বিট কয়েন আয়ের অন্তিম পর্ব! জেনে নিন বিট কয়েন আয়ের সেরা কিছু সাতোশি সাইট সম্পর্কে, যেখানে বিট কয়েন আয়কে অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি, সম্মনীত ভিজিটর বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আজকের টিউনটি করব বিট কয়েন সাইটের আরো কিছু লিগ্যাল সাইট নিয়ে যাহা টিউনের শিরোনামেই উল্লেখ করেছি। আসলে প্রায় ৩ মাস পূর্বে আমি বিট কয়েন আয়ের সেরা সাইট এর সাখে পরিচয় করিয়ে দিয়েছিলাম। অতপর আরো কিছু আয় বৃদ্ধি করার জন্য বেশ কিছু ইনভেস্টমেন্ট সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম।যাইহোক বিট কয়েন আয় নিয়ে ভিজিটর বন্ধুদের কাছ থেকে বেশ ভাল সাড়া পাই।

অতপর তাদের অনেকেই আমাকে বিট কয়েন ইনকামের আরো কিছু সাইটের ঠিকানা দিতে অনুরোধ করেছিলেন। অবশ্য প্রতিত্তরে সবাইকে আশ্বস্ত করেছিলাম একটু বিলম্ব হলেও তা আমার ব্লগ সাইটে আপডেট করে দিব। সেই প্রেক্ষিতে অাজকের এই টিউন। সত্যি কথা বলতে কোন সাইট ভিজিটরদের পরিচয় করানোর পূর্বে নিজে কাজ করে, পরীক্ষন, পর্যবেক্ষণ, পেমেন্ট পাবার পর টিউন পাবলিশ করি। কারন ব্যক্তিগতভাবে অযথা ভূইফোড় টিউন করে ভিজিটর বন্ধুদের হয়রানি করা আমার কাজ নই। অনেক বক বক করা হল এবার টিউনের মূল কাজের অংশে যাচ্ছি। আপনি বিট কয়েনের যে সাইটে কাজ করুন না কেন আপনাকে একটি বিট কয়েন ওয়ালেট এড্রেস লাগবে যেখানে যাবতীয় বিট কয়েন সাইটের কাজ তথা লগইন, লেনদেন করা, পেমেন্ট পাওয়া বিষয়ে সাহায্য করবে। এখানে বিট কয়েন ওয়ালেট বুঝাতে চেয়েছি মূলত কয়েন বেইজ সাইটের ঠিকানা। আসলে যারা বিট কয়েন সাইটে কাজ করছেন তাদের নতুন করে কয়েন বেইজ সাইটের একাউন্ট করার প্রয়োজন নাই। তথাপি যারা নতুন তাদের একাউন্ট ক্রিয়েট করতে হবে। একাউন্ট ক্রিয়েট করার জন্য অনুসরন করুন এইলিঙ্কে

বিট কয়েন আয়ের নতুন সাইট

নতুন সাইটে কাজ করার পূর্বে আপনার বিট কয়েন এড্রেস তথা কয়েন বেইজ সাইটের ৩৪ বর্ণের ওয়ালেট নোট প্যাডে কপি করে নিন। কারন এটি নিম্নোক্ত সাইটে কাজ করতে কিংবা রেজি: করার সময় পেষ্ট করতে হবে।

1. Goldsday

আসলে অনেক সাইট আছে যারা আপনাকে তাদের সাইটের অ্যাড দেখার বিনিময়ে আপনাকে বিটকয়েন দিয়ে থাকে। এইসব সাইটে গিয়ে আপনার বিটকয়েন অ্যাড্রেস দিয়ে ক্যাপচা পূরণের মাধ্যমে আপনি খুব সহজেই বিটকয়েন আয় করতে পারেন। আমি এখন আমার দেখা সবচেয়ে নির্ভরযোগ্য কিছু সাইটের কথা এখানে আলোচনা করবো।

প্রথমেই বলতে হয় গোল্ডস-ডে সাইটটি সম্পর্কে, প্রথমে রেজি: করুন  এখানে

অতপর স্পিন শেষ হলে ক্যাপচা পূরণ করে ক্লেইম করলেই আপনার অ্যাকাউন্টে সাথে সাথেই বিটকয়েন জমা হয়ে যাবে। একবার বিটকয়েন পাওয়ার ১০মিনিট পর আবার স্পিন করে বিটকয়েন পাওয়া যাবে।
2. Starbits

