অনলাইন আয়ের ইতি বাচক ও নেতি বাচক দিক নিয়ে কিছু কথা। অনলাইনে আয় করতে কে না চায়?

টেকটিউনকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগ। ছাত্র, শিক্ষক, কর্মজীবীসহ সকল ক্ষেত্রের মানুষ টেকটিউনসে প্রতিদিন একবার হলেও আসে।

শুধু বাংলাদেশ নয় বিদেশে কর্মরত বহু লোক টেকটিউনসের ভক্ত। আমার জানামতো; হাবিব ভাই-সৌদিআরব, ওমর ফারুক ভাই- সিঙ্গাপুর, রমিজ উদ্দিন ভাই- লন্ডন। এছাড়াও বহু জানা অজানা প্রবাসিরা টেকটিউনসের মেম্বার।

অনেক লোক আছে যারা টেকটিউনস যেটা বলে মানে টেকটিউনসের টিউন দেখে পথ চলে। সকল ক্যাটাগরিতে টেকটিউনসের গুনাবলি ভাষায় প্রকাশ করার মত নয়। এখান থেকেই সবার দিনের শুরুটা হয় এবং দিনের শেষ হয়।

আর টেকটিউনসের এডমিন প্যানেল পৃথিবীর অন্য সকল ব্লগ বা ফোরাম সাইটের থেকে বহুগুন বেশি একটিভ। প্রতিটি টিউন এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়।

ঠিক এমন পরিস্থিতিতে অনলাইন আয়ের বিষয়ে আমি বলবো।

টেকটিউনসের টিউন দেখে মানুষ কাজ শুরু করে। অনলাইনে আয় করতে কে না চায়? কিন্তু বহু টিউন এখনো রয়েছে যেই টিউনের দেওয়া সাইটগুলো স্ক্যাম।

4 ঘন্টা আগে করা টিউনটি: নিজের হাত খরচটা অন্তত তুলুন। এখানে দেওয়া Buxept সাইটটা স্ক্যাম হয়ে গেছে। ১ সপ্তাহ ধরে পেমেন্ট দিচ্ছে না। এটা জেনে বা না জেনে যেই ভদ্রলোক টিউন করলেন তিনি কি করলেন? এটা দেখে অনেক লোক কাজ করবে এবং পেমেন্ট পাবেনা। পরে অন্য সকল পিটিসি নিয়ে টিউন করলে গালাগালি করবে।

Shbux এই সাইটটা পুরো পুরি স্ক্যাম এখানে কাজ করা সেব মেম্বাররা বাংলাদেশী। কিভাবে? টেকটিউনসে অনেক টিউন হয়েছে এটা নিয়ে। বহুলোক ইনভেষ্ট করে টাকা হারিয়েছে।

marketpaid সাইটে এড ফান্ড করতে পেজা 50 ডলার লাগে তাই নিশ্চিত এটা স্ক্যাম এই সাইট নিয়ে এখনো টিউন আছে।

Clicknbux সাইটও স্ক্যাম যা গতমাসে টিউন হয়েছে।

টেকটিউনসে অনেক ভালো সাইটেরও টিউন হয়। কিন্তু সকালে দেখি টিউন আছে অথচ বিকালে নাই।

আমিও টেকটিউনসে টিউনকরি এই সাইটে কাজ করে ধরা খাওয়ার ফলে এবং অনেকের অসহায়তা দেখে। বিশেষ করে Shbux এর টিউন দেখার পর আমি টিউন করতে নামি। কিন্তু কয়েক দিনপর আমার টিউনারশীপ স্থগিত। আমার অপরাধ কি জানি না। যদি অপরাধ বুঝতে পারতাম তবে ভূল হতো না।

টেকটিউনসের চোখ ফাকি দিয়ে অনেকে স্ক্যাম সাইটের টিউন করতেছেন। এতে আমার আপনার সবারই ক্ষতি হচ্ছে। আপনারা যাচাই করে কাজ করবেন। নতুন কোন সাইটেই কাজ করবেন না না না।

 

আমি কেন পিটিসি / অনলাইন আার্নি সাইট নিয়ে টিউন করি?

1. পিটিসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে আয়। বিনিয়োগ বিহীন; কোন টাকা লাগেনা কাজ শুরু করতে। কোন কাজ জানা লাগেনা।

2.  পৃথিবীর বহু দেশের বহু লোক পিটিসিতে কাজ করে জীবন ধারন করে এবং এখানে কাজ করে আমিও জীবন ধারন করি।

3. সময় নষ্ট হয় না। প্রতিদিন যে কোন সময় 1 ঘন্টা কাজ করলেই চলে। কোন অফিস নেই। কোন বস নেই।

4. বহু স্ক্যাম সাইটের টিউন দেখে ট্রাস্টেড সাইট নিয়ে টিউন করি যাতে কেউ সময় অর্থ কিছুই না হারায়।

5.  টেকটিউনসের অনেক মেম্বার আছে যারা অনলাইনে আয় করতে চায় কিন্তু বিশ্বস্থ সাইট পায় না তাই।

