ব্লগ, ওয়েবসাইট অথবা ওয়াপসাইট থেকে আয় : কিছু এড নেটওয়ার্ক এর রিভিউ এবং আমার নিজের অভিজ্ঞতা

বিসমিল্লিহির রাহমানির রাহিম 

আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।

আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি এড নেটওয়ার্ক সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। হয়তো এসব সাইটের নাম আগেই শুনেছেন কিন্তু এসব সাইট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা নেই। আমার ব্যক্তিগত ব্লগ থাকার কারণে এড নেটওয়ার্ক সাইটের সাথে অনেক দিনের পরিচয়। কিন্তু অনেক খুজেও দেখা যায় ভালো কোন এড নেটওয়ার্ক এর খোজ পেতাম না। পরে প্রায় বেশ কয়েকটি এড নেটওয়ার্ক নিজে ব্যবহার করে নিজেই এর রিভিউ দেখেছি। অনকে ব্লগেই বেশির ভাগ ব্লগারই তাদের রেফারেল লিংক শেয়ার করার জন্য কোন একটা এড নেটওয়ার্ক এর গুনগান শুরু করে থাকে। ফলে আমাদের আসল সাইটের খোজ পাওয়া যায় না। আজকে আমি নিজে ব্যবহার করি ৩ টি সাইট সহ এসব সাইটে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করবো। আমি প্রথমেই এডসেন্স নিয়ে কিছু কথা বললো। এডসেন্স এড নেটওয়ার্কের মধ্যে প্রথম। কিন্তু এর নিয়ম কানুনের কারণে এপ্রুভ হওয়া এবং সাইট টিকিয়ে রাখা বেশ কঠিন। যার ফলে এই এড নেটওয়ার্ক অনেকের কাছেই স্বপ্নই থেকে যায়। আমি আমার ব্লগে এডসেন্স এর এডও ব্যবহার করি  । কিন্তু অন্য সাইটদেরকেই বেশি প্রধান্য দিই। বাকী এড নেটওয়ার্ক গুলো নিয়ে নিচে আলাচনা করা হয়েছে।

প্রথমেই গুগল এডসেন্স নিয়ে আমার কিছু কথা :

গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটা সার্ভিস। এটার মাধ্যমে গুগল ব্লগারদের ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং তার বিনিময়ে ব্লগারদেরকে টাকা দেয়। ব্লগ থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়। গুগলের আরেকটা সার্ভিস আছে, যার নাম গুগল এডওয়ার্ড। গুগল এডওয়ার্ড এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের কাছ তাদের ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের প্রচারনার চুক্তিতে টাকা নেয়। তারপর এডসেন্স সার্ভিসের মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে টাকা প্রদানকৃত ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করায়। এখন গুগল যত টাকা আয় করে তার থেকে ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে ৬৮% পরিমান অর্থ প্রদান করে এবং বাকি ৩২% অর্থ সার্ভিস পরিচালনা ব্যয় হিসেবে গুগল রেখে দেয়। এডসেন্স এর টাকার পরিমান নির্ভর করে ব্লগের ভিজিটর এর উপর। আপনার যদি প্রচুর ভিজিটর থাকে তাহলে আপনি ভালো আয় করতে পারবেন অন্যথায় পারবেন না। গুগল আপনার সাইটে বিজ্ঞাপন অর্থাৎ অন্য ওয়েবসাইট এর লিঙ্ক প্রদর্শন করাবে, এখন আপনার ব্লগের ভিজিটর যদি সেই লিঙ্কে ক্লিক করে বিজ্ঞাপন দাতার ওয়েবসাইটে যায় তাহলেই আপনি টাকা পাবেন।

গুগল ব্লগারদেরকে দুই ভাবে টাকা দেয়। ১. Western Union এবং ২. ব্যাঙ্ক চেক এর মাধ্যমে। দুঃখ জনক হলেও সত্য যে, আমাদের দেশে Western Union এর মাধ্যমে টাকা দেয়া হয় না। ফলে আমাদের টাকা হাতে পেতে দেরি হয়। আপনার একাউন্টে $100 বা তার বেশি জমা হলে প্রত্যেক মাসের ২৩-২৫ তারিখের মধ্যে একটি ব্যাঙ্ক চেক আপনার ঠিকানায় টিউন করা হবে।

