বিটকয়েন আর্নিংঃ মোবাইল/ট্যাব দিয়ে অধিক বিটস আয়ের কৌশল (পর্ব-১)


বিটকয়েন নিয়ে এ পর্যন্ত যেসব টিউন হয়েছে সবগুলো পড়ার পর যা বুঝতে পারলাম যারা বিটকয়েন আর্নিং এর কাজ করে তারা প্রায় সবাই কয়েনবেস এড্রেস আর 
freebit.co.in এর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ করে ফেলেছে!! যদি সত্যি কথা বলি তাহলে বলব কয়েনবেস এড্রেস বিটকয়েন আয়ের সেরা মাধ্যম হলেও freebit.co.in থেকে বিটকয়েন আর্ন করে এক বিটকয়েন জমা করতে বুড়ো হয়ে যাওয়া লাগবে। তারা খুবই কম শাতোশি দেয়। যাই হোক অনিচ্ছা সত্ত্বেও  কয়েকজন ফেসবুক ফ্রেন্ডের অনুরোধে বিটকয়েন আর্নিং এর উপর ধারাবাহিক টিউনের প্রথম পর্ব আজ প্রকাশ করছি।

আমি জানি টিটিতে অনেকেই আছেন যারা বিটস আর্ন করে মোবাইলে রিচার্জ নিয়ে থাকেন। আর অনেকেই কাজ করার পর কিছুই না পেয়ে বিটকয়েন ভূয়া ভেবে হাল ছেড়ে দিয়েছেন। যারা হাল ছেড়ে দিয়েছেন তাদের বলছি বিটকয়েন সাইটগুলোর প্রায় ৯৫ ভাগই পেমেন্ট দিয়ে থাকে, পিটিসি সাইটগুলোর মত স্ক্যামে ভরপুর না। কাজ বুঝলে প্রথম দিন থেকেই ১ ডলার আয় করতে পারবেন। অনেক কথা বললাম এবার কাজে নেমে পরি। শুরুতেই বলে রাখি যারা মোবাইলে আনলিমিটেড ডাটা প্লান ব্যবহার করে থাকেন শুধু তারাই পিটিসি অথবা বিটকয়েনের কাজ করে কিছু হাতে নিতে পারবেন তা নাহলে নেট বিল দিতে দিতে জীবন তেজপাতা হয়ে যাবে।

বিটকয়েন ফসেট থেকেও আয় করা যায় সবার মধ্যে এই বিশ্বাস স্থাপনের জন্য প্রথম পর্বে একটা চমক জাগানিয়া ওয়ালেট আর জনপ্রিয় কয়েকটা বিটকয়েন ফসেট নিয়ে লিখলাম। যারা আগে কয়েনবেস এড্রেস ব্যবহার করে কাজ করতেন আমার বিশ্বাস তাদের আর্নিং এবার অনেক বাড়বে।

প্রথম কাজঃ  আমারা জানি বিটকয়েন আর্নিং করতে হলে ওয়ালেট থাকা লাগে। কয়েনবেস ওয়ালেটের সাথে যারা পরিচিত তাদের বুঝতে কোন অসুবিধা হবার কথা না।
কয়েনবেস এর চেয়ে ভালকিছুর স্বাদ নেয়ার যাদের ইচ্ছা আছে তারা এই লিংকে  গিয়ে একটা ওয়ালেট তৈরি করে ফেলুন (এন্ড্রয়েড ফোন হলে xapo wallet apps ডাউনলোড এর পারমিশন চাইবে, playstore থেকে apps ডাউনলোড করে একাউন্ট করুন)। xapo ওয়ালেট ক্রিয়েট করার পর Account settings এ গিয়ে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ভোটার আইডি নম্বর (নিজের না থাকলে যে কারোটা দিয়ে দিন), এবং মোবাইল নম্বর দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিবেন। একাউন্ট ভেরিফাইড হবার সাথে সাথেই আপনার ওয়ালেটে  ৫ হাজার সাতোশি বা ৫০ বিটস (প্রায় ১.১০ টাকা) বোনাস যোগ হবে। এই ওয়ালেট এর সবচেয়ে বড় সুবিধা হল ইন্সট্যান্ট পেমেন্ট চলে আসবে। এক সেকেন্ড ও অপেক্ষা করা লাগবেনা,  ধরুন আপনি কোন সাইট থেকে যদি ১ বিটস বা ১০০ সাতোশিও পান তা সরাসরি আপনার xapo ওয়ালেটে চলে আসবে। যেসব সাইট xapo wallet এ পেমেন্ট দিয়ে থাকে শুধুমাত্র সেইসব সাইট থেকেই এই ওয়ালেট  এর মাধ্যমে ইন্সট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। একাউন্ট খুলতে কারো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যথা সাধ্য সাহায্য করব।

দ্বিতীয় কাজঃ আপনার ফোনে বা ট্যাবে ucweb ব্রাউজার না থাকলে এখনই ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর সেটিংস থেকে adds-on এ গিয়ে adblock disable করে দিন। আবার সেটিংস হতে  Browsing Settings এ যান এরপর Website prefrences এ যান browsing option হতে  google click করে Desktop করে দিন। আবার other sites কেও Desktop কর দিন। ব্রাউজার বন্ধ করে বের হয়ে আসুন। আসল কাজ শেষ।

