শিক্ষবো?

উত্তর: ভাই আগে ফ্রি কিছু বিষয় শিখেন তারপর না পারলে কোন প্রতিষ্ঠান এ যান।কারন আমি যা শিখছি শুধু মাত্র ইন্টারনেট থেকে এবং তারপর আমি টেকটিউনস্ থেকে ওয়ার্ড প্রেস এর খুটি-নাটি সব বিষয় শিখছি।তাই ভাই টাকা আগে খরচ না করে নিজের আগ্রহ বাড়িয়ে নেট খেকে বিষয় গুলো দেখেন।তাই আগে ব্লগস্পট এ কাজ শিখুন।ইচ্ছা থাকলে ফ্রি জিনিস থেকেও আয় করা যায়।

এখন ভাবছেন এটাতো ফ্রি জিনিস এ থেকে কেমনে টাকা ইনকাম করবো?

ভাই ব্লগস্পট হচ্ছে সেই জিনিস যা থেকে আপনি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।আপনার কনটেন্ট যদি একদম আলাদা হয় এবং তা যদি ইংরেজিতে হয় তা হলে তো সোনায় সোহাগা।একবার আপনার ব্লগ সবার কাছে জনপ্রিয় হলে এবং আপনার ব্লগ যদি গুগল এডসেন্স ফ্রেন্ডলী হয় তাহলে টাকা ইনকাম করতে আপনাকে কে ঠেকায়।

এখন যে বিষয় টা আপনাকে শিক্ষতে হবে তা হলো নিচের এই ভিডিও টা থেকে আপনি শিক্ষতে পারেন কিভাবে ব্লগস্পট এ ব্লগ তৈরি করা হয়।

https://www.youtube.com/watch?v=J__39eioBNw

এই রকম অনেক ফ্রি সাইট আছে যারা আপনাকে ফ্রি ব্লগ তৈরি করতে দিবে কিন্তু তাদের ভিতর এটাই সবচেয়ে ভালো কারন এটি গুগল এর প্রতিষ্ঠান।

এখন যদি এই ভিডিওটা দেখে ব্লগ তৈরি করতে পারেন তাহলে এখন আসা যাক  আপনার সাইটটি কে সবাই যেন দেখতে পারে তার ব্যবস্থা করে দেই।মানে এসইও এর প্রথম ধাপ টা শিখাই।

কেমন করে আপনার ব্লগ বা ওয়েব সাইট কে Search Engine এ Submit করবেন?

সব থেকে আগে আপনাকে গুগল সার্চ ইঞ্জিন এ সাবমিট করতে হবে।নিচে কিভাবে সাবমিন করবেন তার ভিডিও দেয়া হলো:

https://www.youtube.com/watch?v=5cPNZ3iH9hU

গুগল এর লিংক:

https://www.google.com/webmasters/tools/

শুধু Google এ ব্লগ বা ওয়েব সাইট কে Submitকরলেই হবে না অধিক ভিজিটর পাওয়ার জন্য এবং সফল ব্লগিং করতে হলে আপনাকে নাম করা Searchগুলোতে অবশ্যই আপনার ব্লটির জন্য আলাদা ভাবে ক্ষ্ট করতে হবে।

আপনাকে অবশ্যই ভালো ও শক্তিশালী ব্যকলিংক(Backlink)তৈরি করতে হবে এবং তা না হলে কোন সার্চ ইঞ্জিন এ আপনার সাইট এর জন্য অবস্থান হবে না।তাই ভালোভাবে প্রতিটি সার্চ ইঞ্জিন এ আপনার সাইটকে সাবমিট করতে হবে এবং পাশাপাশি নাম করা বড় বড় ওয়েব সাইট এ আপনার ব্লগ বা সাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করতে হবে।

নিচে কিছু সার্চ ইঞ্জিন এর লিংক দেওয়া হলো এবং Google এ যে ভাবে সাবমিট করেছেন ছিক একই ভাবে এই সাইট গলোতেও করতে হবে।