চেক আসতে নরমালি টিউন-অফিসের মাধ্যমে আনলে ২০-২৫ দিন সময় নেয়। এর আপনি যদি DHL কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনেন তাহলে এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন (এক্ষেত্রে ৩০ ডলার কেটে নেয়া হবে)। চেক হাতে পাওয়ার পর চেকটি যে কোন ব্যাঙ্কে জমা দিলেই আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে। টাকা জমা হতেও কিছুদিন সময় লাগে।

গুগলের এড ব্লগে বসালেই টাকা আসা শুরু হবে এটা আরেকটা ভুল ধারণা। অনেকেই মনে করেন ব্লগে এড বসালেই টাকা আসা শুরু হবে। আমি নিশ্চিত প্রত্যেক ব্লগারই এই কথা ভাবেন। কিন্তু এডসেন্স একাউন্ট পাবার পরে তারা আসল বিষয়টি বুঝতে পারেন। এটা ভাবা আসলে কোন দোষের কিছু নয়। আমিও একসময় এটাই ভাবতাম, কিন্তু এখন বুঝি যে আসলে এডসেন্স থেকে আয় করা এত সহজ না। এডসেন্স থেকে আয় করতে হলে আপনার প্রয়োজন হবে প্রচুর ট্রাফিক। অনেকেই বলেন যে আমার সাইটে দৈনিক ১০০০-১২০০ ভিজিটর আসে। তাদেরকে বলছি আপনি কি কখনো আপনার সাইটের বাউন্স রেট দেখেছেন? শুধু ভিজিটর আসলেই হবে না, ভিজিটর কে সন্তুষ্টও করতে হবে। একজন ভিজিটর যখন আপনার সাইটে সন্তুষ্ট হওয়ার মত কিছু পাবে, নিশ্চয় তখন কিছু সময় আপনার সাইটে থাকবে। এর যখন একজন ভিজিটর কিছুক্ষণ আপনার সাইটে থাকবে তখন আপনার সাইটে বিজ্ঞাপনের দিকে তার নজর দিবে এবং ক্লিক দিবে। অন্যথায় ভিজিটর এসে যদি আপনার সাইটে কিছু না পায়, তাহলে নিশ্চয় সে আপনার সাইটে থাকবেনা। সাইটে ভিজিটর না থাকলে বিজ্ঞাপনে ক্লিক পরার কোন সম্ভাবনা নেই। এর বিজ্ঞাপনে ক্লিক না পরলে টাকা আয়ের প্রশ্নই আসে না। এখন বলুন গুগলের এড ব্লগে বসালেই কি টাকা আসা শুরু হবে?

এডসেন্স একাউন্ট এপ্রুভ হওয়ার প্রধান শর্ত সমুহঃ

  • অবশ্যই ১০-১২ ভালো কুয়ালিটির আরটিকেল থাকতে হবে।
  • অন্য কোন কোম্পানির এড থাকা যাবে না।
  • পপ-আপ উইন্ডো যেমনঃ ফেসবুক লাইক বক্স থাকা যাবে না।
  • কপি-পেস্ট কন্টেন্ট থাকা যাবে না।
  • কপিরাইট আইন ভঙ্গ করে এমন কিছু রাখা যাবে না।
  • এডাল্ট, হ্যাকিং, কোন জাতি বা গোষ্ঠীকে নিয়ে ব্যাঙ্গ করা হয়েছে এমন কোন কন্টেন্ট থাকা যাবে না।
  • অনেকে বলেন ভালো ভিজিটর থাকতে হবে। আমি বলি না, কোন ভিজিটরের প্রয়োজন নেই (সম্পূর্ণ আমার মতামত)।
  • গুগল সমর্থন করে না এমন কোন ভাষার কন্টেন্ট থাকা যাবে না। (যেমনঃ বাংলা ভাষা গুগপ্ল সমর্থন করে না)
  • টপ লেভেল ডোমেইন হতে হবে। অর্থাৎ সাব-ডোমেইন হলে একাউন্ট এপ্রুভ হবে না। (তবে ব্লগস্পট এর বিষয়টা আলাদা)

 

