এটা আমার প্রথম টিউন, ভুল হলে মাফ করে দিবেন।।
ইদানিং আমরা যারা টেক্টিউন্স বা যেখানেই ইঙ্কাম শব্দ টা দেখি সেখানেই চোখ টা আটকে যায়, টাকার লোভ কেঊ সাম্লাতে পারি না। আর বেশির ভাগ ছাত্র হউয়ায় যিনিস টা আরো বেশি হয় । বিভিন্ন ভাবে টাকা আয় করার জন্যে মণ টা পাগল হয়ে থাকে। আর যদি আমার মত মিডিল ক্লাস ফ্যামিলির হইয়ে থাকেন তো আর কি, যাদের সকাল শুরু হয় এই চিন্তা করে যে, যদি আজ ১টা আলাদিনের প্রদিপ পেতাম তাহলে হয়ত খুবি ভালো হত।।
নিজের অভিজ্ঞতা থেকে বলি, কয়েক দিন আগে যখন ই কোন পোশট দেখতাম, টিউন কারীর মিষ্টি কথা গুলা ভালো করে পরে ভাবতাম, পেয়ে গেছি।আমাকে আর আটকায় কে ... রাবরই সেগুলা রেফারেল ছিল ...বার বার আশা হত হতাম। আমি জানি আমার মত এরকম আনেকেই আছে। একটা সময় ভাবতে লাগ্লাম সব ভুয়া।তো একদিন এক ভাইয়ার কাছ থেকে কিছু কাজ শিখে টুকটাক মাইক্রোও্যারকার এ কাজ করতে লাগলাম। প্রথম মাসে ১২ $ এর কাজ করলাম।ভালোই লাগ্লো।
প্রঃ মাইক্রোও্যারকার কি ?
এখানে আপনি জটিল কাজ না শিখে ভালো আয় করতে পারবেন।
প্রঃ টাকা আয় করা যাবে ?
উঃআপানার ইচ্ছা। আমি ১০০+ $ ও দেখেছি।
এবার কাজের কথায় আসি
আপনারা যার আমার মত আশাহত হইয়ে ঘুরছেন তাদের যন্যে একটা গ্রুপ খুলেছি, হয়ত আপানাদের উপকারে আস্তেও পারে গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/811402065643053/811416805641579/?comment_id=811427328973860¬if_t=group_comment
আবার দেখা হবে,ভালো থাকুন সবাই।
আমি shuvro32। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।