কাজের প্রসেস কিন্তু ১ নং সাইটের মতই। এবং বাকি যে সাইট গুলোর লিংক দিব তার কাজ হবুহু একই। এই ধরনের স্পিন করে বিটকয়েন পাওয়ার অন্য একটি সাইট হলো স্টারসবিট  

কাজের চিত্র:

3.Free Bit coin org

 রেজি: করতে ক্লিক করুন এখানে 
 

4. Coin Collect

  রেজি: করতে ক্লিক করুন এখানে

 

5. Crownfucet

রেজি: করতে ক্লিক করুন এখানে
 

6. Goldfucet

করতে ক্লিক করুন এখানে

7.Dreamfucet

  রেজি: করতে ক্লিক করুন এখানে
 

 8. Millionsatoshi

রেজি: করতে ক্লিক করুন এখানে

9. Spinandwin

রেজি: করতে ক্লিক করুন এখানে

10.Surprizes

রেজি: করতে ক্লিক করুন এখানে

কাজ করার কৌশল এবং সাইটগুলোর বৈশিষ্ট সমূহ

১। আসলে একাউন্ট ওপন করাটা তেমন কষ্টকর নই। শুধুমাত্র বিট কয়েন এড্রেসটা ইনপুট করলেই হলো। এরপর ক্লাইম > নেক্সট করলেই বাকি কাজটুকু করতে পারবেন।
২। এই সকল সাইটে মূলত সাতোশি হিসাবে জমা হয়। যেখানে বিভিন্ন সাইট প্রায় প্রতি ১০ মিনিট কিংবা ৫ মিনিট কিংবা ৩০ মিনিটে ১০০ সাতোশি থেকে ১০০০০ সাতোশি পর্যন্ত পে করে থাকে।
৩। কোন কাজ না করলেও একাউন্ট ডিলেট কিংবা ডিজাবল হবার সম্ভাবনা নাই।
৪। প্রতিনিয়ত কাজের সাথে রেফারেলের মাধ্যমে কিছুটা আয় বৃদ্ধি করতে পারবেন। সেই হিসাবে আপনার সাইটের লিংকগুলো বিভিন্ন ব্লগ সাইট, সোসাল সাইটে ফ্যানারদের সাথে শেয়ার করতে পারেন।

সকল সাইটের কাজ শুধুমাত্র ১ টি সাইটের মাধ্যমে লগইন করে বিটকয়েন/সাতোশি আয় এবং উইথড্র করুন

অনেকেই অভিযোগ করবেন এতগুলো সাইটের লিংকে কিভাবে কাজ করব কিংবা মনে রাখব? হ্যা বন্ধুরা দুশ্চিন্তার কারন নাই। এবার এমন একটি সাইটের লিংক দিব যেখানে সাইনআপ করলেই উপরোক্ত সকল সাইটের লিংক পেয়ে যাবেন। এমনকি এই সকল সাইটের ইনকম সাতোশি সবই উক্ত সাইটে যাবে এবং সেখান হইতে উইথড্র করতে পারবেন। মনে করি উপরোক্ত সকল সাইটে অাপনি রেজি: করেছেন।

তাহলে এবার রেজি: করুন এখানে ইপে.ইনফো

১। এরপর cheek your Wallet এ-ক্লিক করুন> নিম্নরুপ চিত্র আসবে > ইউজার নেইম হিসাবে একটি নাম সেট করুন কিংবা বিট কয়েন এড্রেসটা ইনপুট করুন (অবশ্য পরবর্তীতে ড্যাশবোর্ডে লগইন করে ইউজার নেইম সেট করতে পারবেন)> অতপর পাসওয়ার্ড সেট করে লগইন করুন।

২। নিম্নরুপ ড্যাশবোর্ড আসবে সেখানে বাম প্যানেল দেখুন।অর্থাত যাবতীয় বিট কয়েন সাইটের কাজ করা, প্রফাইল সাজানো, সাতোশি উথড্র করা, ডিপোজিত করা, উইথড্র করা সহ বিটকো ইন সাইটের মত গেম, লটারী খেলা সবই করা যাবে। ২/১ বার ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন।

 কিভাবে উপরোক্ত সাইটগুলোর কাজ এক সাথে করবেন?

