পেওনিয়র কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা তুলবেন


সবার প্রথমে সবাইকে সালাম জানাই। আশা এবং দোয়া করি সবাই ভাল আছেন এবং থাকবেন। টেকটিউনসের সাথে দীর্ঘদিনের পথ চলার সময় অনেক উপকৃত হয়েছি অনেকের কাছ থেকে। সবাইকে সে জন্য ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই বিভিন্ন ভাবে অনলাইনে আয় করেন। আয়ের টাকা তোলার জন্য অনেকেই পেওনিয়র মাস্টারকার্ড ব্যবহার করেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে পেওনিয়র কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়।

টাকা উত্তোলনের জন্য আমি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের কথাই বলব। কারন আমি শুক্রবার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করেও সফল হইনি। ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে নাকি শুক্রবার ব্র্যাক ব্যাংক ছাড়া অন্য কোন কার্ডের টাকা তোলা যায় না।

তো আসুন দেখি কিভাবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে পেওনিয়র কার্ড ব্যবহার করে টাকা তুলবো। প্রথমেই কার্ডটি এটিএম মেশিনের নির্দিষ্ট স্থানে প্রবেশ করান। তারপর পিন নম্বর দিন, তারপর ইন্টার চাপুন। এখন তিনটি অপশন আসবে 1.Savings, 2.Current, 3.Credit

আমাদের ৩ নং অপশন মানে Credit এর পাশের বাটন চাপতে হবে। তারপর অপশন আসবে  1. fast withdraw 2. Withdraw

২ নং অপশনটি নির্বাচন করতে হবে। তারপর আপনি কত টাকা তুলতে চান সে অ্যমাউন্ট দিন। ট্রানজেকশন কপির জন্য YES চাপুন।

ব্যাস আপনার কাজ শেষ কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা চলে আসবে।

কার যদি বুঝতে সমস্যা হয় অথবা পেওনিয়র নিয়ে কোন কিছু জানার থাকে  আমাকে জানাবেন। ফেসবুকে আমি 

সবাইকে আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেউ কি জানাবেন, আমি যদি পেওনির কার্ডের জন্য আবেদন করি এবং যদি কার্ড পাই তাহলে কি আমি উপরের কথা অনুযায়ী টাকা তুলতে পারবো। নাকি আমাকে প্রথমে ব্যাংক একাউন্ট খুলতে হবে। আর কিভাবে কার্ড একটিভ করবো। যদি বিস্তারিত জানাতেন অনেক উপকার হতো।

    Level 0

    আপনি কার্ডে ডলার লোড করার পর টাকা তুলতে পারবেন। আর কার্ড পাওয়ার পর অবশ্যই কার্ডটি একটিভ করতে হবে।বিস্তারিত আর যদি জানতে চান তাহলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।

ধন্যবাদ।

কার্ডের জন্য আবেদন করেছিযে আজকে প্রায় 6-7 মাস হয়ে গেছে কিন্তু এখনো কার্ড পোষ্ট অফিসে আসে নাই,, সেক্ষেত্রে আমার করণীয় কী?? সেটা জানালে উপকৃত হবো…. আমি সাপোর্ট সেন্টারেও একবার যোগাযোগ করেছিলাম,, তারা আমাকে আরো একটি ডেট দিয়েছে কিন্তু ঐ ডেটেও আসে নাই…………….

    Level 0

    আমাদের দেশের পোস্ট অফিসের পিয়ন বেশিরভাগ সময়ই ঠিকমত কার্ড দিয়ে যায় না। আপনি পোস্ট অফিসের পিয়নকে বলে রাখতে পারেন যেন কার্ড আসলে আপনাকে জানায়। যেহেতু ৬-৭ মাস হয়ে গেছে আপনার কার্ড পাবার আশা কম। তবু আপনি পেওনিয়র এর সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও জিরো পয়েন্টে জিপিও তে যোগাযোগ করতে পারেন ।

Level 0

যেকোনো বুথ থেকে টাকা তোলা যাবে?

    Level 0

    যেহেতু পেওনিয়র মাস্টার কার্ড সেহেতু মাস্টার কার্ড সাপোর্ট করে এমন সব এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে। তবে আমি বলব ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ব্যাবহার করার জন্য।

কাজের টিউন, ধন্যবাদ

vai apni ki amar payoneer mastercard e dollar loadd kore dite parben?