6. অনেক পঙ্গু / পেরালইসিস লোক আছে যারা কোন কাজ করতে পারেনা। ঔষধ খরচ চালাতে পারে না তাদের জন্য টিউন করি।

7. অনেক ছাত্র আছে যারা টাকার জন্য পড়াশোনার খরচ চালাতে পারেনা তাদের কাজের ব্যবস্থা করি।

8. অনেক মায়েরা আছেন যাদের স্বামী নেই অথবা ডিভোর্সড তারা অনলাইনে কাজ করতে চান তাদের জন্য টিউন করি।

9. এছাড়া বহু অসহায় মানুষ রয়েছেন যাদের টাকার প্রয়োজন। জীবন ধারনের জন্য ও পরিবারের ভরণপোষণ চালানের জন্য।

10. অনেক অলরেডি পিটিসিতে কাজ করতেছেন কিন্তু সফল হননি। ভালো আয় করতে পারেন নি। তাদের উদ্দ্যেশে্ আমার টিউন।

11.  অনেক বেকার আছেন যাদের কোন কাজ নাই কাজ পান না তাদের একটু হলেও সাহায্য করি।

12. মোবাইল এড নেটওয়ার্ক সাইটে মানে xxx সাইটে কাজ করে অনেক ছেলেরা খারাপ জগতে পা দিচ্ছে তাদের পিটিসি জগতে আনতেছি।

13. What'sApp এ বাংলাদেশের লাখো ছেলে-মেয়ে খারাপ ভিডিও দেখতেছে। ভিবিন্ন গ্রুপ খুলে ভিডিও ডাউনলোড দিচ্ছে পড়াশোনা, সময়, অতপর: জীবন নষ্ট করতেছে। তাদের আমি অনলাইন ইনকাম জগতে আনতেছি।

পিটিসি সাইটে কাজ করে জীবন ধারন অথবা পকেট খরচ চালানো যাবে?

1. অবশ্যই যাবে। সেই জন্য কিছু সময় লাগবে পিটিসি কে বুঝার জন্য। কিছু বুদ্ধি জানতে হবে। ভালো সাইটে কাজ করতে হবে।

2. যদি আপনি 10টা ট্রাস্টেড সাইটে 1 মাস কাজ করেন প্রতিটি সাইট থেকে 5 ডলার করে আয় হলেও আপনার 50 ডলার আয় হবে যা 4 হাজার টাকার মত।

3. আপনি পিটিসি সাইটে ক্লিক করার পাশাপাশি সাইনআপ, গ্রিড, টাস্ক, সার্ভে ইত্যাদি করে আরো বেশি আয় করতে পারবেন।

4. আপনি রিভিনিও সাইটে এডপ্যাক কিনে আরো বেশি আয় করতে পারেন।

5. কোন কোন সাইট থেকে প্রতিদিন 5 ডলার মাসে 150 ডলাম মানে হচ্ছে প্রায়: 12 হাজার টাকা আয় করা সম্ভব।

6. মোট কথা পিটিসি থেকে একটু কষ্ট করে মাসে 10 - 12 হাজার টাকা আয় করা সম্ভব।

 

পিটিসি ছাড়া কি আয়ের উপায় নাই?

অবশ্যই আছে কিন্তু তা করতে হলে টাকার প্রয়োজন মানে ফ্রিল্যান্সিং শিখতে হলে কেউ ফ্রি শিখাবে? এসইও, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সহ অনেক কাজ আছে যেই গুলোতে কাজ করে মাসে আরো আরো  বেশি টাকা আয় করা যায়। কিন্তু আমার কাছে তো এই গুলো শিখার টাকা নাই কিভাবে শিখবো? তাই পিটিসি হচ্ছে উত্তম পদ্ধতি।

 

আমার কিছু কথা।

আমি বি.এ অনার্স, এম এ (ইংরেজি) পড়াশোনা, চাকরির পাশাপাশি পিটিসিতে কাজ করি। এবং আমি সফল  এফ্লিয়েট মার্কেটার। মাসে 10 থেকে 12 হাজার টাকা আসে এই গুলোতে কাজ করে।

আমার আসল কাজ হচ্ছে বাংলাদেশের আমার ভাইদের বুঝানো শিখানো কিভাবে কোথায় কাজ করতে হবে। কিভাবে কাজ করলে বেশি আয় করা যাবে। আমি সবার সমস্যা সমাধান করি যে কোন সমস্যা। এই গুলো করতে আমার ভালো লাগে। কারো উপকারে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। সকাল থেকে রাত পর্যন্ত আমি সবার সেবায় নিয়োযিত।

বাংলাদেশের আরও বিভিন্ন ব্লগে আমি লেখা লেখি করি। রেফারেল পাওয়ার জন্য নয়। রেফারেল আমি খুজিনা, রেফারেল আমাকে খোজে।

