আমার পথ চলায় টেকটিউনস ও একজন ক্ষুদ্র উদ্যোগতা হবার প্রচেষ্টা।

সালাম সবাইকে কেমন আছেন সবাই?এটা আমার প্রথম লেখা এই টিটিতে। জানিনা ভুল হয় কিনা,আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। আসল কথাই আসি আমাদের বাংলাদেশের সকল স্কুলের সাইট তৈরি করার নির্দেশ দিয়েছেন। আসোলে এটা আমারো ইচ্ছে ছিলো,কারন আমার মতে প্রত্যেক স্কুলের একটি ড্যাইনামিক সাইট থাকা প্রয়োজন। এতে সকল শিক্ষক, ছাত্র/ছাত্রী,অভিবাবকদের সহ সবার অনেক সুবিধা হবে। আসোলে যেটা সপ্নে দেখতাম তা আজ আমার সামনে হচ্ছে... কিন্তু এ কি কান্ড যা সপ্ন দেখতাম তা নিয়েও মানুষের ব্যাবসা স্কুলের সাইট তৈরি নিয়ে এক এক জন কি যে ধান্দা! অবাক এই কয়েক মানুষ, আমি নিজে কয়েক জনকে অর্ডার দিতে চেয়েছি,কিন্তু তাদের একি কাহিনি কয়েক জন বলে আগে টাকা দাও ... তাও আবার ২০০০০/১৫০০০/১২০০০। আমি বলি ডোমেইন আর হোষ্ট এর বিলটা দিলে হয়না??? বলে না... তবুও কয়েক জন কে টাকা দিয়েছিলাম... আর কি ধরা খেয়েছি... প্রায় ২০০০০ হাজার টাকা...
১। এক জিবি হোষ্ট।
২।.EDU.bd একটি ডোমেইন।
৩।আর ekattor সফটয়্যার।
৪।আর স্কুলের কিছু info
৫। ও আবার নিজের কিছু নেট খরচ।
প্রায় সাঁত হাজার টাকা হলেই হয়...
কিন্তু এনিয়ে কি যে বাহানা.
ভাবলাম আমি নিজেই কাজ করবো,আল্লাহর কাছে প্রার্থনা করে আরম্ভ করলাম।
হটাৎ এক বড় ভায়ের সাথে আমার টিটীতে পরিচয় হয়,তিনি এত ভালো মানুষ আমার উদাহারন দেওয়ার মত আমার কাছে কিছু নেই  আসোলে যেমন টিটি, তেমন ঐ ভাইয়া, ভাইয়ার নাম টিটিতে #অসময়ের পথিক।
তিনি আমাকে কাজের উৎসাহ দিলেন এবং অনেক কাজ দরিয়ে দেন...
বেশ কিছু কাজ করতেছি... আরো কাজ করার ইচ্ছে আছে বলতে গেলে অনেক ইচ্ছে ...
আর একটা বিষয় হচ্ছে আম মাত্র  ৬৫০০ টাকায় করে দিতেছি...
এটাতো গেলো
পরে গেলাম ডোমেইন এর এখানে  BTCL
অরে বাবা!
থাক ওটার কথা আরেক দিন লিখবো... তবে কেও কাজ দিলে ভালো মানুষদের দিয়েন
আপনার  কাজো ভালো ভাবে  হবে... আর অদিকে তারো কিছু কাজ করার সুজোগ পাবে...
ভালো থাকুন সুস্থ থাকুন.
I love techtunes.io
আমাকে এগিয়ে নিয়ে জাবার জন্য
আমি ফেসবুকে facebook.com/khadimul.islam.50

Level 0

আমি খাদিমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হবে এবং জানাতে হবে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিদ্যালয়ের জন্য আপনার তৈরী করা কোন ওয়েব সাইটের ঠিকানা থাকলে দিতে পারেন। দেখা দরকার কেমন হয়েছে। যদি ভাল হয়্। আমাদের বিদ্যলয়ের ওয়েব আপনাকে দিয়ে তৈরী করাব।