বিটকয়েন আয়ঃ Bitcoin Faucet গুলোর একটা সুবিধা হল এর শতকরা ৯০ ভাগই পে করে। এখানে সবচেয়ে বড় সুবিধা হল কোন সাইট ভূয়া তা এক মিনিটেই যাচাই করতে পারবেন। পিটিসি সাইটগুলোর মত কলুর বলদ খাটার পর পেমেন্ট না পেয়ে হতাশ হতে হয়না। আজ যেহেতু  xapo wallet এর সাহায্যে বিটকয়েন আর্নিং নিয়ে লিখেছি তাই xapo wallet সাপোর্ট করে এমন কয়েকটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব।

১। Bitcoinker : বিটকয়েন জগতের সেরা সাইট হল বিটকয়েনকার। প্রতি ১৫ মিনিট পর পর নিশ্চিত ১০০০ হাজার সাতোশি করে পাবেন এখান থেকে মানে ১ ঘন্টায় ৪ বার ক্লেইম করলেই পাচ্ছেন নিশ্চিত ৪০০০ সাতোশি বা ৪০ বিটস!! এই সাইটে কোন রেজিষ্ট্রেশন করা লাগেনা। আপনি যে ইমেইল এড্রেস দিয়ে xapo wallet খুলেছেন সেই ইমেইল এড্রেস দিয়ে ক্যাপচা পূরণ করে 1000 satoshi লেখা বাটনে ক্লিক করলেই নিশ্চিত ১০ বিটস বা ১ হাজার সাতোশি পেয়ে যাবেন। আর যারা লাক ট্রাই করতে চান তাদের জন্য আছে 100/400/2500 satoshi বাটন। লিংক এইখানে

 

২। Moonbit : xapo ব্যবহারকারীদের প্রিয় আরেকটি সাইট এটি। প্রতি ৫ মিনিট পরপর ক্লেইম করতে পারবেন এখান থেকে তবে প্রতি ১৫ মিনিট পর পর ক্লেইম করলেই ভাল সাতোশি পাবেন।  এর বিশেষ একটি দিক হল তারা রেগুলার ইউজারদের ১ থেকে ১০০ % পর্যন্ত লয়েলটি বোনাস দেয় (এই অপশনটি নতুন)। এখানেও রেজিষ্ট্রেশন করা লাগেনা, বিটকয়েনকার এর মত একই পদ্ধতি। লিংক এইখানে

৩। BitcoinZebra:  xapo wallet ব্যবহারকারীদের জন্য আরও একটি জনপ্রিয় সাইট হল জেব্রা ফসেট। এখানেও রেজিষ্ট্রেশন এর কোন ঝামেলা নেই, যে ইমেইল এড্রেস দিয়ে xapo wallet খুলেছেন সেটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ক্যাপচা আসবে। ক্যাপচা পূরণ করলেই প্রতি ১ ঘন্টা পর পর নিশ্চিত ১০০০/২০০০/৩০০০ সাতোশি এর যেকোন একটি পাবেন। এই সাইটে মাল্টিপ্লাই অপশন আছে যার কাজ পরবর্তী টিউনে আলোচনা করবো। লিংক এইখানে

এই ৩ সাইট থেকে ডেস্কটপ/ল্যাপটপ দিয়ে মোবাইল ব্যবহারকারীদের মত অধিক সাতোশি পেতে হলে ভিপিএন ব্যবহার করতে হবে। আরো সাইট আছে তবে এই তিনটা সাইটের রেফারেল রেট খুব ভাল। আমার রেফারেল আর্নিংস এই তিন সাইট থেকেই প্রতিদিন প্রায় ৫০ টাকার মত। নিয়মিত কাজ করলে এই সাইটগুলো থেকেই দিনে প্রায় ৩০ টাকা পেয়ে যাবেন। এটা বিটকয়েন মহাসাগরের একটা ছোট গর্ত মাত্র, আসল কাজ হবে কয়েনবেস দিয়ে যার বিস্তারিত পরবর্তী টিউন সমূহে পাবেন। যাদের একটা কয়েনবেস ওয়ালেট আছে তারা আরো একটা খুলে রাখতে পারেন কাজে আসবে। আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন।

Level New

আমি Adhiar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just an ordinary human being


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ১ ডলার কামাতে কয় বছর লাগবে

Level New

কাজ করলে একদিনও লাগবেনা আর কাজ না করলে আজীবনেও এক ডলার এর দেখা পারবেনা 🙂

ধন্যবাদ বিট কয়েন আয় নিয়ে টিটিতে ফেরিওয়ালা ভাই পূর্ণাঙ্গ টিউন করেছেন এখানে https://www.techtunes.io/freelancing/tune-id/344775

Level 0

এখানে কাজ টা কিভাবে করে… প্রত্যেক পিটিসি সাইটে যেমন এড দেখার কাজ থাকে,এইসব সাইটে কাজ টা কি… কি জন্য এর টাকা দিবে…?

Level New

Captcha ফিল আপ এর জন্য টাকা দেব।

আমি আজকে আপনাদের একটি Website এর সাথে পরিচয় করেদেবো যার মাদ্যেমে অনলাইন দিয়ে ইনকাম করতে পারবেন।
প্রথমে এই Website যান http://www.bdearnmoneyall.blogspot.com
যাবার পরে দেখবেন ৩টা Post আছে এই Post ৩টা পড়ার পর অনলাইন দিয়ে ইনকাম করতে পারবেন ১০০% সিওর ।
ফেইসবুকে : facebook.com/princekhan017753

Skype: prince.khan1051