অনলাইন আয়ের পথ (পর্ব: ০১) প্রতিদিন আয় করতে পারেন 1-5 ডলার

আজ আপনাদের পরিচয় করিয়ে দিতেছি একটি সাইডের সাথে। যে সাইড থেকে আপনি দৈনিক .30 সেন্ট থেকে শুরু করে 5 ডলার এর বেশি ইনকাম করতে পারবেন।

আগে জেনে নিই সাইডটি কিসের এবং কি

অনেকেই অবগত আছে ক্যাপচা সম্পর্কে। বলাবাহুল্য যারা এখন বেশি ইনকাম করছেন তাদের 60% লোক এটিকে এখন অবজ্ঞা করে থাকেন। যদিও তাদের শুরু ক্যাপচা বা পিটিসি থেকে। এটা বাঙ্গালির একটি চরিত্রের মধ্যে পড়ে গেছে। কেউ যদি মুদির দোকান থেকে কোটিপতি হয়ে যায় তবে অনেকেই মুদিওয়ালাদের পছন্দ করে না। তবে প্রতিটি কাজকে সম্মান করা উচিত।

ক্যাপচা হলো হিউম্যান টেষ্টের জন্য ব্যবহার হয়। এটি ছিলো আছে এবং থাকবে আশা রাখি কিন্তু অনেক সাইড আছে যেগুলো দুদিন পরে বন্ধ হয়ে যায়। তাই সঠিক সাইড খুজে পাওয়া টাফ। তারপর আছে পেইড সাইড এগুলো নিয়ে পরে আসবো।

কাজের কথায় আসি, কিভাবে শুরু করবেন। তার আগে জেনে নিন কার কার জন্য এটি ভাল।

যারা বেকার আছেন, যারা পকেট মানি চান বা নেট বিল তুলতে, গৃহিনী যারা আজাইরা বাসায় বসে টিভি দেখে কুটনামি শিখছেন (একটু জামাইয়ের সাহায্য করুন, তাদের জন্য পারফেক্ট না যারা ভোরে অফিসে যান এবং 8/9টার দিকে ফিরেন কারন টায়াড হয়ে যান। শরীরের একটু রেষ্ট এর প্রয়োজন আছে ভাই।

কি কি থাকতে হবে?

নেট সংযোগ সহ কম্পিউটার, ধৈয্য, ভাল ইংরেজি বুঝতে পারা এবং টাইপিং স্পিড মিনিমাম 35। তবে করতে পারেন, নতুবা করার দরকার নাই।

কিভাবে শুরু করবেন?

এই লিংক থেকে রেজিষ্টেশনের জন্য ঢুকেন।

হ্যালো রেফারেল নাই। মাথা চুলকাইয়া লাভ নাই। আপনাকে শেয়ার করে আমার কোন ফয়দাও নাই।আমার চিন্তাধারা আলাদা। আপনি দুই পয়সা আয় করলে আমার ভাত মাইরা খাইবেন নানে। নিজের যোগ্যতা দিয়ে করছেন।

রেজিষ্টেশনের জণ্য ভিডিওটি দেখতে পারেন।

এর পর পাসওয়াড এবং পিন কোন পরিবতন করে নিন।

পাসওয়াড পরিবতনের জন্য ভিডিওটি দেখতে পারেন। (আসছে...)

পিন সেট আপ করতে ভিডিওটি দেখতে পারেন।

এবার আসি মুল কথায়।

আপনার মনে যে সকল প্রশ্ন উদিয়মান:

১। কত করলে কত পাব?

দিনের তুলনায় রাতে আয়টা বেশি। তবে সবসময় .30 সেন্ট থেকে .70 সেন্ট পযন্ত থাকে। প্রতি 1000 টাইপের জন্য।

২। কত হলে তুলতে পারবো?

.10 সেন্ট হলে ইন্টারন্যাল আর 1 ডলার হলে পাইযাতে। সাথে সাথেই পে করে থাকে।

৩। বাঁশ খাবার সম্ভাবনা আছে?

অবশ্যই আছে। যদি ভুল করেন। সেজন্য ভিডিওটি দেখতে পারেন কিভাবে করতে হবে।

কয়েকটি পয়েন্ট:

# কেস সেনসিটিভ হলে যা আছে তাই হুবহু লিখতে হবে।

# তাছাড়া নরমার সবসময় ছোট অক্ষর দিতে পারেন

# মডারেশন চলাকালে অন্য একাউন্ট দিয়ে কাজ করুন

# মডারেশন শেষ হলে মেইন ব্যালান্স যোগ হলে আবার শুরু করতে পারেন

# যে লেখা বা ইমেন না বোঝা যায় স্পিপ করে দিন। তবে বেশি করবেন না।

# তিন অংক আসলে মাঝে মধ্যে গ্যাপ গ্যাপ দিয়ে করতে হতে পারে।

# ইমেজ বুঝে ক্লিক করে সেন্ড করুন।

জানি এগুলো বলার পরও দু একটি একাউন্ট ব্যান করবেন। নাইলে শিখতে পারবেন না।

করতে থাকুন। টাকা উত্তোলনের ভিডিওগুলো আবার পরে আপ করবো।

 

আগে প্রকাশিত স্থান

আমাদের ফেইসবুজ পেইজ

আমাদের আয় বিষয়ক ফেইসবুক পেইজ

আমাদের পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন সব সময়। ধন্যবাদ।

Level 0

আমি এসআই সাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টাকা কি চিঠিতে ভরে পাঠাবে নাকি বাসায় এসে দরজা নক করে দিয়ে যাবে??!!

