আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।দীর্ঘ তিন বছর পর আবার বসলাম টিউন করতে।আমি TechTune এর একজন নিয়মিত টিউনার এবং পাঠক ছিলাম।আমার সমস্যা হল আমি বাংলা টাইপ করতে পারি না তাই আমি এখানে আর টিউন করি না।কিন্তু আমি technology নিয়ে থাকতে ভালবাসি।তাই আমি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করি যেখানে আমি ফেসবুক,ইউটিউব,স্কাইপ, উইন্ডোজ, ফটোশপ সম্পর্কে ৪৫৫ টি ভিডিও অলরেডি শেয়ার করছি।আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল টি দেখে আসতে পারোন Click Here To Get My Channel
এখন আসি আজকের বিষয় 'কিভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন করবেন'
YouTube এমন একটি মাধ্যম যেখানে আপনি চাইলে খুব সহজে ভিডিও শেয়ার করে টাকা উপার্জন করতে পারবেন।তবে ভিডিও আপনার নিজের হতে হবে।অন্য ব্যক্তি ভিডিও হলে হবেনা।
1) YouTube হল Google এর একটি প্রোডাক্ট.YouTube এর চ্যানেল তৈরি করতে হলে প্রথমত আপনার একটি Gmail একাউন্ট থাকতে হবে।
***কিভাবে Gmail একাউন্ট তৈরি করবেন তার জন্য নিচে ক্লিক করুন।
খুব সহজে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন কিভাবে Gmail একাউন্ট তৈরি করতে হয়।
2) তারপর আপনার একটি YouTube একাউন্ট থাকতে হবে।
***কিভাবে YouTube একাউন্ট তৈরি করবেন তার জন্য নিচে ক্লিক করুন।
খুব সহজে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন কিভাবে YouTube একাউন্ট তৈরি করতে হয়।
3) তারপর আপনার YouTube চ্যানেল টি তে Monetize Enable করার মাধ্যমে খুব সহজে YouTube থেকে টাকা উপার্জন করতে পারবেন।
*** কিভাবে YouTube চ্যানেলয়ে Monetize Enable করবেন তার জন্য নিচে ক্লিক করুন।
খুব সহজে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন কিভাবে YouTube চ্যানেলয়ে Monetize Enable করতে হয়।
4) তারপর আপনার একটি AdSense Account থাকতে হবে যার মাধ্যমে আপনার উপার্জীত অর্থ চেক অথবা ব্যাংক এর একাউন্ট অথবা WesternUnion মাধ্যমে আপনার টাকা উঠাবেন।AdSense হল Google এর একটি প্রোডাক্ট যারা কিনা আপার উপার্জীত অর্থ লেন দেন করে।
***কিভাবে AdSense Account তৈরি করবেন তার জন্য নিচে ক্লিক করুন।
খুব সহজে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন কিভাবে Ad-sense Account তৈরি করতে হয়।
*তারপর যুদি আপনার YouTube চ্যানেলয়ে Monetize করতে গিয়ে যুদি এই মেসেজ দেখায় 'Unable to Monetize in Your Country'
5) কিভাবে বাংলাদেশে YouTube চ্যানেল Monetize করতে হয় তার জন্য নিচে ক্লিক করুন।
খুব সহজে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন কিভাবে YouTube চ্যানেল Monetize করতে হয় বাংলাদেশে।
AdSense
Google আপনাকে ১০০% লি pay করবে.
আমি আমার YouTube চ্যানেল থেকে টাকা উপার্জন করার স্ক্রীন শট টাকা 🙂
2nd Channel 🙂
আশা করি আমার টিউন টি আপনাদের কাছে ভাল লেগেছে।আর যুদি ভাল লেগে থাকে তাহলে টিউন টি শেয়ার করতে ভুলবেন না।
আজকের মত এখানেই বিদায়।
আরও ফেসবুক,ইউটিউব,স্কাইপ, উইন্ডোজ, ফটোশপ সম্পর্কে অনেক শিক্ষীনীও ভিডিও পেতে আমার YouTube চ্যানেল Subscribe করতে ভুলবেন না।
আমি আব্দুর রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Subscribe My Channel www.youtube.com/abdurahim22791
দারুন হয়েছে টিউন টি তবে আপনার ফেইসবুক আইডি পেলে যোগাযোগ করতে ভাল হত