মনে করি আপনি ইবে সাইটের ড্যাশবোর্ডে আছেন সেখানের বাম পাশের সাইডবার হইতে Fee BTC তে ক্লিক করুন> সেখানেই যাবতীয় সাইটের লিংক পেয়ে যাবেন > অতপর সেই সব সাইটের লিংকে ভিজিট করলেই কাজগুলো করতে পারবেন। এখানে মূলত ২০ টি সাইটের লিংক পাইবেন। উল্লেখ্য আপনি উপরোক্ত সাইট হতে যে সাতোশি আয় করবেন তা সবই এই ইবে সাইটে জমা হবে।

আপনার প্রতিদিনের আয় কত হলো তা ড্যাশবোর্ড এবং ট্রানজেকশন মেনু হতেই দেখতে পারবেন।

 

 আশা করি উপরোক্ত আলোচনা হইতে বিষয় গুলো বুঝতে পেরেছেন। হ্যা আপনাকে আর কষ্ট করে অতগুলো সাইটের ঠিকানা মনে রাখা লাগবেনা। বিশেষত ইবে সাইটে প্রবেশ করলেই কেল্লাফতে! এখানে প্রতিটি সাইটে কাজ করার প্রয়োজন মনে করিনা, তারপরেও আপনার আগ্রহ। এখানে যে সাইটগুলোর মিনিট/ঘন্টা প্রতি সাতোশি বেশী সেখানে কাজ করার চেষ্টা করবেন।

 উইথড্র করার নিয়ম

অাপনি যে সাইটেই কাজ করুন না কেন সকল বিটিসি/সাতোশি ইবে সাইটে জমা হবে। এখানে সর্বনিম্ন 5865 Satoshis হলেই আপনার কয়েনবেইজ সাইটে উইথড্র করতে পারবেন। এই জন্য আপনার প্রফাইলে বিট কয়েন এড্রেসটি সেট করে দিবেন।তাছাড়া আপনি নিজেই সেট করে দিতে অটোমেটিক অপশনটি ফলে প্রতি সপ্তাহে/মাসে 5865 সাতোশি হলেই আপনার বিটকয়েন একাউন্টে ডিপোজিত হয়ে যাবে।

আমার পেমেন্ট প্রুফের প্রমাণ

যেহেতু নিজেই পর্যবেক্ষণ এবং পরীক্ষণ এবং পেমেন্ট পাওয়ার পর এই টিউনটি করছি। অাসলে এখানে যতটা বেশী সময় দেওয়া যাবে ততটা বেশী ইনকাম সাতোশি অর্জন করা যাবে। ফলে দেখা যাবে কেউ উইথড্র করতে পারবে ৩ দিনের মাথাতে কিংবা কেউ ১৫ দিনের মধ্য। অনেকের আবার তাও হবে না। যাইহোক কাজের প্রমাণ পাওয়ার জন্য অামি এখানে বেশ কিছুটা সময় দিয়েছিলাম প্রায় ৫ দিনের মাথাতে ৩ ডলার মত উথড্র করতে পেরেছি। আমার পেমেন্টের প্রমাণ চিত্র:

শেষ কথা

টিউনের একেবারে শেষ অংশে। অবশ্য সংক্ষেপে আলোচনা করলে টিউন শেষ করতে পারতাম। কিন্তু যারা নবীন, নিয়মিত ইন্টারনেটে সময় দেন, বাট ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝেন না, অথচ মামুলি কিছু ইনকাম করার শখ মূলত তাদের কথা বিবেচনা করেই বুঝানোর সুবিধার্থে এত বিস্তারিত আলোচনা করতে হল। আসলে বিট কয়েন আয় সম্পর্কে অামাকে টিটিতে বেশ কয়েকটি টিউন করতে হয়েছে। সেই ধারাবাহিকতা হিসাবে আজ এটা অন্তিম পর্ব। তথাপি প্রাণপ্রিয় টিটিতে বিট কয়েন বিষয়ে পরবর্তীতে আমার কোন টিউন করার ইচ্ছা নাই। অতপর আমার কাছে মনা হয় না এর পরে কোন টিউন করতে হবে? কারন, বিট কয়েন আয়, ইনভেস্টমেন্ট সহ বিগত টিউনে যা আলোচনা করেছিলাম তাই যথেষ্ট। তথাপি বিট কয়েন সম্পর্কে টিউন করাটাও বোধ হয় টিটির টার্মস বিরোধী। আমি পুনরায় রিপিট করছি এই টিউন গুলোর একটা উদ্দেশ্য ছিল যারা ইন্টারনেটের এখনো আয় সম্পর্কে জানেন না, ফ্রিল্যান্স করেন না কিন্তু ইন্টারনেটে সময় দেন মুলত তাদের কিছুটা জানান দেওয়ার।