সাইট সাবমিট এর পূর্বে কয়েকটি বিষয় মনে রাখতে হবে।সার্চ ইঞ্জিন এ সাইট সাবমিট করার জন্যকো টাকা লাগে না এবং আর টাকা দিয়ে কোন সাইট এর জন্য কাজ করলে সেইট কাজ ভালো হয় না বরং সাইট এর জন্য ক্ষতি বয়ে আনে।তাই নিজের নাইট এর জন্য নিজে কষ্ট করুন।এবার নিচের লিংক গুলোতে এ গিয়ে সাইট টি ভালোভাবে সাবমিট করুন।

http://submit.search.yahoo.com

http://www.bing.com/toolbox/submit-site-url

http://webmaster.yandex.com/addurl.xml

http://zhanzhang.baidu.com/sitesubmit/index

প্রতিটি সাইট সাবমিট করার দুই সপ্তাহ পার হওয়ার পর যদি কোন সার্চ ইঞ্জিন Indexing না করে তবে আপনার সাইটটি সাবমিট এর চার সপ্তাহ পর পুনরাই সাবমিট করবেন এর আগে না কিন্তু।

এইবার আসল বিষয় ইনকাম:

একজন ব্লগার হিসেবে আপনার কাছে ১০০% উপার্জন করার ক্ষমতা আছে। মানে সুযোগ আছে কিন্ত তা কাজে লাগাতে হবে।প্রথমে উপার্জন করতে গেলে কিছু বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তা পালন করতে হবে। তাছাড়া উপার্জন/আয় করা সম্বব নয়। যেমন আপনি যদি চান আপনার ব্লগ থেকে Google Adsense এর মাধ্যমে আয় করবেন। ঠিক আছে করেন কিন্তু তা এতো সহজ নয় কারণ Google এতো সহজে কাউকে এই সুযোগ করে দিবে না এর জন্য অনেক নিয়মনীতি অনুসরণ করতে হয়।এই বিষয় এ আমি পরে বস্তারিত জানতে নিচের লিংক এ গিয়ে দেখতে পারেন:

http://abpost.blogspot.com/2014/01/google-adsense.html

আয় করার মতো অনেক সাইট আছে নিচে লিষ্ট দেয়া হলো:

http://www.revenuehits.com

এই সাইট থেকে আপনি টাকা সরাসরি পেওনার কার্ড এ নিতে পারেন।মিনিমাম ২০ ডলার।

যদিও আমি এই সাইট টা সাজেষ্ট করিনা কারন পপ এ্যড বিরক্তিকর কিন্তু সাইট এভালো ভিজিটর হলে অনেক টাকা আয় করা যায়।এই সাইট থেকে আপনি টাকা http://www.payza.com এ নিতে পারবেন এবং Payza থেকে সরাসরি আপনার ব্যাংক এ টাকা আসবে।

http://www.infolinks.com

এটও একটি ভালো সাইট অ্যাড এর জন্য যা থেকে আপনি টাকা পেওনার এর নিতে পারবেন।

তবে এ্যড সাইট গুলো নিয়ে আজ আর বেশি বিস্তরিত না বলি আগামী দিন মানে ১ সপ্তাহের মধ্যে আবার আর একটি টিউন নিয়ে হাজির হবো যেখানে শুধু অ্যাড সাইট এর বিস্তারিত আলোচনা থাকবে।

একটা ধারনা দিলাম মাত্র আশা করি বুঝতে  পারছেন আপনার কাছে ১০০% উপার্জন করার ক্ষমতা আছে কিনা।

কোন প্রশ্ন থাকলে অবশ্যই করবেন।আর আমাকে ফেসবুক এ পাবেন কোন প্রশ্ন থাকলে সেখানেও করতে পারেন। আমি ফেসবুক এ

আজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলাটি সরাসরি দেখতে -

BDTV7

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই সুন্দর পোস্টের জন্য।
বেস্ট রেভিনিউ সাইটের মাধ্যমে আপনি মিনিমাম ১ ডলার দিয়ে অ্যাড প্যাক কিনে সহজেই ১.২০ ডলার আয় করতে পারেন। একাউন্ট করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন।
http://tinyurl.com/qba6nl8
বিস্তারিত জানতে- http://www.bitcoin99bd.blogspot.com/2015/11/adpack-purchase.html