এবার আসি অন্যন্য এড নেটওয়ার্ক সাইট নিয়ে। আমি প্রধানত বেশি গুরুত্ব দিই adhitz.com কে। আর clicksor এবং Reveniuhits কে পরবর্তী হিসেবে রাখি। এদের নিয়ে আমার রিভিউ :

adhitz.com

আমার দেখা খুব ভালো পেমেন্ট করে এর। এরা মূলত CPC ভিত্তিক সাইট। মানে এদের এড আপনার সাইটে দেখানো হলে টাকা দিবে না। এরা প্রতি ক্লিকের উপর টাকা দিবে। আর এদের সাইটে আপনি আপানার ইচ্ছামতো দামে আপনার সাইটের এড প্লেসগুলো বিক্রি করতে পারবেন। এরা সাধারণ এডে কমপক্ষে 0.04$ পে করে থাকে প্রতি ক্লিকে। আবার ইউএস, ইউকে, কানাডার ক্লিক পড়লে প্রতি ক্লিকে 0.20 করে পে করে থাকে। তাই আপনি মূলত আপানরা সাইটে যেখানে ক্লিক পড়ার সম্ভাবনা বেশি সেখানে এর এড বসাতে পারেন। আমি টিউনের মাঝে বসিয়েছি। এদের 300x250 ব্যানারে সবচেয়ে বেশি PTC সাইটের এড দেখায়। তাই আমি একটি পপ আপ বক্স তৈরী করেছি। এতে আমার সাইটে প্রতিদিন ১৫০০ পেইজ ভিউয়ে ক্লিক পড়ে ৩0 এর মতো করে। মানে এখান থেকে আমার প্রতিদিন গড়ে আসে ২$ এর উপরে মাত্র ১৫০০ পেইজ ভিউয়ে। আমার বসানো এড এর ডেমো দেখতে এখানে ক্লিক করুন এবং সাইন আপ করতে এখানে ক্লিক করুন।

RevenueHits

আমার দেখা আরেকটি সেরা এড নেটওয়ার্ক। এরা মূলত ক্লিক এবং এড দেখানো দুটোতেই ভালো পে করে থাকে। এটা গুগল এডসেন্স এর মত পে করে কোন কোন ক্ষেত্রে এটা এডসেন্স এর হতেও বেশি পে করে। আপনি মোটামোটি ভিসিটর দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন।এদের cpm রেইট অনেক ভাল। যেমন ধরুন আপনার দিনে ভিসিটর ২০০০। আপনার ইম্প্রেশন যদি হই ৬০০০ এবং CPM রেইট যদি ১ ডলার হয় তাহলে আপনার ইনকাম হবে (৬০০০/১০০০)x১= ৬ ডলার। আমার মত যারা ওযেব ব্লগিংকে পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছেন, তৈরীকরেছেন গাঁটের টাকা খরচ করেছেন আপনার অতি সাধনার ওয়েব সাইটটি কিন্তু গুগল এডসেন্স এর পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনার আয় এখন শুন্যের কোঠায়! তারা আজ এখন থেকে গুগল এডসেন্স এর আশা বাদ দিয়ে চলে আসুন। আরেকটি কথা, এরা রেফারেলে অনেক ভালো পেমেন্ট করে থাকে। আপনি যদি ভালো মানের একজন ওয়েব সাইট মালিককে রেফারেল করতে পারেন তবে তো কথাই নেই। এর প্রতি রেফারেলে সর্বোচ্চ ১০০$ পে করে থাকে। আমার ১৫০০ পেইজ ভিউয়ে এদের সাইট থেকে আমার আসে ২$ এর মতো। মানে এরা এডসেন্স এর সেরা বিকল্প। এডসেন্স এর এদের মধ্যে কিছু পার্থক্য :

১। এডসেন্স একাউন্ট এপ্লাই করার জন্য অনেক দিন পর্যন্ত করতে হয়, কিন্তু রিভিনিউহিটস মাত্র 30 সেকেন্ড মধ্যে হয়ে যায়।
২। এডসেন্স যে কোন সময় ব্যান করার সম্ভাবনা আছে, কিন্তু রিভিনিউহিটস নাই।
৩। এডসেন্স অনভিলিড ভিজিটর জন্য পে করে না, কিন্তু রিভিনিউহিটস পে করে।
৪। এডসেন্স শুধু মাত্র ব্যাংক ও চেক পে করে, কিন্তু রিভিনিউহিটস ব্যাংক, চেক, পেপাল পে করে।
৫। এডসেন্সই সেরা, কিন্তু আমি মনে করে রিভিনিউহিটস সেরা।
৬। এডসেন্স পিন ভেরিফিকেশন এর ঝামেলা করতে হয়, কিন্ত রিভিনিউহিটস ভেরিফিকশনে কোন ঝামেলা নাই।
৭। এডসেন্স সাথে অ্ন্য কোম্পানীর এড ব্যবহারের ঝামেলা, কিন্তু রিভিনিউহিটস এর কোন ঝামেলা নাই।

আর পেমেন্ট পাওয়ার জন্য রয়েছে তিনটি সহজ উপায়, Payoneer, PayPal এবং ব্যাংক চেক, সর্বনিম্ন $20 ডলার হলেই পেপাল বা পেওনিয়ার এ পেমেন্ট নিতে পারবেন এবং $500 হলে ব্যাংক চেক নিতে পারবেন।

