Adsense এর ব্যাপারে সাহায্য চাই। বাংলা site এর জন্য।

Google AdSence  Advertising জগতে সবচেয়ে গুরুত্তপূর্ণ আকটা মাধ্যম। কিন্তু এই গুরুত্তপূর্ণ মাধ্যমটি আমরা আমদের বাংলা সাইট এ ব্যবহার করতে পারিন না। আমরা জানিনা কিভাবে বাংলা সাইট এ Google AdSence approve করে নিতে পারি। তাই আমার সকল এক্সপার্ট ভাইদের কাছে অনুরুদ রইল যে কিভাবে বাংলা সাইট এ Google AdSence approve  করা যায় তার উপর জেন একটা ভাল টিউন করা হয়। আমার এক্সপার্ট ভাইদের কাছে বিশেষ অনুরুদ রইল যে আপনারা এই বিষয়ে কি কি কাজ করলে সহজে একাউন্ট পাওয়া যাবে তা যেন বিস্তারিত ভাবে বলা হয়।

আমার কিছু জিজ্ঞাসা -

  1. আমাদের সাইট এর টাইটেল কি ইংরেজিতে দিব ?
  2. বাংলা সাইট এ Google AdSence পেতে আমাদের কিভাবে টিউন করতে হবে।
  3. টিউন এর মধ্যে কি আমরা বাংলা এবং ইংরেজি এক সাথে দিব ?
  4. আমরা যখন আরটিকেল লিখব তখন কি আর্টিকেলের ভিতর যে কি ওয়ার্ড দিব তা কি  ইংলিশ এ দিব ?
  5. যখন ইমেজ অপটিমাইজ করব তখন ইমেজ এর আল্টা টেগ কি ইংরেজিতে দিব ?
  6. আমরা Google AdSence থেকে কোড গুলু কিভাবে পাব ?
  7. Google AdSence এর কোড একটি সাইট এ কতবার ব্যবহার করা যাবে ?

এ ছাড়াও Google AdSence সমন্ধে আরও কোনো উপদেশ থাকলে দয়া করে আমাদের সকলের সাথে একটু সেয়ার করবেন।

আমার এই জানার আগ্রহকে কেউ অন্যভাবে নিবেন্না। আমি একটা জিনিস জানি যার মধ্যে জত বেশি জানার আগ্রহ থাকবে সে তত বেশি শিখতে পারবে।

আর আমরা যদি একে অপরবে হেল্প করি তাহলে আমরা জাতীয় ভাবে এগিয়ে জেতে পারব।

আমি আশা করি আমরা একত্রিত ভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে জেতে পারব।

আমার লিখার মধ্যে যদি কোন ভুল থেকে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি শাহাদাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলা site এ adsense দেওয়া হয় না।

আমার জানা মতে একজন আছে ২৫% কমিশনে এড দেই। অনেকে তার কাছ থেকে নিয়ে বাংলা সাইট এ চালাচ্ছে। আপনি তার কাছ থেকে নিতে পারেন।

    কে সে? ২৫% কে রাখবে কিভাবে রাখবে? আমার এ্যাড থেকে কি পরিমাণ আয় হচ্ছে কিভাবে জানা যাবে?

তাহলে প্রথম আলো কিভাবে ব্যবহার করে ?
@ নেওয়াজ মোর্শেদ ইমন ভাই

কে সে ? @এফ আর জিম

আমি ৩০% কমিশনে এড আপনার সাইটে দিতে পারব। আপনার সাইটের লিংক দেন ও ইমেইল এড্রেসটা দিন।

    এটা কিভাবে দিবেন? এই এ্যাড থেকে কি পরিমাণে আয় হচ্ছে আমি দেখতে পারবো? কার নিয়ন্ত্রণে থাকবে?

ভাই প্রথম আলো এডসেন্স এর সাথে ডিল করা। আর অন্নান্য অনলাইন পত্রিকা আমি যে ভাবে বললাম এয় ভবে চালায়।
আপনি আমাকে স্কাইপিঃ musafir.me অথবা আমার ফোন নাম্বারঃ 01952981957 নক করতে পারেন।

    Level 2

    @ জিম ভাই = টেকটিউনেও আগে গুগলের এ্যড শো কারত, গুগল এরকম বড় বড় সাইটে এ্যড দিয়ে থাকে
    একবার ভাবতে পারেন প্রথম আলু + টেকটিউন দৈনিক এই সাইট দুটোতে কত ভিজিটর আসে….?

    সবশেষ শাহাদত ভাইকে বলবো টিটির অন্যতম টিউনার আরিফ ভাইয়ের সাথে যোগাযেগ করুন উনি বাংলা সাইটে এ্যড প্রদর্শন করাতে পারেন। ওনার সাইটে তার ফোন নম্বর পাবেন, তাই সরাসরি তার ফোন নম্বরটা এখানে দিলাম না

    তার ব্লগ = http://marksitbd.blogspot.com

    টেকটিউনে তার পোস্ট গুলো দেখেন = https://www.techtunes.io/tuner/carifahmad

      @mahmudkoli ভাই
      বাংলাদেশ এডসেন্স মার্কেট অনেকটা না জনালেও জানি কিছুটা। কাজের জন্য আপডেট রাখতে হই।
      বাংলা সাইটে কারা কিভাবে এড দেখাই অনেক টাই খোজ রাখি (বাংলা অনলাইন নিউজ সাইট, অন্যান্য বাংলা সাইট)।

      আমি জানাতে চেয়েছি যে আমার পরিচিত একজন আছে যে তার এপ্রোভ ভেড়িফাইড অ্যাকাউন্ট দিয়া অনেকের কাছে এডস শেয়ার দেয়। বাংলা দেশের অনেক বড় বড় সাইট আছে, তার এডস ইউস করে।
      তবে সে কিছুটা কমিশন রাখে।

আপনি এই টিউনটা দেখেন

https://www.techtunes.io/internet/tune-id/40199

খুবই গুরুত্বপূর্ন, জানা জরুরি

If you use Adsense in a website with unsupported language (Main Language), It will be policy violation. So your site may be banned by Google. Be careful. Search alternative.