আজ আপনাদের পরিচয় করিয়ে দিতেছি একটি সাইডের সাথে। যে সাইড থেকে আপনি দৈনিক .30 সেন্ট থেকে শুরু করে 5 ডলার এর বেশি ইনকাম করতে পারবেন।
আগে জেনে নিই সাইডটি কিসের এবং কি…
অনেকেই অবগত আছে ক্যাপচা সম্পর্কে। বলাবাহুল্য যারা এখন বেশি ইনকাম করছেন তাদের 60% লোক এটিকে এখন অবজ্ঞা করে থাকেন। যদিও তাদের শুরু ক্যাপচা বা পিটিসি থেকে। এটা বাঙ্গালির একটি চরিত্রের মধ্যে পড়ে গেছে। কেউ যদি মুদির দোকান থেকে কোটিপতি হয়ে যায় তবে অনেকেই মুদিওয়ালাদের পছন্দ করে না। তবে প্রতিটি কাজকে সম্মান করা উচিত।
ক্যাপচা হলো হিউম্যান টেষ্টের জন্য ব্যবহার হয়। এটি ছিলো আছে এবং থাকবে আশা রাখি কিন্তু অনেক সাইড আছে যেগুলো দুদিন পরে বন্ধ হয়ে যায়। তাই সঠিক সাইড খুজে পাওয়া টাফ। তারপর আছে পেইড সাইড এগুলো নিয়ে পরে আসবো।
কাজের কথায় আসি, কিভাবে শুরু করবেন। তার আগে জেনে নিন কার কার জন্য এটি ভাল।
যারা বেকার আছেন, যারা পকেট মানি চান বা নেট বিল তুলতে, গৃহিনী যারা আজাইরা বাসায় বসে টিভি দেখে কুটনামি শিখছেন (একটু জামাইয়ের সাহায্য করুন, তাদের জন্য পারফেক্ট না যারা ভোরে অফিসে যান এবং 8/9টার দিকে ফিরেন কারন টায়াড হয়ে যান। শরীরের একটু রেষ্ট এর প্রয়োজন আছে ভাই।
কি কি থাকতে হবে?
নেট সংযোগ সহ কম্পিউটার, ধৈয্য, ভাল ইংরেজি বুঝতে পারা এবং টাইপিং স্পিড মিনিমাম 35। তবে করতে পারেন, নতুবা করার দরকার নাই।
কিভাবে শুরু করবেন?
এই লিংক থেকে রেজিষ্টেশনের জন্য ঢুকেন।
হ্যালো রেফারেল নাই। মাথা চুলকাইয়া লাভ নাই। আপনাকে শেয়ার করে আমার কোন ফয়দাও নাই।আমার চিন্তাধারা আলাদা। আপনি দুই পয়সা আয় করলে আমার ভাত মাইরা খাইবেন নানে। নিজের যোগ্যতা দিয়ে করছেন।
রেজিষ্টেশনের জণ্য ভিডিওটি দেখতে পারেন।
এর পর পাসওয়াড এবং পিন কোন পরিবতন করে নিন।
পাসওয়াড পরিবতনের জন্য ভিডিওটি দেখতে পারেন। (আসছে...)
পিন সেট আপ করতে ভিডিওটি দেখতে পারেন।
এবার আসি মুল কথায়।
আপনার মনে যে সকল প্রশ্ন উদিয়মান:
১। কত করলে কত পাব?
দিনের তুলনায় রাতে আয়টা বেশি। তবে সবসময় .30 সেন্ট থেকে .70 সেন্ট পযন্ত থাকে। প্রতি 1000 টাইপের জন্য।
২। কত হলে তুলতে পারবো?
.10 সেন্ট হলে ইন্টারন্যাল আর 1 ডলার হলে পাইযাতে। সাথে সাথেই পে করে থাকে।
৩। বাঁশ খাবার সম্ভাবনা আছে?
অবশ্যই আছে। যদি ভুল করেন। সেজন্য ভিডিওটি দেখতে পারেন কিভাবে করতে হবে।
কয়েকটি পয়েন্ট:
# কেস সেনসিটিভ হলে যা আছে তাই হুবহু লিখতে হবে।
# তাছাড়া নরমার সবসময় ছোট অক্ষর দিতে পারেন
# মডারেশন চলাকালে অন্য একাউন্ট দিয়ে কাজ করুন
# মডারেশন শেষ হলে মেইন ব্যালান্স যোগ হলে আবার শুরু করতে পারেন
# যে লেখা বা ইমেন না বোঝা যায় স্পিপ করে দিন। তবে বেশি করবেন না।
# তিন অংক আসলে মাঝে মধ্যে গ্যাপ গ্যাপ দিয়ে করতে হতে পারে।
# ইমেজ বুঝে ক্লিক করে সেন্ড করুন।
জানি এগুলো বলার পরও দু একটি একাউন্ট ব্যান করবেন। নাইলে শিখতে পারবেন না।
করতে থাকুন। টাকা উত্তোলনের ভিডিওগুলো আবার পরে আপ করবো।
আমাদের পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন সব সময়। ধন্যবাদ।
আমি এসআই সাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টাকা কি চিঠিতে ভরে পাঠাবে নাকি বাসায় এসে দরজা নক করে দিয়ে যাবে??!!