কিন্তু এর মানে এই নই যে, আমি বিট কয়েন সাইটে সর্বদা কাজ করার জন্য প্রমেট করছি?? আমি পূর্বের টিউন সহ অন্তিম টিউনে আবারো বলছি আপনি এই সকল কাজ করার পাশাপাশি ফ্রিল্যান্স শেখার চেষ্টা করুন। টিটি সহ বিভিন্ন ব্লগ সাইটে সার্চ করলেই অনেক টিউটোরিয়াল পাবেন অপরদিকে বাজারে টিউটোরিয়াল ভিডিও, প্রশিক্ষণ সেন্টার, এবং সহায়িকা বইয়ের তো অভাব নাই। আমি কিন্তু এক সময় পিটিসি সহ এই সকল সাইটে কাজ করতাম। অতপর যখন ব্লগ সাইট ও ফ্রিল্যান্স সাইটে ছোট-খাট কাজ করাটা শুরু করলাম, তখন আর এই সব সাইট ভাল না লাগার কারনে রিজেক্ট করলাম। ১০০% গ্যারান্টি আপনি যখন ফ্রিল্যান্স সাইটের প্রেমে পড়ে যাবেন তখন আপনার কাছেও এই গুলো মামুলি মনে হবে। সুতরাং আপনার যখনই সময় হবে একটু করে ফ্রিল্যান্স জানার ও শেখার চেষ্টা করুন। উদাহরন: আমি কিন্তু বর্তমানে এখনো ওয়েব ডেভেলপিং ও ওয়ার্ডপ্রেস সাইটের কাজ গুলো শিখছি!! So, অনেক কথা হল। সবাই ভাল থাকবেন, পাশের মানুষটিকে ভাল রাখবেন।

বিট কয়েন আয় সম্পর্কিত আমার পূর্বের লেখাসমূহ

বিট কয়েন আয় সম্পর্কিত আমার পূর্বের লেখাগুলো অনুসরন করতে নিচের লিংকগুলো ভিজিট করুন-

১। প্রতিদিন ফ্রি স্টাইলে বিট কয়েন সাইট হতে অল্প কিছু অর্থ আয় করুন! সাথে থাকছে বিট কয়েন সম্পর্কে A টু Z তথ্য ও আমার অভিজ্ঞতা!!

২। খুব সহজেই বিট কয়েন সাইটে আয় করুন এবং উক্ত অর্থ বিট কয়েন ক্যাশ/উইথড্র করুন বাংলাদেশের যে কোন অনলাইন ব্যাংকে!!
৩। বিট কয়েন সাইট থেকেই বিটিসি ইনভেস্ট করে বিট-কয়েন আয় বৃদ্ধি করুন আরেকটি ধাপে এবং পরিচিত হোন কয়েকটি ইনভেস্টমেন্ট সাইটের সাথে!!
৪। বিট কয়েন বিষয়াবলী সম্পর্কে পাঠকদের বিভিন্ন সমস্যার সমাধানসহ প্রশ্নোত্তর পর্ব! রিকোয়েস্ট টিউন!!
বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন-

বাংলা ব্লগ | ফেসবুক  | গুগল প্লাস পেজ |

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

daily earn 3.6% deposit bonus, 100% trusted, sign up now>>>>https://btcflex.com/r=moazzambd

Level 0

nice tune bro visit http://www.cheapvccs.com for get virtual credit card or virtual bank account

    ধন্যবাদ। এই রকম বিষয়ের আমার প্রয়োজন আছে। এই গুলো কিভাবে গ্রহন করা যাবে? তথাপি কিভাবে ব্যবহার করতে হবে, কত খরচ হবে, কি কাজে কোথায় ব্যবহার করা যাবে, কত দিনের মেয়াদ থাকে ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি টিউন করলে ভাল হত বোধ হয়!!

বিটকয়েন সম্পর্কে আপনার টিউন পড়েই প্রথম জেনেছিলাম। আপনার টিউনগুলো আমার অনেক কাজে এসেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি এমন টিউন আমাদের আরো উপহার দেবেন 🙂 :mrgreen:

    অসংখ্যক ধন্যবাদ আপনাকে। আপনাদের মত অনেকেরই কাজে লেগেছে বলে ভাল লাগছে, মনে হচ্ছে বিট কয়েন বিষয়ক প্রকাশিত টিউনগুলো কিছুটা হলেও স্বার্থক হয়েছে।