    আপনার লেখাটা পড়ে মেজাজটা খারাপ হলেও পরে ভাবলাম আপনি হয়তো ততটা পড়াশুনা করেন নাই যার জন্য অনলাইন জগতে এসে কেউকে হেয় করার নিমিত্তে এমন প্রশ্নটা করে বসলেন। যাই হোক এটায় প্রকাশ পায় আপনার কতটা বোধ শক্তি আছে।

    আপনাকে জানিয়ে রাখি। এদের পেমেন্ট সিস্টেম অনেকগুলো:
    ১) ইন্টারন্যাল ( মানে হলো আপনি আমাকে বা আমি আপনাকে পাঠাতে পারবো।) .10 সেন্ট হলেই তুলতে পারবেন।
    ২) পাইযা ( 1 ডলার হলেই তুলতে পারবেন) সেখান থেকে অন্যকে দিয়ে বা নিজের ব্যাংকে তুলতে পারবেন।
    আর পাইযা সম্পকে না জানলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। এ টু জেড।
    ৩) ওয়েবমানি দিয়ে তুলতে পারবেন
    ৪) পেপাল দিয়ে তুলতে পারবেন।
    ৫) বিট কয়েন দিয়ে তুলতে পারবেন।

    আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। যদি জানার ইচ্ছা বা না জেনে থাকেন। ধন্যবাদ।

SI Sahed vai ami apnar tume pore kaj start korlam aj theke dekhi ki korte pari ..apni help korben tho.

    বিপ্লব ভাই, আপনি যদি ক্যাপচা রুলগুলো ফলো করে কাজ করেন তবে সমস্যা হবে না।
    https://www.facebook.com/oewbd
    https://www.facebook.com/SahedBlog

    এই দুটি পেইজে সব সময় আপডেট পাবেন। আনলাইনের আয়ের বিষয়ে। আর পেমেন্ট তোলার ভিডিওটি দিবো।

    আর আপনাকে আরো কিছু জানিয়ে রাখি। দুটি বা তিনটি একাউন্ট খুলবেন। ধরুন 1 একাউন্ট দিয়ে 25 সেন্ট করলেন মডারেশন চলছে তো 2য় একাউন্টে কাজ করুন। মডারেশন শেষে ব্যালান্সে ডলার জমা হয়েছে। তো 3 নম্বর একাউন্টে সরিয়ে রাখুন। এবং 3 নম্বর একাউন্টে যখন 2 ডলার বেশি হবে তখন পাইযাতে তুলে নিবেন।

    সুবিধা এটি যে- পাইযাতে তুলতে গেলে .30 সেন্ট করে কাটে তো বেশি ডলার তুললেও একই পরিমান। তাইলে বেশি ডলার উইথড্র করাই ভাল। আজকের ভিডিও টিউটিরিয়াল দেখলে বুঝতে পারবেন হয়তো।

    ধন্যবাদ সাথে থাকার জন্য।
    আমার ফেইসবুক: https://www.facebook.com/sahedsani

ধন্যবাদ। পিটিসিও করেছি ভাই। আপনি বললেন অনেক সময় লাগে। রেফার ছাড়া পিটিসি করে প্রতিদিন একটি সাইড দিয়ে কত পেয়ে থাকেন?? ট্যাষ্টেড সাইড হলে .2-.06 সর্বচ্চ দিবে .10। সময় দিতেছেন 10-30 মিনিট প্রতি সাইডের জন্য। হ্যা এটা সঠিক যে কষ্ট করতে হয়না বসে বসে ক্লিক করলেই চলে এবং এড দেখতে হয়।

বেশি ইনকাম করতে হলেতো, বেশি সময় দিতে হবে তাই না। ক্যাপচা করে আপনি প্রতিদিন যেখানে 1-3 ডলার ইনকাম করছেন সেখানে আপনি কেন চাইবেন পিটিসি থেকে মাসেি একটি সাইড হতে 1-5 ডলার ইনকাম করতে।

আর আপনার লিংকটি দেখলাম। ‍সুন্দর করেছেন এবং ট্রাষ্টেড সাইড। কিন্তু অনেকে মোবাইল সিম দিয়ে নেট ব্যবহার করে আর সবার রিয়েল আইপিও নাই তাই যে কোন সময় অসুবিধায় পরতে পারবে। যাই হোক আপনাকে সাদুবাদ জানাই।

ধিরে ধিরে নিজেকে আপডেট করুন। আর হ্যা ভাই আমি এগুলো এখন করি না। ছোট ভাইরা রিকোয়েস্ট করায় এগুলো শেয়ার করা। আমি ফরেক্স করি যা থেকে আমার মাস শেষে ভালই একটা মুনাফা চলে আসে। ধন্যবাদ।