ফরেক্স ট্রেডিং বর্তমানে আউসোসিং এ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েব ডিজিইন একটু কঠিন হলেও ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট শিখতে পারলে কাজ এর অভাব হয়না। কিন্তু এতদুর আশা অনেক কষ্টসাধ্য কাজ সবার পক্ষে হয়ে উঠে না অনেকে শুরু করেই পারবেননা বলে চলে আসেন।মানুষ চেষ্টা করলে পারেনা এমন কোন কাজ নেই লেগে থাকুন যেকোন একটি পতে অবশ্যই একদিন না একদিন সাফল্যে অর্জন করতে পারবেন।
ফরেক্স ট্রেডিং এ আবার সেই একই অবস্থা কোডিং বুঝবেন না বলে ফরেক্স মার্কেট এ আসেন। কিন্তু এখানে এসে দেখেন এইগুলা আবার কি পিপস লট.লিভারেজ ইত্যাদি এইসব কি আবার ফরেক্স মার্কেট থেকে ও চলে যান। তাহলে করবেন কি?
ইনকাম যদি এত সহজ হত তাহলে রিক্সাওয়ালারা আর রিক্সা চালাইতো না। ওয়েব ডিজাইন অথবা ফরেক্স ট্রেডিং করে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতো।
যায়হোক এতখন বক বক করেছি একন মূল প্রসঙ্গে আসি।
ফরেক্স ট্রেডিং এ যারা নতুন বা ১বছর এর বেশি হয়ে গেছে তারা কোন ভাবেই মার্কেট থেকে প্রফিট বের করতে পারছেন না। শুধু লস এর মুখ দেখে যাচ্ছেন।
ফরেক্স মার্কেট কে যদি ডাল ডাল পানির মত সহজ মনে করেন তাহলে ভুল করবেন। ফরেক্স এর শেখার শেষ নেই।
লসের প্রধান কারন:
ইন্ডিকেরট আশা করি বুঝে গেছেন আমি কিসের কথা বলেছি। হ্যা আপনি যদি শুধু ইন্ডিকেটর দেকে ট্রেড করেন তাহলে ২/৩ টা অর্ডার এ প্রফিট করতে পারবেন হয়তোবা কিন্তু তারপর লস এর মুখ দেখবেন বেশি। ইন্ডিকেটর শুধু মার্কেট ফোর্স দেখায় যে মার্কেট বাই ফোর্স এ মুভ করছে নাকি সেল ফোর্স এ কিন্তু এটা ভাববেন না যে ইন্ডিকেটর সেল দিতে বললো আর সাথে সাথে সেল দিলাম আর প্রফিট করে নিলাম। এমন টা যদি হত তাহলে বাচ্চারা ও ট্রেড করে লাখ লাখ টাকা প্রফিট করতে পারতো।
মার্কেট বুঝুন ভাল করে শিখুন:
ফরেক্স থেকে যদি আপনি প্রফিট নিতে চান যদি সব গুলা অর্ডার প্রফিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স এর বেসিক সব কিছুই পড়তে হবে। সব কিছু বুঝতে হবে আমি যদি প্রথম থেকে শুরু করি তাহলে আমি লিখতে লিখতে শেষ হয়ে যাব কিন্তু আমার লেখা শেষ হবেনা।
অনলাইন এ সার্চ দিলেই অনেক ফরেক্স এর বই পাবেন যা পড়ে আপনি বেসিক জিনিস গুলা শিখতে পারবেন।
আপনি ফরেক্স এর ক্যান্ডেল এবং প্রাইস অ্যাকশন সম্পর্কে পড়েছেন হয়তো কিন্তু মূল্যায়ন করেননি? যে এটা আমার কি কাজে লাগবে ইন্ডিকেটর আছেই তো।
সম্পূর্ন ভুল কাজ করবেন। আপনি যদি শুধু ভাল ভাবে প্রাইন অ্যাকশন বুঝেন এবং প্রাইস অ্যাকশন দিয়েই আপনি সারা জীবন বসে বসে প্রফিট খেতে পারবেন। আর যদি ক্যান্ডেস্টিক পার্টান গুলি আয়ত্ব করতে পারেন তাহলে বুঝবেন আপনি ফরেক্স মার্কেট বস হয়ে গেলেন। কিন্তু আমি আগেই বলেছি যখন আয়ত্ব করতে পারবেন। শধু পড়েই ট্রেড দেয়া শুরু করলেন তাতে হবে না। আগে ডোমে তে প্রাকটিস করুন তারপর রিয়েল এ যান।
এত ব্যাস্ত কেন আপনি?
আগে ডেমো ইউস করুন কারন ফরেক্স মার্কেট ক্লিক কম্পানির মত চলে যাচ্ছেনা। আপনি মরে যাবেন মার্কেট থাকবে।
আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। আপনি যদি মার্কেট এ টিকে থাকতে পারেন তাহলেই আপনি গেইনার আর যদি একটা লস এর পর মার্কেট থেকে বের হয়ে যান তাহলে আপনি লুসার। মার্ক করে রাখুন কেন লস করলেন পরবর্তিতে সেই ভুল আপনার কখনোই হবেনা।
ফরেক্স সম্পর্কে নতুনদের কিছু জানার থাকলে আমাকে জানাবেন সব সময় সাহয্যে করার চেষ্টা করবো।
আমি এমডি সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo jinis
r
free accurate signal pete ai page ta dekhte paren.
https://www.facebook.com/pages/BD-Energy-FX-CLUB/1605883263025572?sk=timeline
r amader wab site tao dekhar jonno onorod roilo http://www.lollipips.blogspot.com