ধন্যবাদ এই বিষয়েও টিটিতে টিউন করেছিলাম।

৫/১০/১৫ মিনিট পরপর ক্লেইম করতে হয় যেই সাইটগুলতে সেগুলরে কাজ করতে হলে সারাদিন পিসির সামনে বসে থাকতে হবে। তার থেকে skybtc অনেক ভাল সাইট। এখানে প্রতি ঘন্টায় 1500satoshi দেয় এবং instant payment নেয়া যায়, সপ্তাহ শেষ হবার জন্য অপেক্ষা করা লাগে না। আর এরা পেমেন্ট ঠিকমত দেয়।
http://skybtc.com?ref=84rvt807

    ধন্যবাদ। হ্যা অনেকটা সহমত! তবে এখানে এমন কোন কথা নেই যে, সকল সাইটে সারাদিন ধরে আপনার পিসির সামনে বসে কাজ করতে হবে! এখানে আমার মনে হয় প্রায় ৩-৪ টি সাইটে কাজ করলেই যথেষ্ট। অপরদিকে আপনার সাইটের পরিচয়ে বলছেন- প্রতি ঘন্টাতে ১৫০০ সাতোশি দেয়।কিন্তু আমি যে সকল সাইটের পরিচয় দিয়েছি সেখানে দেখা যাচ্ছে মাত্র ১৫ মিনিটেই ১৫০০ সাতোশি পার হয়ে যাবে। আর তো বাকি সময় পড়ে থাকল!! কারন, আমি যে সকল সাইটের লিংক দিয়েছি সেখানে এক একটি সাইট ভিন্নভাবে পে করে যেমন: কেউ ১০ মিনিটে কিংবা ৫ মিনিটে ৫০০ সাতোশি কেউ ২০০ সাতোশি। সুতরাং ব্যাখ্যা করার প্রয়োজন নাই…….!! আরেকটি মজার ব্যাপার হল ইবে সাইটে লগইন করে এই সকল সাইটের অনেক ইজি ভাবে করা যাচ্ছে। ফলে আলাদাভাবে কোন সাইট মনে রাখা কিংবা বুকমার্ক করা লাগছেনা।

Level 0

ভাই আমি https://www.coinbase.com/ আমার এই সাইটের বিট অ্যাড্রেস ব্যবহার করেছি কিন্তু অই খানে BTC POINT অ্যাড হচ্ছে না কেন ?

    ধন্যবাদ বোধ হয় ‍বুঝতে ভূল করেছেন। হ্যা আপনি যখনই উপরোক্ত সাইট কিংবা ইপে.ইনফোতে লগইন/রেজি: করতে যাবেন তখন অবশ্যই কয়েনবেইজ সাইটের বিট কয়েন এড্রেস ব্যবহার করতে হবে। উল্লেখ্য একবার ইবে সাইটে সাইনআপ করা থাকলে আলাদা ভাবে কোন সাইটে লগইন করা লাগবেনা। সেখান হতেই যাবতীয় সাইট মনিটরিং করতে পারবেন। তথাপি সঠিকভাবে আপনি যখনিই কোন কাজ সম্পন্ন করবেন সেই সাইটের সাতোশি আপনার ইবে সাইটে জমা হবে। অবশ্য ইবে সাইটের ট্রানজেকশন কিংবা ড্যাশবোর্ড প্যানেল হইতে দেখতে পারবনে। এখানে 5865 Satoshis জমা হলেই আপনার কয়েন বেইজ সাইটে উইথড্র করতে পারবেন তার পূর্বে নই।

shob site er jonno ki alada wallet address dibo?

    ধন্যবাদ। ব্রাদার আমার মতে, সব সাইটের জন্য কয়েনবেজ সাইটের একই ওয়ালেট দিলে ভাল হয়, আলাদা দেবার প্রয়োজন নাই। কারন আমি নিজেও অসংখ্যক সাইটে ২/১টির বেশী ঠিকানা ব্যবহার করিনা। সর্বদা একটি ঠিকানা ব্যবহার করার সুবিধা হল কোন কারনে যদি সাইট ইরর হয়, উইথড্র করতে যান, কিংবা পাসওয়ার্ড ভূলে যান সেক্ষেত্রে রিকভারির সময়েউক্ত ঠিকানাকে কাজে লাগানো যায় ও মনে রাখা সহজ। কিন্তু একাধিক ঠিকানা ব্যবহার করলে নিজেও কনফিউসে থাকবেন আসলে কোন ঠিকানাটি ব্যবহার করেছিলেন?? আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও বিভিন্ন সাইটে বিভিন্ন ওয়ালেট ঠিকানা ব্যবহার করা যাবে, বাট ব্যববহরকারীর ইচ্ছা!!