neobux থেকে আয় (স্ক্রিনশট সহ)

আগের টিউন এ ইংরেজী বেশি থাকায় টেকটিউনসস আমার টিউনটি পেন্ডিং করে দেয়, আশা করছি এরকম আর হবে না ! অনেকের রিকুয়েস্ট এ আবার টিউন করলাম ...।

আমার মতে অনেক অনেক  PTC সাইট এর মাঝে অন্যতম হল Neobux।  আজ আমি Neobux সম্পর্কে আলোচনা করব। এখানে আপনার প্রতারিত হবার সুযোগ নেই। 😎

  1. একাউন্ট : যারা এখনো একাউন্ট তৈরি করেন নি তারা  আমার আগের টিউনটি দেখে নিন এখানে !
  2. অ্যাড দেখে আয়  :প্রথমে আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

 

 

  • যেখানে view advertisement লিখা আছে ক্লিক করলে দেখবেন ২০-২৭ টার মত অ্যাড  আছে। অ্যাড এ ক্লিক করলে ৫ লাগবে। ২০-৩০ টা অ্যাড দেখতে ৫ মিনিট লাগবে মাত্র। ২০ টা অ্যাড দেখলে আপনার আয় হবে 0.0020 ডলার। তাহলে মাসে হবে ০.600 ডলার।আসুন জেনে নেই কিভাবে আয় বাড়াতে পারবেন
  • neobux এ আয় বাড়ানোর উপায় হল রেফারেল এর মাধ্যমে। বাম পাশে banner এ ক্লিক করলে আপনে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্ক টা দিয়ে কেউ জয়েন করলে সে যত টাকা আয় করবে তার একটা অংশ আপনি পাবেন। তার মানে যত রেফারেল তত আয়। আপনি ফেসবুক, ব্লগ, এমনকি সরাসরি আপনার বন্ধুদের কে neobux এর কথা বলতে পারেন। আপনি একাউন্ট খোলার ২৫ দিন পর থেকে রেফারেল করতে পারবেন। ভাল সাইট তো তাই নিয়ম কানুন একটু কড়া।

যদি রেফারেল না পান তাহলে কি করবেন ?

উপায় একটা আছে। আপনার যখন ০.০৬ ডলার হবে তখন আপনি এই টাকার বিনিময়ে ৩ জন রেফারেল ভাড়া নিতে পারবেন। যারা ১ মাস আপনার জন্য কাজ করবে। তাহলে শুরুতে আপনাকে ১ মাস একা একা কাজ করতে হবে।

 

  •      Neobux-এর রেফারেল কেনা এবং ব্যবহারের বিস্তারিত বর্ণনা -

রেফারেল এর মূল্য তালিকাঃ (মাসিক)

৩   জন = ০.৬ ডলার = ৪৮ টাকা (প্রায়)

৫   জন =  ১.০ ডলার = ৮০ টাকা (প্রায়)

১০ জন = ২.০ ডলার = ১৬০ টাকা (প্রায়)

১৫ জন = ৩.০ ডলার = ২৪০ টাকা (প্রায়)

২০ জন = ৪.০ ডলার = ৩২০টাকা (প্রায়)

২৫ জন = ৫.০ ডলার = ৪০০ টাকা (প্রায়)

৩০ জন = ৬.০ ডলার = ৪৮০ টাকা (প্রায়)

৪০ জন = ৮.০ ডলার = ৬৪০ টাকা (প্রায়)

৫০ জন = ১০.০ ডলার = ৮০০ টাকা (প্রায়)

৬০ জন = ১২.০ ডলার = ৯৬০ টাকা (প্রায়)

৭০ জন = ১৪.০ ডলার = ১১২০ টাকা (প্রায়)

৮০ জন = ১৬.০ ডলার = ১২৮০ টাকা (প্রায়)

৯০ জন = ১৮.০ ডলার = ১৪৪০ টাকা (প্রায়)

১০০জন = ২০.০ ডলার = ১৬০০ টাকা (প্রায়)

 

আপনি একসাথে সর্বনিন্ম ৩টি এবং সর্বোচ্চ ১০০টি রেফারেল Rent করতে পারবেন !

আপনি এতক্ষনে নিশ্চয় রেফারেল এর গুরুত্ব বুঝে গেছেন। এখন ১৬০০ টাকা বিনিয়োগ করে আপনি যদি ১০০ জন রেফারেল কেনেন, তাহলে আপনার মাসিক আয় কত দাঁড়াবে, তা আপনিই হিসাব করুন।

রেফারেল কিনবেন কিভাবে ?

