PTC এর দিন শেষ এখন PTC থেকে ১০ গুন বেসি Earn করুন PPD থেকে (বিস্তারিত টিউন না দেখলে …)

http://www.dotcomdecoded.com/blog/wp-content/uploads/2015/04/Top-10-ways-to-make-money-online.jpg

“কথা কম কাজ বেসি “

আজ কাল আর টিটি তে প্রবেস করাই দুর্বিষহ হয়ে পরেছে, যে দিকে তাকাই সেখানেই পিটিছি আর পিটিছি, স্পাম আর স্পাম :(জানি না টিটির মোডারেটররা কই, ১৫-২০ দিন ধরে সবাই খালি স্পাম টিউন করে, আদও কি কোন মোডারেটর আছে????

যা হোক টিটী তো সুধু আমার না, এটা সকলের তাই আসা করছি সবাই

টীটিকে স্পাম মুক্ত রাখবেন। আর একটা কথা আমিও আগে স্পামারের দলে ছিলাম আর মাঝে মাঝে কপি পেস্ট করতাম। এখন সাধু হইছি 🙂

অনেক কথা হইল এইবার মেইন মানে আসল কথাই আসি। আমরা সবাই পিটিছি নিয়া পরে থাকি, বিষয়টা  অনেকের কাছে হতাশাজনক !! চলুন পিপিড এর সাথে পরিচয়ই করে দেই  “এককথাই আপনার ফাইল কেও ডাউনলোড দিলে আপনার অ্যাকাউন্ট এ টাকা এড হবে  ” আর এটা থেকে আপনি PTC এর থেকে ১০ গুন বেসি লাভ করতে পারবেন। চলুন এক নজরে এর সুবিধা গুলু দেখে নেই

সুবিধা সমূহঃ

১. সবচেয়ে ভাল পরিমাণ আয় করতে পারবেন।

২. আপনি এটিকে File Hosting হিসাবে ব্যবহার করতে পারবেন। অনেকে নিজের সাইটের ফাইল আপলোড করার যন্য আলাদা ভাবে স্পেস কিনে যার যন্য আলাদা ৳৳টাকা দিতে হয়। এখানে আপনাকে উল্টা টাকা  পে করা হবে

 

৩. DOwnloader এর কোন সমস্যা হয়না আর স্পিড ৫০০+

৪. এখানে কোন প্রেমিয়াম Option নেই 🙂

৫. সব মিলাইয়ে এককথাই 🙂

 

অসুবিধা সমূহ

১. টাকা পাবেন ১০ দিনের মাথাই (হি হি) বিকাস, নেটলার,পেজা,পেপাল, আর indian user দের airtel money

{payment proof picture 1   payment proof picture 2}

২. পেমেন্ট প্রুফ নিয়া কার সন্দেহ থাকলে আমি জানিনা কিভাবে তাকে প্রুফ দেখাব কারন আমি বিকাসে পেমেন্ট নিয়েছি। কিন্তু এটা দেখে শান্তি পাবেন

এবারে আসুন কিভাবে টাকা কামাবেন ? আমি আপনাদের ধাপ সমূহ বুঝাইয়া দিতেছি

সাইন আপ প্রক্রিয়া

১. এই লিঙ্কে ক্লিক করেন  ভাই এখান থেকে সাইন আপ করলে আমি সুধু কিছু কমিশন পাব। আর যদি কারও হিংসা হয় তাহলেও আমি হেপি। যদি মনে করেন আমার রেফারেলে সাইন আপ করবেন না তাহলে এখানে ক্লিক করুন

 

 

 

২. আপনার ইনফরমেসন দিয়া দেন আর সাইন আপ করুন (ভেরিফিকেসনের কোন ঝামেলা নেই)

 

হুম! হয়ে গেল আপনার একটি অ্যাকাউন্ট (সাবধান ১ আইপি থেইকা ২-৩ টা অ্যাকাউন্ট করেন না তাহলে হি হি পেমেন্ট পাওয়ার সময় পেমেন্ট আর পাবেন না  তার পরিণাম BAn ban ben। আর ভিপিএন এর কথা মাথাই আনবেন না মামু Advance System. টাকা পাইতে তাহলে ভেজাল হবে)

 

লিগালি কাজ করবেন ভাল আয় করতে পারবেন।

 

এখানে একটা বেপার আছে। ২ টি পথে আপনি Downloader পাবেন

১. আপনার নিজের সাইট থেকে (যদি আপনার কোন সাইট থাকে তাহলে সেই সাইটের জাবতিও কন্টেন্ট যেমন গান,নাটক, ছবি, x:) না ভুলেও adult কিছু upload দিবেন না। আমার কথা না সুনলে আমি কি বলেছি আমি আপনাকে ধোলাই দিব ? না আমি কিছু করবনা সাইটের এডমিন বেবস্থা নিবে। কারন ওটা টিটি নয় সেখানে সবসময় মুডারেটররা BAnn নামে এক জাদুর কাঠি নিয়া বসে আছে কিছু ছিঃটি আর আপনাকে জাদু কইরা দিবে হি হি :)।

 

২. আপনার যদি সাইট না থাকে তাহলে (আমারও নাই হা হা) আপনারা টীটী মানে Techtunes আর others ব্লগ গুলা ব্যবহার করতে পারেন। সেখানে টিওন করে ভাল পরিমানে Downloader পাবেন। আমি ১টা  টিউন  করে ৪.৬৫$ পর্যন্ত কামিয়েছি (আর একটা কথা টিটিকে কেও ঐ ভাবে মানে টাকা কামানোর  যন্য বেবহার করবেন না) এই কথাটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমি বলব আপনার ভাবার মাঝে ভুল আছে। ধরুন আপনি একটা ভাল টিউন করলেন আর সেটা মুলত একটা নতুন সফটওয়্যার নিয়ে তার সাথে মেডিছিন। তাহলে আপনি কি করবেন ? বেসির ভাগ সময় আপনি mediafire এর লিঙ্ক দিবেন !Right সেখানে Ad আছে আবার আমরা যেখানের লিঙ্ক দিতেছি শেখানেও Ad আছে So কেও টিওন করে কিছু টাকা পেলে খতি কি??

 

৩. ফাইল upload করার পর আপনার ফাইলের link টা Shrink করে নিবেন এই সাইট থেকে

https://bitly.com/

 

(এখন আরামসে টাকা কামান হি হি আর একটা কথা যদি টিওন লিখতে না পারেন তাহলে Copy+Past করবেন)

copy+past করার আইন্টা একটু দেখে নিবেন OK

Happy Earning

Level 0

আমি আবির মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস