গোয়াকিনো তে আনলিমিটেড GN নিয়ে নিন ২টা ১০০% কার্যকারী পদ্ধতিতে (নো রেফারেন্স লিঙ্ক)


আজকে আমি আপনাদের সাথে গোয়াকিনো তে GN(পয়েন্ট) বাড়ানোর ২ টা ট্রিক নিয়ে হাজির হয়েছি।

মূল কথাঃ
গোয়াকিনো.কম হঠাত করেই techtunes থেকে পরিচয়। গোয়াকিনো নাকি আসলেই কাজের। কিন্তু এখনো আমি সিওর না। কারন অন্যের কথায় বিশ্বাস নাই আর যারা টিউন করছে তারাও এ পর্যন্ত প্রাইজ জেতে নি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সামনের ২৫ তারিখে রিস্টোক ডেট। যদি গোয়াকিনো সত্তিই আসল হয় তাহলে আমার মোত হয়তো অনেক বাঙ্গালীরই অনলাই থেকে প্রথম বারের মোত কিছু আয় হতে যাচ্ছে।

যাই হোক, আজকে সারা দিন জীন (GN) বাড়ানোর মীশন হাতে নিয়ে ছিলাম। google YouTube ঘেঁটে যেকয়টা ট্রিক পেলাম তার সব গুলোই ভুয়া বা আগে চলেও বর্তমানে বন্ধ বা ট্রিকটি ব্যবহার করলে id ব্যান হবার সম্ভাবনা আছে। তাই নিজেই নতুন কিছু করার চেষ্টায় google মামাকে নতুন ভাবে ব্যবহার করতে শুরু করলাম। বাঙ্গালী মানুষ, সফল না হয়ে যাবি কই। এমন একটি ট্রিক পেয়ে গেলাম যেটা পুরোপুরি গোয়াকিনো এর নীতি নির্ভর ও ১০০% নিরাপদ। এটা কিন্তু হ্যাক নয়। রিয়াল ইমাইল আইডির মাধ্যমে এর নিজের রেফারেন্স লিঙ্কে ধুকে নতুন গোয়াকিনো আইডি খুলে পয়েন্ট বারানো। আপনারে জানেন Gmail, Yahoo, hotmail ইত্যাদিতে মেইল আইডি খুলতে মোবাইল নম্বর লাগে। একি ফোন নম্বর দিয়ে ২/৩ টি আইডি খোলা গেলেও এর বেশি আইডি খোলা যায় না। তাই আইনী ভাবে গোয়াকিনো তে নিজেই নিজের রেফারেন্স লিঙ্ক দিয়ে সহজে GN বারানো যায় না। কিন্তু আজকে আমি আপনাদের একটি নতুন মেইলের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা দিয়ে আপনার কোন নম্বর বা অন্যকোন মেইল ব্যবহার না করেই মেইল আইডি খুলতে পারবেন। যার নাম zoho.com

প্রথম ট্রিক

  • zoho তে আইডি খোলার জন্য আপনার কিছু লাগবে না। প্রথমে এখানে ক্লিক করুন। নিচের মোত পেজ আসবে।

    Full Name, Email Address, password এ যেকোন কিছু বসিয়ে দিন। শুধু email address এ আবল-তাবোল কিছু একটা লিখে যেকোন ভালো মেইলের সঠিক ডোমেইন বসিয়ে দিন (@gmail.com, @yahoo.com @hotmail.com)। এরপর Enter the word seen in the below image এ ইমেজের লেখা টি লিখে Sign Up চাপূন।

    নতু পেজ আসলে Continew Sign in চাপূন।

    এরপর নতূন যে পেজ আসবে সেখান থেকে username এ আপনি যে মেইল আইডি চান সেটা বসিয়ে দিন (ধরূন hasan.toufiq.14 বসালেন তাহলে আপনার ইমেইল আইডি [email protected])। এবং Proceed চাপূন।

    তাহলে তৈরি হয়ে গেলো আপনার ইমেইল আইডি। এখিন এই ইমেই ব্যবহার করে গোয়াকিনো তে আপনার রেফারেন্স লিঙ্কে গিয়ে নতুন আইডি খুলুন। এইবার গোয়াকিনো এবং zoho উভয় থেকেই Sign out করে কাজ টি পূনোরায় করতে থাকুন। দেখেবেন আপনি zoho তে শত শত আইডি খুলতে পারবেন এবং মেইল গুলো ব্যবহার করে গোয়াকিনো তে GN বারাতে পারবেন।

    আর যদি সত্যিই গোয়াকিনো রিয়াল হয় তবে আমি সহ আপনারাও ঘরে বসেই প্লে-স্টেশন, পেন্ড্রাইভ, হার্ডডিস্ক, আইফোন 6 ইত্যাদি পেতে পারবেন।

    আপনি এই ট্রিক টি ব্যবহার করেই গোয়াকিনো তে হাজার হাজার GN বাড়াতে পারবেন। এছাড়া gmail এর মাধ্যমেও প্রথম ট্রিকের থেকে সহজ পদ্ধতি তে GN কালেক্ট করতে পারবেন।

দ্বিতীয় ট্রিক

  • আমার দ্বিতীয় ট্রিক টিও অনেক সহজ। কিন্তু আজকে আর লেখার সময় পেলেম না। তাই ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন। ইনশাল্লাহ, বুঝতে কোন সমস্যা হবে না

আজকে এইপর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু-আলাইকুম।

Level 0

আমি ডার্ক ফক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া যারা মোবাইল দিয়া TT তে আসে তাদের কথা ভেবে পুরা টিউন দিবেন+video tutorial
মোবাইল দিয়া video Tutorial দেখা সম্ভব না।।
কারন সব মোবাইলে Video tutorial দেখা যায়না।
আমি এখানকার একটা ছাত্র।তাই বললাম
অবশেষে টিউন করার জন্য ধন্যবাদ।

    মোঃ শরিফুল হাসান রকি ভাই, আমি ২/১ দিনের মদ্ধেই ভিডিও টিউটরিয়ালটি লিখিত ভাবে tt তে টীউন করবো। আখন খুব ব্যাস্ত আছি।

    ধন্যবাদ

Level 0

Register করতে ঠিকানা দেয়ার কোন Option নাই তাহলে কিভাবে Product গুলো পাওয়া যাবে????? Scam এর গন্ধ পাচ্ছি।

    zahid ভাই, কিছুই বলা যায় না। Scam হতে পারে। কিন্তু আপনি যে কারন বলছেন তা না। কারন আপনি যখন প্রাইজ অর্ডার করবেন তখনি আপনার ঠিকানা সহ যাবতীও তথ্য দিতে হবে।

zahid ভাই, কিছুই বলা যায় না। Scam হতে পারে। কিন্তু আপনি যে কারন বলছেন তা না। কারন আপনি যখন প্রাইজ অর্ডার করবেন তখনি আপনার ঠিকানা সহ যাবতীও তথ্য দিতে হবে।

ভাই আপনার tutorial টা দেখলাম ভাল লাগল । তবে আমার একটা Question হল একটি পিসি থেকে এক এর অধিক ID খুললে নাকি gokano.com ID টা বান করে দেয় । আর নিজে নিজে রেফার করলেও নাকি ID বান করে দেয় ? দয়া করে জানাবেন plz.

ip change kore nin. 100% ban khaben na

ভাই আপনি কি প্রাইজ পেয়েছিলেন? দয়া করে প্লিজ বলিয়েন।। 🙂

আমার ফেবু fb.com/rownak.haq
plz জানিয়ে দিবেন plz!

ডার্ক ফক্স bro apnar sata onak kotha asa plz apnar fb link dan