আগের টিউন এ ইংরেজী বেশি থাকায় টেকটিউনসস আমার টিউনটি পেন্ডিং করে দেয়, আশা করছি এরকম আর হবে না ! অনেকের রিকুয়েস্ট এ আবার টিউন করলাম ...।
আমার মতে অনেক অনেক PTC সাইট এর মাঝে অন্যতম হল Neobux। আজ আমি Neobux সম্পর্কে আলোচনা করব। এখানে আপনার প্রতারিত হবার সুযোগ নেই। 😎
যদি রেফারেল না পান তাহলে কি করবেন ?
উপায় একটা আছে। আপনার যখন ০.০৬ ডলার হবে তখন আপনি এই টাকার বিনিময়ে ৩ জন রেফারেল ভাড়া নিতে পারবেন। যারা ১ মাস আপনার জন্য কাজ করবে। তাহলে শুরুতে আপনাকে ১ মাস একা একা কাজ করতে হবে।
রেফারেল এর মূল্য তালিকাঃ (মাসিক)
৩ জন = ০.৬ ডলার = ৪৮ টাকা (প্রায়)
৫ জন = ১.০ ডলার = ৮০ টাকা (প্রায়)
১০ জন = ২.০ ডলার = ১৬০ টাকা (প্রায়)
১৫ জন = ৩.০ ডলার = ২৪০ টাকা (প্রায়)
২০ জন = ৪.০ ডলার = ৩২০টাকা (প্রায়)
২৫ জন = ৫.০ ডলার = ৪০০ টাকা (প্রায়)
৩০ জন = ৬.০ ডলার = ৪৮০ টাকা (প্রায়)
৪০ জন = ৮.০ ডলার = ৬৪০ টাকা (প্রায়)
৫০ জন = ১০.০ ডলার = ৮০০ টাকা (প্রায়)
৬০ জন = ১২.০ ডলার = ৯৬০ টাকা (প্রায়)
৭০ জন = ১৪.০ ডলার = ১১২০ টাকা (প্রায়)
৮০ জন = ১৬.০ ডলার = ১২৮০ টাকা (প্রায়)
৯০ জন = ১৮.০ ডলার = ১৪৪০ টাকা (প্রায়)
১০০জন = ২০.০ ডলার = ১৬০০ টাকা (প্রায়)
আপনি এতক্ষনে নিশ্চয় রেফারেল এর গুরুত্ব বুঝে গেছেন। এখন ১৬০০ টাকা বিনিয়োগ করে আপনি যদি ১০০ জন রেফারেল কেনেন, তাহলে আপনার মাসিক আয় কত দাঁড়াবে, তা আপনিই হিসাব করুন।
দেখুন আমার আইডি থেকে রেফারেল এর অবস্থা ঃ
কিভাবে টাকা তুলবেন ?
২$ হলেই neobux থেকে payza অথবা, paypal এর মাধ্যমে আপনি আপনার আয় তুলতে পারবেন। paypal বাংলাদেশে সাপোর্ট করে না। তাই payza এর মাধ্যমে আয় তুলতে পারবেন !
(স্ক্রিনশট গুলু আমার mahfuz15 আইডি থেকে নেওয়া )
আজ এ পর্যন্তই ! ভাল থাকবেন সবাই এবং টেকটিউনসস এর সাথেই থাকবেন !
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন এখানে 😉
আমি মাহফুজ জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গোছালো টিউন