ইন্টারন্যাশনাল 

http://www.moneymakergroup.com

 https://a2s.in

http://www.emoneyspace.com/forum

এই সকল আরো সাইটের মেম্বার আমি ঐ গুলোতে টিউন করি।

এছাড়াও

http://clicktrackprofit.com/profile/sanjitds

https://sanjitds.passive-earner.com

এই সকল সাইটের Internet marketing মেম্বার।

শুধুমাত্র আমার ট্রাফিকমনসুনের আয় দেখালাম:

শেষ কথা:

আমি যা যা জানি সবার কাছে শেয়ার করতে চাই। অনলাইন আয় নিয়ে সবার দু:শ্চিন্তা দূর করে দিতে চাই এবং যারা আয় করতে পারছেন না তাদের সাহায্য করতে চাই। আমার কোন চাহিদা নাই। আমি চাই কেউ যেন স্ক্যাম সাইটে কাজ না করে।

টেকটিউনসের কাছে অনুরোধ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। আমি যেন অন্তত সবাইকে স্কেমের হাত থেকে রক্ষা করতে পারি।

টেকটিউনসে টিউন করার যোগ্যতা আমার আছে। আমার মেধাকে কাজে লাগাতে চাই। আমি নতুন না যে একটা পিটিসি পেলাম আর টিউন করে দিলাম রেফারেল পাওয়ার জন্য।

আমি এডভারটাইজ করে রেফারেল পাই।

সুতরাং টেকটিউনসের নীতিমালা ভঙ্গ আমি কখনই করবো না। আমি টেকটিউনসকে শ্রদ্ধা করি। আমি আমার টিউনারশীপের অপব্যবহার করবো না।

আমার ফেসবুক প্রোফাইল: https://facebook.com/sanjitf

আমার ব্লগ: http://bdbestptc.blogspot.com

ধন্যবাদ

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার টিউনটা পড়ে অনেক খুশি হলাম। কারণ আমার জীবনের প্রথম ইনকাম এই পিটিসি সাইট থেকে। আমার ট্রাফিকমনসুনের একাউন্ট ব্যান করে দেয় কেন আমি জনি না। আপনার জানা থাকলে প্লিজ বলবেন। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

আপনার ব্যান হওয়া টিএম একাউন্টের ইউজারনেম পাস দিন। আমি সাপোর্টে মেসেজ দিয়ে ঠিক করে দেয়ার চেষ্টা করবো। আর টিএমের সাপোর্ট খুবই ভালো। আশা করি ঠিক হয়ে যাবে। আপনি নিজেও সাপোর্টে মেসেজ দিতে পারেন। ভালো করে ইংরেজিতে বুঝিয়ে লিখবেন।

Level New

ভাই আপনার লেখাটা অনেক ভালো লাগলো,আমি অনলাইনে আয় করার জন্য সব সময় পিটিসিকে খারাপ মনে করতাম, আমি মোটামুটি গ্রাফিক ডিজাইন,এইচ টি এম এল,সি এস এস-ডাটা এন্ট্রি জানি,ওডেস্ক ১০টা টেস্ট নিজ যোগ্যতায় উত্তিন হয়েও কাজ পাইনি,আমি একটা চাকুরি করি তার পাশাপাশি অনলাইনে আয় করতে চাই তাই আপনার সাহায্য চাই, নেট এ আমার দক্ষতা ভাল,ভাল ইংরেজি জানি ও বুঝি,আপনি যে ভালো পিটিসি সাইডে কাজ করেন তার একটা লিস্ট আমায় সেন্ড করুন।আমি ট্র্যই করতে চাই। ভালো থাকবেন। আর একটা কথা দিনে ২/৩ ঘন্টা কাজ করে কি ৬/৭ আয় করা সম্ভব।https://www.facebook.com/jalal.uddin.5872682

    ভালো পিটিসি সাইট লিষ্ট কিভাবে দিবো? ভালো বলতে হাতে গোনা কয়েকটা। আর এগুলোতেই ভালো করে কাজ করবেন।

Level 2

@ মাঝি ভাই > আমি Paidverts এ কাজ করি, এই সাইট সম্পর্কে কোন দুসংবাদ আপনার কাছে আছে কী…? ট্রাফিক মুনসুন এখানে কি নিওবাক্স এর মত রেফারেল রিনিও করতে হয় বা কিনে কাজ করতে হয়। অবশ্য অনেককে বলতে সুনেছি Useclix সাইটটা নাকি ভালো। পেইড ভার্টস এর পাশাপাশি একটা সাইটে কাজ করতে চাই।

    Paidverts অনেক ভালো সাইট। ট্রাফিকমনসুন, ইউজক্লিক্সও ভালো কাজ করতে পারেন। তবে যেটাতে করবেন ভালো করে করবেন যেমন: ইউজক্লিক্সে আপগ্রেড করে 100 rr হলে ডেইলি কমপক্ষে 1$ আসবে। 1000 rr হলে ডেইলি কমপক্ষে 10$ আসবে। Happy Earnings….http://sanjitds.blogspot.com

Shbux marketpaid.Clicknbux. vai amake bachalen.ami peyment paini akhono.

    Vai ai dukhkhe e to post kori. keno j boro vaiara scam site er post koren bujhina