সাইন আপ করতে এখানে ক্লিক করুন অথবা নিচের ছবিতে ক্লিক করুন।

clicksor

 

আমি এই সাইটের এড ব্যবহার করছি কয়েকদিন হলো। এখন পর্যন্ত ভালোই দেখতে পাচ্ছি। এই সাইট নিয়ে আজকে আর বিস্তারিত লিখবো না। আমার জানামতে এরা বেশ ভালোই পেমেন্ট করে থাকে। সাইন আপ করতে এখানে ক্লিক করুন।  আমি আর কিছুদিন ব্যবহার করে এদের সাইট নিয়ে একটা পূর্ণাঙ্গ রিভিউ লিখবো। আজকে লিখতে লিখতে হাতে ব্যাথা ধরে গেছে। আর আর পারছি না। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।

 

 

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর লেখা সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর কিছু উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

আল্লাহ হাফেজ।
ফেসবুকে আমি

Level 2

আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে একটু হেল্প করো তো।
আমার এই দুই সাইটে কেমন কি অ্যাড দিলে ভালো হয়, একটু জানাও।
http://www.valobasa.in
http://www.uctop.in

    ধন্যবাদ আপনার টিউমেন্টের জন্য ।
    আপনি uctop এ adhitz ব্যবহার করলে অনেক ভালো ক্লিক পাবেন । কারণ এরা মূলত অনলাইনে আয়ের এড বেশি দেখায় । এটা আপনার সাইটের জন্য পারফেক্ট ।
    আর valobasa এর জন্য পোস্টের মাঝে adhitz এবং সাইটবার, ফুটার এবং হেডারে Reveniuhits ব্যবহার করতে পারেন । কারণ এদের এডে ক্লিক কম পড়ে এবং ভিউ বেশি হয় ।

Thanks a lot

আমাকে একটু হেল্প করুন ,
আমার তৈরি ই কমার্স সাইট http://www.shopingmol.com , এখানে কোন ধরনের এড বসালে ভাল হয়

    আপনার সাইটের যেখানে ক্লিক বেশি পড়ে মানে সাইটের AD এর ভেতরে আপনি adhitz এর এড ব্যবহার করতে পারেন । অনেক কাজে দিবে । আর আপনি সাইটবার, ফুটারে রিভিনিউহিটস ব্যবহার করতে পারবেন ।
    আর ভাইয়া আপনার সাথে আমার একটু কথা আছে । প্লিজ ফেসবুক আইডিটা দেন ।

nice post শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনি কয়টা হতে টাকা উত্তোলন করেছেন। মিস্টার……..

adhitz.com পেমেন্ট কি পেইজা সাপোর্ট করে?

Level 2

ভলো লাগলো তবে প্রতেকটা নিয়ে বিস্তারিতো লিখলে ভালো হত, যেমন adhitz.com,clicksor এই দুইটা সাইটের ডলার কোন কোন পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে। আর আপনার পেমেন্ট প্রুফটা দিলে সবার কাছে অত্যাধিক গ্রহন যেগ্য হত।

আতিকুর ভাই, plz helpe me,,
আমি আমার ব্লগার সাইট এ adhitz এর এড লাগিয়েছি, কিন্তু তারা ক্লিক কাউন্ট করছে না,,
আমার সমস্যার কথা তাদেরকে বললাম, তারপর রিপ্লে দিলো,
কি রিপ্লে দিয়েছিলো সেটা মনে নেই,
তারপর একটা ক্লিক কাউন্ট করেছে,, এবং ০.০৪ দিয়েছে,
তারপর আর দিচ্ছে না,, এখন আমি কি করবো,,
বাংলাদেশের কি কোনো বিশ্বস্থ এড নেটওয়ার্ক সাইট সম্পর্কে বলতে পারবেন,??
বাংলাদেশের তো অনেক এড নেটওয়ার্ক আছে, কিন্তু কোনটা ভালো আর কোনটা বেইমান তা তো জানিনা,,
ভাই প্লিজ, রিপ্লে দিবেন,,,,,,আপনার রিপ্লের আশায় আছি,,,,,,,
01773037822 এটা গরিবের ফোন নাম্বার,,,

ভাই আমার সাইট টির জন্য কোন এড নেটওয়ারক টি ভালো হবে দয়া করে একটু জদি বলতেন! সাইট লিংক https://q2ansbd.xyz