ফ্রিল্যান্সিং করতে চান ? নাকি অন্য কিছু ?

সবাই আমার সালাম নিবেন।

প্রতিটা বাবা মা ই চায় তার ছেলে বড় হয়ে আরো বড় হোক।

কিন্তু সবসময় তা হয়না, কারন বড় হওয়ার জন্য সঠিক রাস্তা পাওয়া এতটা সহজ না।

আর পেলেও তা ধরে রাখা মুশকিল হয়ে পরে।

জাই হোক কাজের কথায় আসি।

মানুষ লেখাপড়া করে বড় হয়ে একটা ভাল চাকরি এবং ভাল সেলারি পাওয়ার জন্য, কিন্তু বর্তমানে অবস্থা এমন হয়ে দারিয়েছে যে আজকাল মামা চাচার রেফারেন্স ছাড়া চাকরি পাওয়া মুশকিল।

হ্যাঁ চাকরি পায় অনেকে তবে মামা চাচা বা মোটা অংকের টাকা দিয়ে।

কিন্তু সবার তো আর মামা চাচা বা মোটা অংকের টাকা নেই।

তাহলে এখন উপায় ?

উপায় অবশ্যই রয়েছে।

আপনি চাইলেই ওই মামা চাচার ভাগিনাদের থেকেও বেশি টাকা উপার্জন করতে পারেন।

তার জন্য আপনার বেশি লেখাপড়া জানার কোন প্রয়োজন নেই।

প্রয়োজন আছে কিছু দক্ষতার।

দক্ষতা থাকলেই আপনি ভালো মানের টাকা ইনকাম করতে পারেন ইন্টারনেট থেকে।

কাজ করার জন্য রয়েছে অনেক মার্কেট প্লেস।

তার মধ্যে অন্নতম-

 

   Upwork

fbt-it

 

 

 

 

 

 

এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোন না কোন কাজের উপর ভালো দক্ষতা থাকতে হবে।

 

যেমনঃ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।

 

কঠিন পরিশ্রম আর অধ্যবসয় করে গেলে আপনি এখান থেকে সফল হতে পারবেন।

 

এখানে কাজ থাকার তুলনায় কাজ করার মানুষ কম।

 

এখান থেকে কাজ করে আজ পর্যন্ত কেও নিরাশ হয়নি, আশা করি আপনি ও হবেন না।

 

এখানে আপনি নানা ধরনের কাজ করতে পারেন।

 

মূলত আপনি যেই সব বিষয়ে দক্ষ কেবলমাত্র সে কাজগুলই আপনি করতে পারবেন।

 

যদি আপনি একেবারেই কাজ না জানেন তাহলে আপনি youtube থেকে বাংলা টিউটোরিয়াল

সংগ্রহ করে দেখুন ও সাথে সাথে প্র্যাকটিস করুন।

শুধু ভিডিও দেখে গেলে কখনই আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না।

 

তাই আপনার প্রয়োজন হাতে কলমে শেখার।

 

কাজ শেখা নির্ভর করবে আপনার উপর।

 

আপনি যতই পরিশ্রম করবেন ততই সফলতা আপনার পিছনে দৌরবে।

 

তাই ভালভাবে কাজ শিখে মাছ ধরতে নামুন, ফলে পুঁটি মাছ পাবেন না বরং আপনার অজান্তেই রুই মাছ পেয়ে বসবেন।

 

আর একটা কথা একসাথে অনেক কিছু শেখার চেষ্টা করবেন না ফলে তলিয়ে যাবেন, যেটাই করবেন একটা একটা করে ভালভাবে শিখবেন তাহলেই আপনার সফলতা নিশ্চিত।

 

এই সব লেখার মূল কারন হচ্ছে আমাদের বাঙ্গালী ভাইয়েরা যেন কাজ করার উথসাহ পায়।

 

আমরা আর পিছনে ফিরে তাকাবনা, এগিয়ে জাব সামনের দিকে,

 

যাওয়ার সময় একটু সাবধান করে যাই, সেটা হচ্ছে ভুলেও পেইড টু ক্লিক (PTC)  এর কাজ করতে যাবেন না।

 

PTC সাইট থেকে ১০০ ইঞ্চি দূরে থাকুন।

 

 

পূর্বে প্রকাশিত আমার ওয়েবসাইট এ।

 

 

কোন সমস্যা বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফেসবুকে পাবেন।

আজ তাহলে এই পর্যন্তই, আগামি টিউনে আবারো কথা হবে।

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে আয়ের সহজ পথ, http://getcaptcha.com/?ref=29352 রেজিস্ট্রসান করুন,২= ইমেলে পাসওয়াড যাবে কপি করুন, লগিন করুন, কেপচা পুরন করুন,সাবমিট করুন বাস আর কিছুনা,উপরে SKIP ADD এ ক্লীক করুন, ১০০এড পাবেন ১ডলার,সবচে বড় কথা এরা ১০০% রেফার কমিসন দেয়, একটা কথা কেপচা কপি পেস্ট করে বসাবেন না,জদি বসান ২৪ঘন্টার জন্ন বাতিল, করতে থাকুন, আল্লাহ হাফেয…।

খুব কাজের পোস্ট ভাই। আপনাকে অনেক ধন্যবাদ