আপনার ফেসবুক পেজের লাইক বাড়ানোর উপায় (কিছুটা অটোলাইক ও বলতে পারেন)

আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।তবে মনে হয় আরেকটু বেশি দোয়া করলে ভালো হয়।

তো আমি যা দিয়ে আমার টিউনের টাইটেল দিয়েছি সে অনুযায়ি আমি আমার টিউন উপস্থাপন করার চেষ্টা করব।

 

আপনার ফেসবুক পেজের লাইক বাড়ানোর উপায় (কিছুটা অটোলাইক ও বলতে পারেন)

আমি মুলত অনেক দিন ধরে TrafficKeeper এর সাথে যুক্ত।কেননা আমার আয় করার ওয়েবসাইট প্রচার এবং আরো অন্যান্য কাজে তারা যথেষ্ট ভূমিকা রেখেছেন।সবচেয়ে বড় কথা হলো যে,তারা খুব ভালো মানুষ।আমি যখন তাদের একবার বলেছিলাম,ভাই আমার কিছু ডলার লাগবে।আমাকে কি কোনো ফিস ছাড়া দেওয়া যাবে। তখন তারা বলল,অবশ্যই।আমি সেইসময় পুরাই টাস্কি। যেটা কিনা ৮০-৮৫ টাকা দিয়ে কেনা লাগে।সেটা তারা ফিস ছাড়া দিতেছে।

তাছাড়া ও আমি অনেক সাহায্য পেয়েছি তাদের কাছ থেকে। আর আমার ইন্টারনেট থেকে আয়ের ব্যাপারে ও তারা অনেক সাহায্য করেছে।

এখন আসি মূল কথায়,

আমাদের সবার অনেক ওয়েবসাইট আছে এবং অনেকে এর জন্য ফেসবুক পেজ তৈরি করেন। আবার অনেকে শখবশত পেজ খুলে থাকেন কিন্তু ৫ দিন পরেও আপনার ওয়েবসাইটে শুধু আপনার লাইক ই দেখা যায়।

এখন কথা কি করব?

আপনি এর সমাধান পেতে পারেন TrafficKeeper থেকে। প্রথমত তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ তাদের সায়হে দুইভাবে করা যায়।একটি হচ্ছে সরাসরি হটলাইনে।অন্যটি হচ্ছে ইমেইলে।

হটলাইনঃ ০১৭৯৯৪৫৪৩২০ বা 01799454320

ইমেইলঃ [email protected]

আমি বলব যে আপনি তাদের সাথে হটলাইনে যোগাযোগ করুন।কেননা এটি ফাস্ট।

সুবিধাঃ

১. আপনি দেশ সিলেক্ট করতে পারবেন যে,আপনি কোন দেশের লাইক চান।যদি WorldWide সিলেক্ট করেন তাহলে আপনি অনায়সেই আপনার লাইক তুঙ্গে তুলতে পারবেন।

২. মাত্র ৮ ঘন্টার মধ্যে আপনার লাইক পৌছে যাবে।

৩.আর যদি ভেবে থেকেন এই নকল লাইক দিয়া কি করমু।তাহলে শুনে নিন, আপনার ফেসবুক পেজের জন্য তারা Advertize করবে। এবং যদি মানুষ এর আগ্রহ থাকে তাহলে তারা লাইক দিবে।কিন্তু তারা এতো ফাস্ট যে, খুব সহজেই এবং তাড়াতাড়ি কাজ করতে পারে।

৪. এছাড়া ও সুবিধা জানার জন্য তাদের সাথে যোগাযোগ করুন।

অসুবিধাঃ

আমার দেখামতে পরে নাই,তবে আপনি একবারে ২০০ এর বেশি লাইক নিতে পারবেন না।

মুল্যঃ

২০০ লাইক= 2.50$ (Bangladesh Rate=200 BDT)

 

লাভ কি?

এর লাভের ব্যাপারে মনে হয় না আমার কিছু বলতে হবে কেননা যখন আপনি ২০০০-৩০০০ লাইক পাবেন তখন ফেসবুক পেজে লাইক দিয়ে আপনি নিজেই আয় শুরু করতে পারবেন। ফেসবুক পেজ পপুলার হলে যে কত লাভ? তা ভাষায় বলা সম্ভব না।

ধরুন আপনি একটি পিটিসি সাইটের লিঙ্ক দিলেন,মানুষ সেটাতে জয়েন করবে আপনার আন্ডারে।

আবার আপনি যদি কিছু ডাইউনলোড করার জন্য বলেন তখন তারা ডাউনলোড করলে আপনি টাকা পাবেন।

এরকম আরো অনেক লাভ আছে,যা আপনারা নিজেই উপ্লব্ধি করতে পারবেন।

 

Next Tune Will Come Soon:

How To Get DOLLAR Without Fess.And Also Can Exchange In Bangladesh.

 

অনেক কষ্ট করে লেখছি ভাই,একটা ভালো টিউমেন্ট পরের টিউনকে এবং আরো ভালো টিউন করতে আগ্রহ জাগাবে।

ভালো থাকবেন,ভালো রাখবেন।

Comments & Question Are Welcome.

See you Next Time.

Level 1

আমি ফারদিন মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই সুন্দর একটা টিউন করার জন্য কিন্তু ২০০ টাকার হারে লাইক কম হয়ে যায়।

    এইটা ঠিক বলেছেন, ভাই।তার কারণ ও আছে ।কেননা,তারা অফিসিয়াল আর দেয় সব রিয়েল লাইক।তবে আপনি যদি কিছুদিন তাদের সাথে যুক্ত থাকেন তাহলে তারা আপনাকে PROMO CODE দিবে যার দ্বারা আপনি কিছু ছাড় পাবেন

বেচা কিনা বন্ধ করেন

    এখানে আপনি বেচা কিনার কি দেখছেন।আসলে আপনাদের মতো কিছু কু লোক এর কারণে টিউন করতে ভালো লাগে না। নিজে তো পারেন না আবার মানুষকে বলেন না করার জন্য।
    আর এখানে আমি কি বিক্রি করতেছি ???