Affiliate marketing এ expert ভাইদের কাছ থেকে সহযোগিতা চাই।
এমন উদার মনের কেও কি আছে যে কিনা আমাকে সাহায্য করবে কিভাবে perfect Affiliate marketing শিখাবে ? যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে, আমাকে একটু হেল্প করবেন, এর জন্য আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।
আর আমাকে যদি শিখতে সাহায্য করেন আমি আপনার সাথে আপনি জত দিন বলেন তত দিন কাজ করতে রাজি আছি। তবে আমাকে দ্রুত কাজ শিখিয়ে দিতে হবে।
আমি বর্তমানে ডাকায় থাকি। দয়া করে আমাকে কাজটি শিখতে হেল্প করুন। আমি SEO পারি। আমার ফোন নাম্বার হল ০১৭৩৬৩৭৪৯৮০।
আর মাকে affiliate marketing শিখতে কত দিন লাগবে একটু জানাবে।
আমার কিছু জিজ্ঞাসা -
আপনারা আমার প্রশ্ন গুলো দেখে বিরক্ত হবেন না। এই গুলা আমি আমার জানার আগ্রহ থেকে বলেছি। কিছু মনে করবেন্না। ছুট ভাই হিসেবে মেনে নিয়েন।
আমি বিশেষ করে amazon product Review এর কাজটা আগে শিখতে চাই।
সাহায্যের জন্য Thanks .
আমি শাহাদাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপানার যেহুতু জানার আগ্রহ আছে। তাহলে আপনাকে ধৈর্য সহকারে কাজ শিখতে হবে। আপনি খুব সহজেই গুগুল সার্চ করে আপনার প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন। যেমন গুগুলে এভাবে লিখে সার্চ করতে পারেনঃ How do I start affiliate marketing or Learn affiliate marketing। অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে শিখতে পারেন, সেখানে বাংলায় প্রুচুর ভিডিও টিউটোরিয়াল আছে। এই লিঙ্কটা দেখতে পারেনঃ https://www.youtube.com/channel/UCiWU8dQt5qUTt8jIOftIUaA