  • অ্যাকাউন্ট পেজে উপরে আপনার ইউজার নেমের উপর ক্লিক করুন।
  • Referrals এ ক্লিক করুন।
  • Add Funds এ ক্লিক করুন এবং
    আপনার মূল ব্যাল্যান্স (আয়কৃত অর্থ) ব্যবহার করতে চাইলে Main Balance এ ক্লিক করুন। অথবা, Paypal, Payza বা Neteller থেকে নিতে চাইলে নামের উপর ক্লিক করুন। আমি এখানে মূল আয়কৃত অর্থ থেকে নিচ্ছি।

 

 

 

 

 

 

  • অর্থের পরিমান নির্ধারণ করুন < (ছোট) এবং > (বড়) চিহ্ন ব্যবহার করে পরিমান নির্ধারণ করুন।
  • এখানে নিচের লেখা দেখাবে ও রেন্টাল ব্যাল্যান্স $0.00 থেকে নির্ধারিত $1.0 অর্থের সমান হয়ে গেছে।
  • এখান থেকে আপনি যতটি রেফারেল কিনতে চান, তার সংখ্যার উপর ক্লিক করুন

 

 

 

 

 

 

 

 

 

  • এবার একটি নিশ্চিতকরন বার্তা পাবেন !
  • Yes এ ক্লিক করুন !

দেখুন আমার আইডি থেকে রেফারেল এর অবস্থা  ঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কিভাবে টাকা তুলবেন ?

২$ হলেই neobux থেকে payza অথবা, paypal এর মাধ্যমে আপনি আপনার আয় তুলতে পারবেন। paypal বাংলাদেশে সাপোর্ট করে না। তাই payza এর মাধ্যমে আয় তুলতে পারবেন !

প্রতিযোগিতার এই যুগে ইনকাম বা আয় বারানোর জন্য মানুষ অনেক,অনেক ধরনের পদ্ধতি অনুসারে কাজ করে থাকে। কেউ সফল হয় কেউবা বিফলে ঐ পথ বদলে অন্য পথে রওনা দেয়। এখন অনলাইনে আয় একটি জনপ্রিয় উপায়। এই পদ্ধতিতে তরুন, তরুনী, যুবক, যবতীরা বেশ আগ্রহ দেখাচ্ছে এবং অনেকেই সফল হচ্ছে।

(স্ক্রিনশট গুলু আমার mahfuz15 আইডি থেকে নেওয়া )

আজ এ পর্যন্তই ! ভাল থাকবেন সবাই এবং টেকটিউনসস এর সাথেই থাকবেন !

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন এখানে 😉

 

 

 

Level 0

আমি মাহফুজ জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই পোস্টটি টেক টিউন পেন্ডিং করসিল

vai ami aj sokale er upor ekti tune kori . tune link dekhay, eta post hoise tao bole, but homepage e amar post dekha jacchey na keno???

ভালো দুইটি পিটিসি সাইট-
(১) https://www.useclix.com/index.php?ref=aminatikah
(২) http://loydbux.com/?ref=aminatikah
কাজ করলেই বুঝতে পারবেন!!!

পোস্টটি টেক টিউন পেন্ডিং করছে মনে হয় ! @পাশা

akhon ki korbo???

ভাই,আপনার আগের পোস্টে অনেক মন্তব্য দেখে ভ্যাবাচেকা খাইছি,বুঝতে পারছি না কি করব? তবুও প্রিয়তে রাখলাম।

ভাই, nuobux কি scam হয়ে গেছে নাকি? একটা সাইটে দেখলাম এটি scam সাইট। pls. জানাবেন।

আমি Neobux এ কাজ করে ৭ দিনে এ পর্যন্ত $14.209 ইনকাম করেছি। আর এটা সম্ভব হয়েছে Mini Jobs করে যা CrowdFlower নামক একটি company এর মাধ্যমে দেওয়া হয়। বর্তমানে 0 Lebel এ আছি তাই কাজের পরিমান অনেক কম। তবে Lebel বাড়লে আরও অনেক কাজ পাব আশা করি। তাই আমার পরামর্শ হচ্ছে CrowdFlower এর Mini Jobs গুলো seriously নিতে হবে। মনে রাখবেন আপনি যে কাজগুলো করবেন সেগুলো IBM, eBay এবং Microsoft এর মতো বিখ্যাত কম্পানিগুলো দিয়ে থাকে। তাই কাজ শুরু করার আগে যথেষ্ট সময় নিয়ে অনুশীলন করবেন এবং সুধুমাত্র try করার জন্য এখানে কোন কাজ করবেন না।
আমার রেফারেল লিঙ্কঃ https://www.neobux.com/?r=activeworker
আমার profile এর screenshot: https://ibb.co/ni1H95