ফাইল আপ্লোড করে মাসে ইনকাম করুণ ৩০০ ডলার থেকে ৪০০ ডলার!

সুপ্রিয়,

টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!

এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে আসলাম একটি অসাধারণ আপ্লোডিং সাইট যেখান থেকে আপনি আপ্লোডের পাশাপাশি ইনকামও করতে পারবেন! আশাকরি ভালো লাগবে।

সাইট ফিচার সমূহঃ

১. আন লিমিটেড স্টোরেজ স্পেস!

২. নো লিমিট মেক্সিমাম আপ্লোডিং ফাইল সাইজ! যত বড় বা ছোট ফাইল হোক আপ্লোড করতে পারবেন।

৩. নো লিমিট ফর ফাইল ডিলিট! যতদিন ইচ্ছা ফাইল রাখতে পারবেন সার্ভার থেকে ডিলিট হবে না।

৪. ডাউনলোডের সময় কোনো ক্যাপচা চাপতে হবে না।

৫. ডাউনলোড রিজিউম সাপোর্টেড!

 

সুবিধা সমূহঃ-

১. এক হাজার ডাউনলোডে আপনি পাঁচ ডলার ইনকাম করতে পারবেন!

২. ইনকামকৃত ডলার আপনি- পেপাল, পেজা, ওয়েব মানি, বিটকয়েন এর মাধ্যমে উইথড্র করতে পারবেন।

৩. সর্বনিম্ন উইথড্র দশ ডলার। দশ ডলার হলেই টাকা উঠাতে পারবেন।

৪. উইথড্র মানি ২৪ ঘন্টার ভিতর আপনার পে-আউট মাধ্যমে এসে জমা হবে।

৫. সাইটটি ১০০% পে করে, সো পেমেন্ট নিয়ে আপনাকে টেনশন করতে হবে না।

 

সাইটটিতে সাইন ইন করুন এখান থেকে

 

যেভাবে ইনকাম করবেনঃ

সাইটে ফাইল আপ্লোড করুণ, তারপর তার লিংক বিভিন্ন সাইটে টিউন করুন। এছারাও এর জন্য আপনি বিভিন্ন সোসাল সাইট যেমন- ফেসবুক, টুইটার ইত্যাদিতে সহজেই মার্কেট করতে পারেন। আর এক হাজার ডাউনলোড তেমন বড় কিছু নয়, দিনে একাধিক ফাইল আপ্লোড করে আপনি দিনে ৩-৪ ডলার সহজেই ইনকাম করতে পারবেন। আর হ্যা, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যত ডাউনলোড, তত ইনকাম।

আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন টেকটিউনসের সাথেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী টিউনে কোনো এক অজানা ট্রপিক নিয়ে। ধন্যবাদ।।।

Level 2

আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল একটি পোস্ট,।। চেষ্টা করলে সফলতা আসবে ।। এই সাইট –এ একবার ট্রাই করে দেখতে পারেন

http://www.fineptc.com/index.php?ref=oobari দিনে দুই বার এড পাওয়া যায় ।।

assa etete ki sobai download korte parbe?

Payment info
(optional) এখানে কি দিব ভাই

ওখানে কিছু দিতে হবে না, মানি উইথড্র এর সময় পেপাল বা পেজ্জা যেটা দিয়ে ইচ্ছা পেমেন্ট নিতে পারবেন।

ধন্যবাদ, আমাদের দেশ থেকে ডাউনলোড হলে কি, Pament দিবে. আর mp3, video আপলোড করা যাবে কি ?

ডাউনলোড যেকোনো দেশ থেকে হলেই পেমেন্ট পাবেন, আর শুধু mp3 বা ভিডিও না, যেকোনো ধরনের ফাইল আপ্লোড করা যাবে। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

ভাইয়া
রেজিস্ট্রেশন করতে গেলে “ইনভেলিড ফরম্যাট” বলে
কি করা যায়????
হেল্প!

সাপোর্টেড পেমেন্ট মেথড দেখাচ্ছে খালি বিটকয়েন আর পেপাল!
আমি Payza তে পেতে চাই। এজন্য কি করব?

আমি নিজেই পেজা দিয়ে ঊইথড্র করি, এরকম তো হওয়ার কথা না!!!

ভাই আপনি যা বলছেন সবই ঠিক আছে কিন্তু দুইটি বিষয় এখানে সনাক্ত করতে পারছি সেই দুই বিষয় হল একটা হল টাকা উঠানোর জন্য যে বিষয়গুলোর কথা বলছেন তা হল শুধু মাত্র পেপাল আর বিটকয়েন এই দুইটা ছাড়া অন্য কোন একাউন্ট সার্পোট করে না। আরেকটা বিষয় হল ফাইল আপলোড করতে আমি পারতেছি না কারন Eorro আসতেছে এর কারণ কী দয়াকরে একটু বুঝিয়ে বলবেন কি?

file upload করতে একাউন্ট লগইন করে upload file এ ক্লিক করুণ, তারপর ফাইলটি ডিটেক্ট করে start upload এ ক্লিক করুন, আপ্লোড হয়ে যাবে। কয়েকটা ফাইল আপ্লোড করে কিছু ডলার ইনকাম করুন, পেমেন্ট মেথডে পেজে অটোমেটিক এড হয়ে যাবে। আমি পেজা দিয়েই উথড্র করি বিশ্বাস না হলে আপনার email adress দেন আমি প্রুফ পাঠিয়ে দিচ্ছি। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

Ake computer ba mobile device diye jodi keu akadhikbar akoi file download kore thaholeo ki seta caunt hobe? R 1000 download seta ki file naki account ar upor,Mane amar 500 file upload deoya ase protek file duibar download hole amar account a download hosse 1000,R file ta download holo duibar…. Akhon kon bisoyta caunt hobe…. Please reply

    Sorry Bro, কাউন্ট হবে না, কারণ এরা আইপি ট্রাক করে। টিউমেন্টের জন্য ধন্যবাদ।।।

১টি ফাইল ১ আইপি থেকে ডাউনলোড করলে ১বার কাউন্ট হবে। আর আপনি যদি দুইটি ফাইল আপ্লোড করেন একই আইপি থেকে আলাদা আলাদা দুইটি ফাইল ডাউনলোড হলে, সেক্ষেত্রে ২ বার ডাউনলোড কাউন্ট হবে।

ভাই ওদের makemoney পেজে “Group A ,Group B, Group C ,Group D”
এই টা একটু বুযাই বলবেন কি?
এর একটা ডেমো ডাউনলোড লিঙ্ক দেন

Group A,B,C,D আমি নিজেও বুঝি না, কিন্তু আপনি ১০০০ হাজার ডাউনলোডে ৫ ডলার ইনকাম করতে পারবেন, আমি এটা সিউর কারন আমি নিজে তা ইনকাম করি। ইনকাম কৃত ডলার payza দিয়ে সহজেই উইথড্র করা যায় সহজেই। ডেমো ডাউনলোড লিংক- https://goo.gl/TdWdIZ

Thanks…For reply